নিউজ ডেক্স
আরও খবর
প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন
গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে: প্রধান উপদেষ্টা
উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টার সতর্কবার্তা
জমির খতিয়ান কী? এতে ভুল হলে আইনি প্রতিকার পেতে যা করবেন
হেবা দলিলের সরকার নির্ধারিত রেজিস্ট্রি খরচ কত?
পপি সিড খাবার নাকি মাদক?
শিশুদের ‘নোবেল’ শান্তি পুরস্কারের জন্য মনোনীত সাতক্ষীরার তরুণ সুদীপ্ত
শিশুদের ‘নোবেল’ খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৫-এর জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ (১৫)। শিশু সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার এবং শিক্ষার প্রসারে তার অসামান্য প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মানজনক মনোনয়ন লাভ করেছেন।
নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক শিশু সহায়তা ও অধিকার সংস্থা কিডসরাইটস ফাউন্ডেশন প্রতি বছর বিশ্বজুড়ে শিশুদের অধিকার রক্ষায় কাজ করা অনুপ্রাণিত শিশুদের এই পুরস্কারের জন্য মনোনীত করে।
সাতক্ষীরা শহরের মাস্টারপাড়ার বাসিন্দা যামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথ দম্পতির সন্তান সুদীপ্ত। তিনি ২০২৫ সালে সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন এবং বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়ন করছেন।
গত তিন বছর ধরে সুদীপ্ত উপকূলীয় অঞ্চলে শিশু অধিকারবিষয়ক নানা কার্যক্রম পরিচালনা করছেন। তিনি বাল্যবিবাহ, শিশুশ্রম এবং শিক্ষাবঞ্চনার মতো গুরুতর সমস্যার বিরুদ্ধে গ্রামীণ এলাকাগুলোতে এবং অনলাইন প্ল্যাটফর্মে জোরালো সচেতনতামূলক কাজ চালিয়ে যাচ্ছেন। তার সক্রিয় উদ্যোগে ইতোমধ্যে একাধিক বাল্যবিবাহ ঠেকানো সম্ভব হয়েছে এবং বহু পরিবার তাদের সন্তানের শিক্ষার গুরুত্ব উপলব্ধি করতে পেরেছে।
মনোনয়ন প্রসঙ্গে সুদীপ্ত দেবনাথ বলেন, “আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়ে আমি ভীষণ আনন্দিত। শিশুদের নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। ভবিষ্যতে আরো বড় পরিসরে শিশুদের জন্য কাজ করতে চাই।”
তিনি ওয়েবিনার, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে হাজারো মানুষের কাছে শিশু অধিকারের বার্তা পৌঁছে দিয়েছেন। একইসাথে, মাঠপর্যায়ে কর্মশালা ও সম্প্রদায়ভিত্তিক সভার মাধ্যমে শিশু সুরক্ষা, অনলাইন নিরাপত্তা এবং শিক্ষায় আগ্রহ তৈরির লক্ষ্যে কাজ করে চলেছেন এই তরুণ সমাজকর্মী।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।