কালীগঞ্জে ঐতিহ্যবাহী ‘নরুন সরকারি উচ্চ বিদ্যালয়ে’ শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কালীগঞ্জে ঐতিহ্যবাহী ‘নরুন সরকারি উচ্চ বিদ্যালয়ে’ শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ | ১০:৪৩ 40 ভিউ
গাজীপুরের কালীগঞ্জে ঐতিহ্যবাহী ‘নরুন সরকারি উচ্চ বিদ্যালয়ে’ শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অতিথিদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেন ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটি, ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। কালীগঞ্জ উপজেলা বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক ও স্কুলের সভাপতি মো. শাহ আলম প্রধানের সভাপতিত্বে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ চন্দ্র শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য সচিব ড. মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সহ-সভাপতি ও জাঙ্গালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আ. ক. ম মোফাজ্জল হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি শাহ শামসুল হক রিপন। এ সময় উপস্থিত ছিলেন-ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আতিকুর রহমান বুলু, ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার আহমেদ নুহ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাস্টার, প্রিন্সিপাল হুমায়ুন কবির, মোজাম্মেল হক মাস্টার, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইয়াসিন মোল্লা, নরুন দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ কুদরত উল্লাহ, ওই স্কুলের সহকারী শিক্ষক সাজেদুল ইসলাম, আমিরুন জান্নাত, রেলওয়ে কর্মকর্তা আজমুল হোসেন, ইউপি সদস্য সৈয়দ আহমদ কবির বুলবুল, মো. ওসমান আলী শেখ, বিল্লাল হোসেন ভূঁইয়া, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুস্তম আলী আকন্দ, আসিফ আকবর, বিশিষ্ট ব্যবসায়ী অলিউল্লাহ খন্দকার, মো. আমিন উদ্দিন, মো. ফারুক খান, কালাম ভুইয়া প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জবিতে গবেষণাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিশুদের টাইপ ১ ডায়াবেটিস স্বামীর নাম ধরে ডাকা যাবে কি না, ইসলাম যা বলে বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক সবসময়ই ভালো: বিসিবি সভাপতি বুলবুল প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন তুরস্কের নাটোরে সড়কে ৮ জন নিহত ১২ ঘণ্টার মধ্যে ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার চলাচল শুরুর আগেই খালে ভেঙে পড়ল ৬ কোটি টাকার সেতু রূপগঞ্জে কলেজছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ শয্যায় পোড়া যন্ত্রণা, বাইরে প্রার্থনায় স্বজনদের বুকফাটা আহাজারি আধুনিক যুদ্ধের নতুন হাতিয়ার ‘সাইবার তেলাপোকা’ চোখের সামনে তিন বন্ধু পুড়ে মারা গেল ‘গুলি করি, মরে একটা, একটাই যায় স্যার’ বলা সেই ডিসি বরখাস্ত দুর্ভিক্ষের কবলে মৃত্যুপুরী গাজা যান্ত্রিক ত্রুটি, চট্টগ্রামে ফিরে গেল বিমান ফরিদপুরে বাস দুর্ঘটনায় নিহত ৩ সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেপ্তার ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির সম্ভাবনা কমছে ক্ষুধায় পথে পথে পড়ে আছে মানুষ সাগরে লঘুচাপ বৃহস্পতিবার, সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগোল বাংলাদেশ