ওবামা প্রশাসনের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ মার্কিন বিচার বিভাগের

ওবামা প্রশাসনের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ মার্কিন বিচার বিভাগের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫ | ৫:৪৩ 50 ভিউ
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ‘রাশিয়ার হস্তক্ষেপ’ প্রমাণে তথ্য জালিয়াতির অভিযোগে বারাক ওবামার প্রশাসনের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির বিচার বিভাগ। তবে এই তদন্তে কার বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে বা কী ধরনের অভিযোগ আনা হবে, তা এখনো স্পষ্ট নয়। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। এতে বলা হয়েছে, তদন্তের জন্য মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি গ্র্যান্ড জুরিতে প্রসিকিউটর নিয়োগের মাধ্যমে সম্ভাব্য অভিযোগ উপস্থাপনের নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের সাবেক গোয়েন্দা প্রধানের কাছ থেকে পাওয়া সুপারিশের ভিত্তিতে এই তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, ‘রাশিয়াগেট’ ছিল এক ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র। ট্রাম্পের ভাষায়, ডেমোক্র্যাট শিবির ইচ্ছাকৃতভাবে এই হস্তক্ষেপের তথ্য তৈরি করেছিল, যাতে ট্রাম্প ও রাশিয়ার মধ্যে সম্পর্কের প্রমাণ মেলে। বর্তমানে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে দায়িত্বে থাকা তুলসি গ্যাবার্ড গত মাসে একটি রিপোর্ট প্রকাশ করেন, যেখানে তিনি অভিযোগ করেন— ওবামা প্রশাসন ‘বহু বছর ধরে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে’। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে গ্যাবার্ড লেখেন, ‘মার্কিন ইতিহাসে গোয়েন্দা সংস্থার সবচেয়ে ভয়াবহ রাজনৈতিকীকরণের প্রমাণ মিলেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে আমি একটি রিপোর্ট প্রকাশ করেছি, যাতে ওবামা প্রশাসনের অপব্যবহার স্পষ্ট।’ এই অভিযোগের পরপরই বিচার বিভাগ একটি স্ট্রাইক ফোর্স গঠন করে তদন্তের ঘোষণা দেয়, যাতে গ্যাবার্ডের দাবিগুলোর সত্যতা যাচাই করা যায়। তবে ওবামার মুখপাত্র গ্যাবার্ড ও ট্রাম্পের অভিযোগকে ‘অবাস্তব ও বিভ্রান্তিকর’ বলে আখ্যা দেন। তিনি বলেন, ‘এসব অভিযোগ হাস্যকর এবং জনগণের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়ার দুর্বল চেষ্টা মাত্র।’ ডেমোক্র্যাট নেতারা গ্যাবার্ডের রিপোর্টকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। তাদের মতে, ২০১৭ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো একটি সম্মিলিত মূল্যায়নে জানিয়েছিল, রাশিয়া মূলত হিলারি ক্লিনটনের ক্ষতি এবং ট্রাম্পের পক্ষে প্রভাব ফেলার চেষ্টা করেছিল, কিন্তু ভোটের ফলাফল পরিবর্তনের কোনো প্রমাণ মেলেনি। এদিকে রাশিয়া বারবার দাবি করে আসছে, তারা ২০১৬ সালের মার্কিন নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করেনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ বিজিবির অভিযানে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার পাঠ্যবই ছাপার আগেই ৭শ টন কাগজ বাতিল অটোমেশন বাতিল চান বেসরকারি মেডিকেল কলেজ মালিকরা যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ পুলিশ সদস্য নিহত লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৭৬ বাংলাদেশি রাজধানীতে আজ কোথায় কী বাংলাদেশসহ ৫ দেশকে ‘হুমকি’ ভাবছে ভারত আগামী মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিলের আহ্বান টিআইবির চট্টগ্রাম কাস্টমসে ঘুষকাণ্ডে নতুন মোড় বৃহস্পতিবার থেকে ৫ দাবিতে যুগপৎ আন্দোলনে ৭ দল অবশেষে চালু হচ্ছে আল-নাসিরিয়াহ আন্তর্জাতিক বিমানবন্দর ২২ বছর ধরে আয়কর দেয় না হলি ফ্যামিলি কলেজ ও হাসপাতাল অবশেষে কমলো স্বর্ণের দাম ভূমধ্যসাগরে নিখোঁজ ৩৮ বাংলাদেশির সন্ধান মিলেছে অস্কারে যাচ্ছে ইরানের ছবি নিরাপত্তাহীন পারমাণবিক কেন্দ্রে ফুয়েল লোড বিপজ্জনক ১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তা বরখাস্ত রাজধানীতে আজ কোথায় কী ভারত-যুক্তরাষ্ট্র বৈঠকে খুলবে কি বাণিজ্য চুক্তির জট