
নিউজ ডেক্স
আরও খবর

ভাঙা সড়কে ধানের চারা রোপণ, সিটি করপোরেশনকে ‘লাল কার্ড’

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় যুবকের কাণ্ড

বাঁশের সঙ্গে ‘নৌকা’ ঝুলিয়ে আ.লীগ কর্মী গ্রেপ্তার

ইচ্ছে পূরণে হেলিকপ্টারে বউ আনলেন প্রবাসী আতিক

২১ ঘণ্টা পর লিটনের মরদেহ ফেরত দিল ভারত

মেঘনায় ডুবে গেল ৭ বাল্কহেড, ১৩ জনকে উদ্ধার

র্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবাকে মারধর
সরকারি শিশু পরিবারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন

বাগেরহাটে সরকারি শিশু পরিবারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নিম্মমানের খাবার পরিবেশন, আবাস্থলের অব্যবস্থাপনা, শিশুদের ওপর শারীরক ও মানুষিক নিযার্তনসহ নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে শিশু পরিবারে প্রধান কার্যালয়ের এ অভিযান চালানো হয়। তিন ঘণ্টাব্যাপী অভিযানে বেশকিছু অনিয়মের প্রমাণ পেয়েছেন দুদক কর্মকর্তারা।
দুদকের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো.সাইদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় সরকারি শিশু পরিবারে থাকা অনেক কিশোরী জানিয়েছেন, বরাদ্দের চেয়ে তাদের খাবার কম দেওয়া হয় এবং তা নিম্মমানের। জামা-কাপড়সহ মশারি, বালিশ, তোষক নির্ধারিত সময়ে পরিবর্তনের কথা থাকলেও তা দেওয়া হয় না। ন্যুনতম চিকিৎসা পায় না তারা। এমনকি বালিকাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের ভাড়া আত্মসাত করে কর্তৃপক্ষ।
দুদকের সহকারী পরিচালক সাইদুর রহমান বলেন, ‘নানা অনিয়মের তথ্য পেয়ে আমরা অভিযানে এসেছি। অনেক অনিয়মের প্রমাণ পেয়েছি। এখানে অনেক এতিম ও অসহায় বালিকারা থাকেন। তাদের নিম্মমানের খাবার দেওয়া হয়। শিশু পরিবার কর্তৃপক্ষ সবকিছুতেই দুর্নীতি করছে, এমনকি ইফতারিতেও।’
তিনি আরও বলেন, ‘স্কুল বন্ধ দিয়ে শিশুদের দিয়ে রান্না করানো হয় বলে অভিযাগ রয়েছে। অভিযানে প্রাপ্ত কাগজপত্র ও তথ্য প্রমাণ পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে।’