বিশ্বকাপ বাছাইপর্বে কোথায় খেলবে বাংলাদেশ, জানাল আইসিসি

বিশ্বকাপ বাছাইপর্বে কোথায় খেলবে বাংলাদেশ, জানাল আইসিসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫ | ৭:৫৮ 64 ভিউ
২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ না পাওয়ায় বাছাইপর্বের বাধা পেরিয়ে মূল পর্বে যেতে হবে বাংলাদেশ নারী দলকে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইপর্ব অনুষ্ঠিত হবে নেপালে। বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, আগামী বছরের ১২ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বাছাই টুর্নামেন্ট। ১০টি দলকে দুটি গ্রুপে ভাগ করে খেলা হবে। এর মধ্যে ইতোমধ্যে অংশগ্রহণ নিশ্চিত করেছে বাংলাদেশ, আয়ারল্যান্ড, থাইল্যান্ড, নেপাল ও যুক্তরাষ্ট্র। সর্বশেষ ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুবাদে বাংলাদেশ ও আয়ারল্যান্ড সরাসরি বাছাইপর্বে জায়গা করে নেয়। এশিয়া অঞ্চল থেকে আসে থাইল্যান্ড ও নেপাল, আর আমেরিকা অঞ্চল থেকে সুযোগ পায় যুক্তরাষ্ট্র। বাকি পাঁচটি দলের মধ্যে আফ্রিকা ও ইউরোপ অঞ্চল থেকে আসবে দুটি করে দল, আর একটি দল আসবে পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে। এই দলগুলোকে আগে নিজ নিজ আঞ্চলিক বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে। আইসিসি জানিয়েছে, খুব শিগগিরই বাছাইপর্বের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে। বাছাইপর্ব থেকে চারটি দল পাবে বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ। এদের মধ্যে দুটি দল থাকবে ‘এ’ গ্রুপে, আর বাকি দুটি ‘বি’ গ্রুপে খেলার সুযোগ পাবে। বিশ্বকাপের মূল পর্বে ‘এ’ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান। ‘বি’ গ্রুপে রয়েছে আয়োজক ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। প্রত্যেক গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে। দুটি সেমিফাইনাল হবে ঐতিহাসিক ওভালে, আর ৫ জুলাই লর্ডসে হবে টুর্নামেন্টের ফাইনাল। আগামী বছরের ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরে মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে অস্ট্রেলিয়া এখন পর্যন্ত সর্বোচ্চ ছয়বার শিরোপা জিতেছে। ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ জিতেছে একটি করে শিরোপা। সর্বশেষ ২০২৪ সালের আসরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিউজিল্যান্ড জয়ী হয়। সেই বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রাম্পের হুমকি পাত্তাই দিল না আফগানরা অবশেষে হাত মেলাল ভারত, তবে… রাত ১০টার পরও চলবে মেট্রোরেল ময়লার ভাগাড় থেকে ৫ বস্তা এনআইডি কার্ড উদ্ধার রোহিঙ্গা প্রত্যাবর্তনে জাতিসংঘের সম্মেলন কি ভূরাজনীতিকে প্রভাবিত করবে? বঙ্গোপসাগরে ২ লঘুচাপ সৃষ্টির আভাস, ৫ দিনের পূর্বাভাসে যা জানা গেল পাকিস্তানের বিপক্ষে আবারও সহজ জয় ভারতের গণঅধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়ার ইতিবাচক আলোচনা হচ্ছে : রাশেদ খান ৩ দেশের স্বীকৃতিতে নাখোশ ইসরায়েল ফিলিস্তিনকে ৩ দেশের স্বীকৃতিতে কী লাভ? অর্থবছরের প্রথম ২ মাসে বড় ধরনের রাজস্ব ঘাটতি ভুঁইফোঁড় অ্যাওয়ার্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পূর্ণিমা বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে চায় স্টারলিংক সড়কের কাজ কাগজে, বাস্তবে নেই দুই মার্কিন জাহাজ কেনার চুক্তি আজ রাবিতে পোষ্য কোটা স্থগিত ৫ দিনে মূলধন কমেছে দুই হাজার ৬৬১ কোটি টাকা ঋণ দিয়ে ২১৩ কোটি টাকা ঘুষ নেন সাইফুজ্জামান সময় বদলে দেদার চলছে রাজধানীর সিসা বার প্রকল্পে অপচয়ের উৎসব