সেনাপ্রধান আসিম মুনিরের নৈশভোজে পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও শীর্ষ নেতারা

সেনাপ্রধান আসিম মুনিরের নৈশভোজে পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও শীর্ষ নেতারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৫ | ১০:৫৩ 37 ভিউ
ভারতের সঙ্গে সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে শুক্রবার রাতে একটি উচ্চপর্যায়ের নৈশভোজের আয়োজন করেছেন সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। যেখানে দেশের রাজনৈতিক ও সামরিক শীর্ষ নেতৃত্ব একত্রিত হয়ে একজোট জাতির ঐক্য, সাহসিকতা এবং কৌশলগত সাফল্য উদযাপন করেন। মারকা-এ-হক এবং অপারেশন বুনয়ানুম মারসুস-এর সফল সমাপ্তিকে কেন্দ্র করে আয়োজিত এই নৈশভোজে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, চিফ অব জয়েন্ট স্টাফ কমিটি, বিমান ও নৌবাহিনী প্রধান, চার মুখ্যমন্ত্রী, গভর্নরগণ, সংসদীয় নেতৃত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। নৈশভোজে বক্তারা পাকিস্তান সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত সামরিক অভিযানের সফলতা এবং রাজনৈতিক নেতৃত্বের ঐক্যবদ্ধ ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, জাতীয় সংকটময় মুহূর্তে দেশের সর্বস্তরের নেতৃত্ব, সশস্ত্র বাহিনী, নাগরিক সমাজ, মিডিয়া এবং তরুণ প্রজন্ম একত্রিত হয়ে পাকিস্তানের সার্বভৌমত্ব, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় এক অবিচল ভূমিকা রেখেছে। সেনাপ্রধান আসিম মুনির তার বক্তব্যে রাজনৈতিক নেতৃত্বের কৌশলগত দৃষ্টিভঙ্গি ও আন্তঃবাহিনী সমন্বয়ের প্রশংসা করে বলেন, এই সাফল্য শুধু সামরিক নয়, এটি পুরো জাতির সম্মিলিত চেতনার প্রতিফলন। তিনি আরও বলেন, আমাদের যুবসমাজ ও গণমাধ্যম ভারতীয় মিথ্যাচারের বিরুদ্ধে এক ইস্পাতকঠিন দেয়াল তৈরি করেছে—যা আজকের পাকিস্তানের আত্মবিশ্বাসের প্রতীক। তিনি পাকিস্তানি বিজ্ঞানী, প্রকৌশলী ও কূটনীতিকদের ভূমিকাও বিশেষভাবে তুলে ধরেন, যারা পেছনের সারিতে থেকেও সংকটকালে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, অনুষ্ঠানটি ছিল একটি প্রতীকী মুহূর্ত—যেখানে জাতীয় ঐক্যের, সম্মিলিত সাহসিকতার এবং অটুট দেশপ্রেমের প্রকাশ ঘটেছে। রাজনৈতিক মতপার্থক্য পেছনে ফেলে রাষ্ট্রের সকল স্তরের নেতৃত্ব এক টেবিলে বসে প্রমাণ করেছে, যখন জাতির অস্তিত্ব হুমকির মুখে, তখন পাকিস্তান এক ও অবিচ্ছেদ্য।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিব্বতে মেগা বাঁধ প্রকল্প উদ্বোধন চীনের, বিপাকে ভারত ও বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে সরকার মুক্তির এক বছর আগেই সিনেমার টিকিট বিক্রি শুরু, ৩ মিনিটেই শেষ! খুলনায় বিষাক্ত মদপানে আরও ২ মৃত্যু, অসুস্থ কয়েকজন এনসিপির দুই নেতার পদত্যাগ চলতি বছর তিনটি যৌথ মহড়ায় অংশ নিবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র উজানে ভারি বর্ষণ: তিস্তার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার সতর্কতা ৪৭২ কিলোমিটার পাড়ি দিয়ে গিয়ে দেখলেন ‘প্রেমিকা’ বিবাহিতা তিব্বতে মেগা বাঁধ প্রকল্প উদ্বোধন চীনের, বিপাকে ভারত ও বাংলাদেশ আমরা যেন প্রকৃত অর্থেই ভালো মানুষ হই : বাণী কাপুর সালমান খানের প্রাক্তন প্রেমিকার বাড়িতে ভাঙচুর গাজায় থামছে না ইসরায়েলি বর্বরতা, আরও ১১৬ ফিলিস্তিনি হত্যা ২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদির ‘স্লিপিং প্রিন্স’ আল ওয়ালিদ গাজায় এক দিনে ৯০ হামলা চালিয়েছে ইসরায়েল এখনো ভারতকে নিজেদের আকাশসীমায় ঢুকতে দিচ্ছে না পাকিস্তান এক সপ্তাহে ঢাকা স্টকের মূলধন বেড়েছে সাড়ে ১০ হাজার কোটি টাকা শ্রদ্ধা–ভালোবাসায় হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালন পাকিস্তানের পাঞ্জাবে প্রবল বৃষ্টিপাত, দুই দিনে ৭১ জনের মৃত্যু গোপালগঞ্জে কারফিউ বাড়ল রোববার সকাল ৬টা পর্যন্ত ভারত-পাকিস্তান সংঘাতে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত হয়: ট্রাম্প