
নিউজ ডেক্স
আরও খবর

হজ থেকে ফিরে বিমানবন্দরে আ.লীগ নেতা গ্রেফতার

তিন ছাত্র হত্যা মামলার প্রথম চার্জশিট শেরপুরে

কুমিল্লায় প্রবাসীর লাশ আনতে গিয়ে প্রাণ হারালেন দুই স্বজন

পঞ্চগড়ে ছেলের গলায় ছুরি ধরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ

সাংবাদিকদের ঋণ রক্ত দিয়েও শোধ করতে পারব না

চট্টগ্রামে বিয়ে বাড়িতে মব সৃষ্টির নেপথ্যে চাঁদাবাজি

চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩, আহত ৫
বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীর ওপর হামলা, ওসি প্রত্যাহার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রীর ওপর হামলার ঘটনায় ফরিদপুরের নগরকান্দা থানার ওসি মো. সফর আলীকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার ফরিদপুরের পুলিশ সুপার এ আদেশ দেন।
শুক্রবার (৩০ মে) নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বৈশাখী ইসলাম বর্ষার ওপর হামলা এবং তার পরের ঘটনার প্রেক্ষাপটে তাকে নগরকান্দা থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অরাধ) মো. শামসুল আজম।
তিনি বলেন, প্রশাসনিক কারণে নগরকান্দা থানার ওসি মো. সফল আলীকে নগরকান্দা থানা থেকে ফরিদপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। শনিবার ফরিদপুরের পুলিশ সুপার এ আদেশ দিয়েছেন।
সফর আলী ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর নগরকান্দা থানার ওসি হিসেবে যোগ দেন।
শুক্রবার (৩০ মে) বিকালে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া এলাকায় রাস্তার ওপর হামলার শিকার হন বৈশাখী। ছোট বোনকে ইভটিজিং করার বিচার চেয়ে গত শুক্রবার নগরকান্দা থানায় একটি অভিযোগ দেন তিনি। থানায় অভিযোগ দিয়ে বাড়িতে ফেরার পথে ডাঙ্গী ইউনিয়নের ভুবকদিয়া এলাকায় তার ওপর এ হামলার ঘটনা ঘটে।
ফরিদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই-আগস্ট গণআন্দোলনে ফরিদপুরে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্বপালন করা শাহ্ মো. আরাফাত বলেন, ভবুকদিয়ায় হামলার খবর শোনার পর আমরা ফরিদপুর থেকে দ্রুত ঘটনাস্থলে হাজির হই। এ সময় এলাকার কিছু সন্ত্রাসী আমাদের ওপর হামলা করে। কিন্তু প্রশাসনের কেউ যথা সময়ে আসেনি। ঘটনার অনেক পরে প্রশাসন ঘটনাস্থলে আসলেও তাদের ভূমিকা ছিল নীরব, যা খুবই দুঃখজনক। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে কল দেওয়া হয়েছে, কিন্তু তাদেরও কোনো সাড়া নাই। আমরা যারা ২৪-এ আন্দোলন করেছি, আমাদের নিরাপত্তা কোথায়?
শাহ আরাফাত কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্য করে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা আপনারা এসি গাড়িতে পুলিশ প্রোটেকশন নিয়ে ঘোরেন, কিন্তু আমরা যারা জেলা পর্যায়ে আছি, আমাদের নিরাপত্তা আপনারা নিশ্চিত না করে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করছেন।