সরকারি শিশু পরিবারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন

সরকারি শিশু পরিবারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫ | ১১:১০ 40 ভিউ
বাগেরহাটে সরকারি শিশু পরিবারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নিম্মমানের খাবার পরিবেশন, আবাস্থলের অব্যবস্থাপনা, শিশুদের ওপর শারীরক ও মানুষিক নিযার্তনসহ নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে শিশু পরিবারে প্রধান কার্যালয়ের এ অভিযান চালানো হয়। তিন ঘণ্টাব্যাপী অভিযানে বেশকিছু অনিয়মের প্রমাণ পেয়েছেন দুদক কর্মকর্তারা। দুদকের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো.সাইদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় সরকারি শিশু পরিবারে থাকা অনেক কিশোরী জানিয়েছেন, বরাদ্দের চেয়ে তাদের খাবার কম দেওয়া হয় এবং তা নিম্মমানের। জামা-কাপড়সহ মশারি, বালিশ, তোষক নির্ধারিত সময়ে পরিবর্তনের কথা থাকলেও তা দেওয়া হয় না। ন্যুনতম চিকিৎসা পায় না তারা। এমনকি বালিকাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের ভাড়া আত্মসাত করে কর্তৃপক্ষ। দুদকের সহকারী পরিচালক সাইদুর রহমান বলেন, ‘নানা অনিয়মের তথ্য পেয়ে আমরা অভিযানে এসেছি। অনেক অনিয়মের প্রমাণ পেয়েছি। এখানে অনেক এতিম ও অসহায় বালিকারা থাকেন। তাদের নিম্মমানের খাবার দেওয়া হয়। শিশু পরিবার কর্তৃপক্ষ সবকিছুতেই দুর্নীতি করছে, এমনকি ইফতারিতেও।’ তিনি আরও বলেন, ‘স্কুল বন্ধ দিয়ে শিশুদের দিয়ে রান্না করানো হয় বলে অভিযাগ রয়েছে। অভিযানে প্রাপ্ত কাগজপত্র ও তথ্য প্রমাণ পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জবিতে গবেষণাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিশুদের টাইপ ১ ডায়াবেটিস স্বামীর নাম ধরে ডাকা যাবে কি না, ইসলাম যা বলে বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক সবসময়ই ভালো: বিসিবি সভাপতি বুলবুল প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন তুরস্কের নাটোরে সড়কে ৮ জন নিহত ১২ ঘণ্টার মধ্যে ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার চলাচল শুরুর আগেই খালে ভেঙে পড়ল ৬ কোটি টাকার সেতু রূপগঞ্জে কলেজছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ শয্যায় পোড়া যন্ত্রণা, বাইরে প্রার্থনায় স্বজনদের বুকফাটা আহাজারি আধুনিক যুদ্ধের নতুন হাতিয়ার ‘সাইবার তেলাপোকা’ চোখের সামনে তিন বন্ধু পুড়ে মারা গেল ‘গুলি করি, মরে একটা, একটাই যায় স্যার’ বলা সেই ডিসি বরখাস্ত দুর্ভিক্ষের কবলে মৃত্যুপুরী গাজা যান্ত্রিক ত্রুটি, চট্টগ্রামে ফিরে গেল বিমান ফরিদপুরে বাস দুর্ঘটনায় নিহত ৩ সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেপ্তার ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির সম্ভাবনা কমছে ক্ষুধায় পথে পথে পড়ে আছে মানুষ সাগরে লঘুচাপ বৃহস্পতিবার, সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগোল বাংলাদেশ