২৭ জন ফরাসি বামপন্থি সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধির ভিসা বাতিল করেছে ইসরাইল

২৭ জন ফরাসি বামপন্থি সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধির ভিসা বাতিল করেছে ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫ | ১১:২৫ 32 ভিউ
ইসরাইল ও ফিলিস্তিনি ভূখণ্ডে সফর শুরুর দুই দিন আগে ২৭ জন ফরাসি বামপন্থি সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধির ভিসা বাতিল করেছে ইসরাইল। সফরকারী দলটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সোমবার (২১) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। এই পদক্ষেপ এমন এক সময় এলো, যখন এর কয়েক দিন আগেই ইসরাইল ব্রিটেনের শাসক দল লেবার পার্টির দুই সংসদ সদস্যের প্রবেশও বন্ধ করে দেয়। ইসরাইলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির একটি আইনের অধীনে এই ভিসা বাতিল করা হয়েছে, যা অনুযায়ী যেসব ব্যক্তি ইসরাইল রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিতে পারেন, তাদের প্রবেশ নিষিদ্ধ করার ক্ষমতা কর্তৃপক্ষের রয়েছে। বামপন্থি পরিবেশবাদী ও কমিউনিস্ট দলভুক্ত ১৭ জন সংসদ সদস্য এই পদক্ষেপকে ‘সমষ্টিগত শাস্তি’ হিসেবে অভিহিত করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর হস্তক্ষেপ দাবি করেছেন। তারা জানান, পাঁচ দিনের এই সফরে তারা ইসরাইল ও ফিলিস্তিনি ভূখণ্ডে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সফরটি আয়োজন করেছিল জেরুজালেমে ফরাসি কনসুলেট। এই সফরের উদ্দেশ্য ছিল ‘আন্তর্জাতিক সহযোগিতা ও শান্তির সংস্কৃতি জোরদার করা।’ তাদের বিবৃতিতে বলা হয়, ‘প্রথমবারের মতো, আমাদের যাত্রার দুই দিন আগে, ইসরাইলি কর্তৃপক্ষ আমাদের প্রবেশ ভিসা বাতিল করেছে—যা এক মাস আগে অনুমোদিত হয়েছিল। আমরা জানতে চাই, এমন হঠাৎ সিদ্ধান্তের পেছনে কী কারণ, যা আমাদের কাছে সমষ্টিগত শাস্তির মতো মনে হচ্ছে।’ প্রতিনিধি দলের মধ্যে ছিলেন পরিবেশবাদী দলের জাতীয় পরিষদের সদস্য ফ্রঁসোয়া রুফাঁ, আলেক্সি কোরবিয়ের ও জুলি ওজেন, কমিউনিস্ট পার্টির সংসদ সদস্য সুমিয়া বুরোয়া এবং সিনেটর মারিয়ান মারগাতে। বাকিরা ছিলেন বামপন্থি দলের মেয়র ও স্থানীয় জনপ্রতিনিধি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশি আটক সরাসরি চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, মহাজাগতিক বিস্ফোরণের শঙ্কা আপনার অ্যান্ড্রয়েড ফোনে ভূমিকম্পের আগাম বার্তা সক্রিয় করবেন যেভাবে জাল সনদে সাবেক এমপির স্ত্রীকে নিয়োগ, অধ্যক্ষ হাজতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক কারাগারে নিষেধাজ্ঞার মধ্যেও চীনে হুয়াওয়ের উত্থান সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণে ২২ সদস্যের কমিশন গঠন দেশে বিরাজমান পরিস্থিতিতে রাজধানীর গুলশানে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা নেওয়ার অভিযোগ ‘গুলশানে সমন্বয়ক পরিচয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করছে একটি গ্রুপ’ চিত্রনায়ক জসীমের ছেলে কণ্ঠশিল্পী রাতুল আর নেই সারাদেশে ইসির ৭১ কর্মকর্তা বদলি ভারতের সবচেয়ে বড় আইটি কোম্পানির কর্মী ছাঁটাইয়ের ঘোষণা হামাসকে নির্মূল করে পূর্ণ বিজয় অর্জনে ইসরায়েল দৃঢ়প্রতিজ্ঞ: নেতানিয়াহু চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে যা বললেন আসামিরা গ্রিসজুড়ে ভয়াবহ দাবানল ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন চায় জাগপা ফের অস্থির হয়ে উঠছে ভোজ্যতেলের বাজার এইচআইভি আক্রান্ত কিশোরীকে দুবছর ধরে ধর্ষণের অভিযোগ গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, হাতেনাতে ৫ জন গ্রেপ্তার এশিয়া কাপের সূচি প্রকাশিত, বাংলাদেশের ম্যাচ কবে?