সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হবে ভারত!

সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হবে ভারত!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৫ | ১১:১১ 61 ভিউ
বিশ্বজুড়ে দ্রুতগতিতে বাড়ছে মুসলিম জনসংখ্যা। ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা বেড়েছে প্রায় ৩৪ কোটি ৭০ লাখ, যা অন্যসব ধর্মীয় জনগোষ্ঠীর তুলনায় অনেক বেশি। মুসলিমদের এই উল্লেখযোগ্য জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে পূর্বাভাস দিচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার। সাম্প্রতিক এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, বর্তমানে মুসলিম জনসংখ্যার দ্রুততম বৃদ্ধির হার দেখা যাচ্ছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে। বিশেষ করে ভারত, যেটি ঐতিহাসিকভাবে একটি হিন্দু-সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও, দেশটিতে মুসলিমদের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। এমনকি অনুমান করা হচ্ছে, আগামী ২৫ বছরের মধ্যে ভারত বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠবে, পেছনে ফেলবে বর্তমান শীর্ষস্থানীয় দেশ ইন্দোনেশিয়াকে। প্রতিবেদনটিতে বলা হয়, ২০১০ সালে বিশ্ব জনসংখ্যার ২৩ দশমিক ৯ শতাংশ ছিল মুসলমান, যা ২০২০ সালে বেড়ে দাঁড়িয়েছে ২৫ দশমিক ৬ শতাংশে। এই বৃদ্ধির মূল কারণ হিসেবে জন্মহারের আধিক্যকে দেখানো হয়েছে। মৃত্যুহারের তুলনায় মুসলিম সমাজে শিশু জন্মহার অনেক বেশি। যদিও ধর্মান্তরও একটি কারণ, তবে তার প্রভাব তুলনামূলকভাবে সামান্য। বিশেষত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে মুসলিম জনসংখ্যার এই বৃদ্ধির হার সবচেয়ে বেশি। পিউ-এর পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বিশ্বে মুসলমানদের সংখ্যা ২৮০ কোটিতে পৌঁছাবে। আর এই সময়ের মধ্যেই ভারত পেছনে ফেলবে বর্তমান শীর্ষ দেশ ইন্দোনেশিয়াকে। ভারত ঐতিহ্যগতভাবে হিন্দু প্রধান রাষ্ট্র হলেও গত এক দশকে সেখানে মুসলিম জনসংখ্যার উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। ২০১০ সালে ভারতের মোট জনসংখ্যার ১৪ দশমিক ৩ শতাংশ ছিল মুসলমান, যা ২০২০ সালে বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ২ শতাংশে। এক দশকে দেশটিতে মুসলমানের সংখ্যা বেড়েছে প্রায় ৩ কোটি ৫৬ লাখ। পিউ-এর বিশ্লেষণে বলা হয়েছে, এই বৃদ্ধির পেছনে প্রধান ভূমিকা রেখেছে মুসলমানদের তুলনামূলকভাবে উচ্চ প্রজননহার। ধর্মান্তরের হার এখানে খুবই কম। অন্যদিকে, হিন্দু জনসংখ্যার ক্ষেত্রেও বৈশ্বিক পর্যায়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে বিশ্বে হিন্দুদের সংখ্যা বেড়েছে প্রায় ১২ শতাংশ হারে, যা বৈশ্বিক গড় জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ২০২০ সালে বিশ্বের মোট হিন্দু জনসংখ্যা ছিল প্রায় ১২০ কোটি, যা বিশ্ব জনসংখ্যার ১৪ দশমিক ৯ শতাংশ। তবে ভারতে হিন্দুদের অনুপাতে সামান্য পতন ঘটেছে- ২০১০ সালের ৮০ শতাংশ থেকে ২০২০ সালে তা কমে দাঁড়িয়েছে ৭৯ শতাংশে। প্রতিবেদনটিতে অন্যান্য ধর্মাবলম্বীদের সংখ্যাও বিশ্লেষণ করা হয়েছে। দেখা যায়, ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে খ্রিস্টান জনসংখ্যা ২১৮ কোটি থেকে বেড়ে ২৩০ কোটিতে দাঁড়ালেও, বিশ্ব জনসংখ্যায় তাদের শতকরা হিস্যা কিছুটা কমে গেছে- ৩০ দশমিক ৬ শতাংশ থেকে ২৮ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জনসংখ্যা একই সময়ে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, বৌদ্ধদের বড় অংশের বসবাস চীনে, আর দেশটির দীর্ঘদিনের কড়া জন্মনিয়ন্ত্রণ নীতিই এর পেছনে অন্যতম কারণ। সব মিলিয়ে, বিশ্ব জনসংখ্যায় ধর্মীয় ভারসাম্যে একটি বড় রূপান্তর আসছে বলে মনে করছেন গবেষকরা। বিশেষ করে মুসলিম জনসংখ্যার লাগাতার বৃদ্ধি ভবিষ্যতের ভূরাজনীতি ও সামাজিক গঠনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে-এমনটাই আভাস দিচ্ছে পিউ রিসার্চ সেন্টারের বিশ্লেষণ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আরও ভয়ংকর হচ্ছে উত্তর কোরিয়া গাজায় একদিনে নিহত আরও ৬৪, ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেল ১৩ জনের বিতর্কিত মন্তব্যের অভিযোগে পাকিস্তানি আলেম আলি মির্জা গ্রেফতার ভোটযুদ্ধে প্রাণবন্ত ক্যাম্পাস ইসরাইলের সঙ্গে আব্রাহাম চুক্তির সম্ভাবনা নাকচ করল সিরিয়া উচ্চ মূল্যস্ফীতিসহ ১০ কারণে দারিদ্র্য বৃদ্ধি ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ সংকটাপন্ন ৫ ব্যাংকে ভুগছে তৈরি পোশাক খাত গাজায় একদিনে নিহত আরও ৬৪, ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেল ১৩ জনের দেশজুড়ে দখল–চাঁদাবাজি নতুন বন্দোবস্তের জন্য অশনি সংকেত: টিআইবি কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার ৫০০ উইকেট নিয়ে টি২০তে অনন্য রেকর্ড সাকিবের রোজ ঘি খাওয়া কি স্বাস্থ্যকর? বেশি আয়ের চাকরি পেতে ৩ দক্ষতা অর্জন করতে পারেন ঘরে বসেই স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বন্যায় সরানো হলো ১৯ হাজার মানুষকে একাধিক দেশে ইরানের অস্ত্র কারখানা এবার শিকাগোতে সেনা পাঠাবেন ট্রাম্প কোলেস্টেরল কমাবেন কীভাবে