১১ বছর পর গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

১১ বছর পর গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৫ | ১১:০৯ 20 ভিউ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি মঙ্গলবার ঘোষণা করা হয়েছে। দ্বি-বিভক্ত উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের ১১ বছর পর একক কমিটি ঘোষণা করা হলো। সাবেক উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে আহ্বায়ক ও সদস্যসচিব উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফেজ আজিজুল হক সদস্য সচিব করে ১০১ সদস্যের উপজেলা বিএনপির কমিটি অনুমোদন করা হয়েছে। এ কমিটি অনুমোদন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ.কে.এম এনায়েত উল্লাহ কালাম ও একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। একই দিনে আলী আকবর আনিসকে আহ্বায়ক ও সুজিত কুমার দাসকে সদস্যসচিব করে ৯৫জন সদস্য বিশিষ্ট পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়করা হলেন হাবিবুল ইসলাম খান শহীদ, অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান, আব্দুর রহমান বাবুল, মো. শামছুল হক শামছু, আব্দুল আজিজ মন্ডল, তানজিন চৌধুরী লিলি, অ্যাডভোকেট আবু জাফর রাশেদ মিলন, তাজুল ইসলাম খোকন, শেখ শামছুদ্দিন, মো. জালাল আহমেদ আকন্দ, এসএম দুলাল, শফিকুল ইসলাম তালুকদার, একেএম আব্দুল্লাহ, হাজী শেখ মো. আব্দুর রাজ্জাক, মো. আনোয়ারুল ইসলাম বাবুল, মো. ফারুক আহমেদ (ভিপি ফারুক), প্রভাষক শাহজাহান সিরাজ, মো. জায়েদুর রহমান, শাহ ওবায়দুল্লাহ সুমন, মো. আমানুল্লাহ আকন্দ জাহাঙ্গীর, মো. ইদ্রিস আলী, মো. সিরাজুল ইসলাম, আরিফুল ইসলাম আহাদ, একেএম আনোয়ারুল ইসলাম কামাল ও অ্যাডভোকেট মো. নুরুল হকসহ ৭৫জন সদস্য রয়েছেন। পৌর বিএনপির যুগ্ম আহ্বায়করা হলেন রমজান হোসেন খান জুয়েল, মনিরুজ্জামান পলাশ, আরিফুল ইসলাম ভূইয়া এনাম, মো. হারুন অর রশিদ, মো. জাহাঙ্গীর হোসেন, মো. মাহবুবুল আলম ফারুক, শাহজাহান কবির হিরা, আতাউর রহমান আতা, বেগ ফারুক আহম্মেদ, মো. নিজাম উদ্দিন সরকার, অ্যাডভোকেট আবু সাদাত মো. খায়ের, মো. শামীম চৌধুরী, গোলাম কারিমেল হাকিম শাহিন মুন্সী, মো. আরজু খান, জয়নাল আবেদিন খোকন, মো. আব্দুস সালাম, মেহেদী হাসান রতন, আফরোজা আক্তার সোমা, ইঞ্জিনিয়ার মো. শাহজাহান, একেএম শরিফ উল্লাহ লিটন, এনামুল হক সাইমন, মো. শওকত আলী, মো. গোলাম মোস্তফা ও অ্যাডভোকেট আব্দুর রহমান বাচ্চুসহ ৭০জন সদস্য রয়েছেন। কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে বুধবার (২১ মে) জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, দল সাংগঠনিকভাবে শক্তিশালীর করার লক্ষ্যে সকল পক্ষকে নিয়ে কমিটি করা হয়েছে। সকল বিভেদ ভুলে নতুনভাবে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হবে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা জানান, ২০০৯ সালে সর্বশেষ একক কমিটি গঠন হয়েছিল উপজেলা ও পৌর বিএনপির। এরপর ২০১৪ সালে বিএনপির কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। তখন জেলা কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের দ্বন্দ্বে গৌরীপুর উপজেলায় দুটি পৃথক আহ্বায়ক কমিটি দেওয়া হয়। এ সময় পৌর বিএনপির কমিটি দেওয়া হলেও দল থেকে বহিষ্কৃত নেতাকে আহ্বায়ক করায় কেন্দ্র থেকে সে কমিটির কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়। এরপর আর পৌর বিএনপির কমিটি গঠন হয়নি। এদিকে উপজেলা বিএনপির দুটি পৃথক কমিটি থাকায় পৃথকভাবে দলীয় কার্যক্রম পরিচালিত হচ্ছিল। দলীয় কোন্দল মেটাতে ২০২২ সালের ২২ অক্টোবর গৌরীপুর সরকারি কলেজ হোস্টেল মাঠে উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে উপজেলা ও পৌর কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। সাংগঠনিক কমিটিবিহীন ২বছর ৬মাস ২১দিন ছিলো গৌরীপুর বিএনপি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রণবীর আউট আল্লু ইন ঈদের নাটক প্রচার নিয়ে নিলয়ের ক্ষোভ জ্বলছে তেল আবিব ও জেরুজালেম ইরানে ইসরাইলি হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পেজেশকিয়ানকে সৌদি যুবরাজ ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিখোঁজ ৩৫ মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য ৩১ দফাই দেশের মানুষের মুক্তির সনদ: দুলু পার্শ্ববর্তী দেশ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে: রিজভী নির্বাচনি রোডম্যাপ ঘোষিত না হলে লন্ডন বৈঠক কোনো অর্থবহন করবে না ২৮ জুন জনতার মহাসমুদ্রে রূপ নেবে সোহরাওয়ার্দী উদ্যান চট্টগ্রামে চামড়া বিক্রি শুরু, লাভ নিয়ে শঙ্কায় আড়তদাররা যমুনা সেতু এলাকায় ৩৫ কিলোমিটার যানজট সীতাকুণ্ডে ঝরনায় নেমে পর্যটকের মৃত্যু সুন্দরগঞ্জে শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেফতার যেখানে দাঁড়িয়ে ‘উই রিভোল্ট’ বলে বিদ্রোহ ঘোষণা করেন মেজর জিয়া চার জেলার সীমান্ত দিয়ে রোহিঙ্গাসহ ৫৭ জনকে পুশইন কুমিল্লায় ৪ জনের করোনা শনাক্ত জাতীয় পতাকা পরিবর্তনের দাবি ভিত্তিহীন: প্রেস উইং বক্ষব্যাধি আক্রান্তদের করোনা ঝুঁকি বেশি ঈদের ছুটি শেষ হতেই বায়ুদূষণে শীর্ষে ঢাকা