
নিউজ ডেক্স
আরও খবর

একই গ্রামের ৬ রাজমিস্ত্রী শ্রমিক পাঁচদিন ধরে নিখোঁজ

চিত্রশিল্পীর বাড়িতে আগুনের ঘটনায় ৮ জন রিমান্ডে

সন্তানের মুখ দেখা হলো না হাফেজ ওবায়দুল্লার

গাকৃবিতে বিশ্ব মেধাস্বত্ব দিবসের ওপর সেমিনার অনুষ্ঠিত

চারঘাটে ইজারা ছাড়াই পদ্মার মাটি লুটে নেওয়া হচ্ছে

নববর্ষে ইউএনওকে লাঞ্ছিতের ঘটনায় যুবদল নেতা গ্রেফতার

ধনবাড়ীর নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে ২৪ ঘণ্টাই চলছে কুরআন তিলাওয়াত
শিবচরে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ

মাদারীপুরের শিবচরে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এক যুবক নিহত ও ৪ জন আহত হয়েছে। আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে জেলার ডাসার উপজেলার জাহিদ শিকদার ও তার তিন বন্ধু দুটি মোটরসাইকেল নিয়ে শিবচরের সম্ভুক ব্রিজ এলাকায় বেড়াতে আসে। সন্ধ্যা ৬টার দিক তাদের মোটরসাইকেল দুটি সম্ভুক ব্রিজের উপর আসলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহিদ শিকদার (৩৫), ফয়সাল (১৮), সাফিন (২১), নাদিম (২০), আবুল সরদার (৬০) গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহিদ শিকদারকে মৃত ঘোষণা করেন। আশংকাজনক অবস্থায় বাকি আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
নিহত জাহিদ শিকদার জেলার ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের মান্নান শিকদারের ছেলে। তিনি এলজিইডি বিভাগের বিভিন্ন কাজের ঠিকাদারি করতেন।
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আশফাকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।