সরকারি শিশু পরিবারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন

সরকারি শিশু পরিবারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫ | ১১:১০ 49 ভিউ
বাগেরহাটে সরকারি শিশু পরিবারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নিম্মমানের খাবার পরিবেশন, আবাস্থলের অব্যবস্থাপনা, শিশুদের ওপর শারীরক ও মানুষিক নিযার্তনসহ নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে শিশু পরিবারে প্রধান কার্যালয়ের এ অভিযান চালানো হয়। তিন ঘণ্টাব্যাপী অভিযানে বেশকিছু অনিয়মের প্রমাণ পেয়েছেন দুদক কর্মকর্তারা। দুদকের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো.সাইদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় সরকারি শিশু পরিবারে থাকা অনেক কিশোরী জানিয়েছেন, বরাদ্দের চেয়ে তাদের খাবার কম দেওয়া হয় এবং তা নিম্মমানের। জামা-কাপড়সহ মশারি, বালিশ, তোষক নির্ধারিত সময়ে পরিবর্তনের কথা থাকলেও তা দেওয়া হয় না। ন্যুনতম চিকিৎসা পায় না তারা। এমনকি বালিকাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের ভাড়া আত্মসাত করে কর্তৃপক্ষ। দুদকের সহকারী পরিচালক সাইদুর রহমান বলেন, ‘নানা অনিয়মের তথ্য পেয়ে আমরা অভিযানে এসেছি। অনেক অনিয়মের প্রমাণ পেয়েছি। এখানে অনেক এতিম ও অসহায় বালিকারা থাকেন। তাদের নিম্মমানের খাবার দেওয়া হয়। শিশু পরিবার কর্তৃপক্ষ সবকিছুতেই দুর্নীতি করছে, এমনকি ইফতারিতেও।’ তিনি আরও বলেন, ‘স্কুল বন্ধ দিয়ে শিশুদের দিয়ে রান্না করানো হয় বলে অভিযাগ রয়েছে। অভিযানে প্রাপ্ত কাগজপত্র ও তথ্য প্রমাণ পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশজুড়ে দখল–চাঁদাবাজি নতুন বন্দোবস্তের জন্য অশনি সংকেত: টিআইবি কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার ৫০০ উইকেট নিয়ে টি২০তে অনন্য রেকর্ড সাকিবের রোজ ঘি খাওয়া কি স্বাস্থ্যকর? বেশি আয়ের চাকরি পেতে ৩ দক্ষতা অর্জন করতে পারেন ঘরে বসেই স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বন্যায় সরানো হলো ১৯ হাজার মানুষকে একাধিক দেশে ইরানের অস্ত্র কারখানা এবার শিকাগোতে সেনা পাঠাবেন ট্রাম্প কোলেস্টেরল কমাবেন কীভাবে কোলেস্টেরল বেড়েছে কীভাবে বুঝবেন প্রত্যাবাসন অনিশ্চিত, নতুন এসেছে সোয়া লাখ রোহিঙ্গা ‘৫ আগস্ট ঘটিয়েছে কালো শক্তি জামায়াত’- বক্তব্যের জেরে ফজলুর রহমানকে শোকজ বিয়ের পর মেয়েরা মোটা হয়ে যায় কেন? মেলানিয়াকে গাজা নিয়ে মুখ খুলতে বললেন তুর্কি ফার্স্ট লেডি কিশোরগঞ্জে যুবদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ মায়ের দেওয়া কিডনিতে বাঁচা যুবক প্রতিবেশীর হামলায় নিহত সোমবার ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন গণপিটুনিতে মৃত্যু ঘিরে দেশজুড়ে উৎকণ্ঠা ঘুষকাণ্ডে জামায়াতের আইনজীবীর সনদ স্থগিত