বন্যার পূর্বাভাস, ১০ জেলায় তাপপ্রবাহ

বন্যার পূর্বাভাস, ১০ জেলায় তাপপ্রবাহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুন, ২০২৫ | ৬:৪৪ 14 ভিউ
জুন মাসে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির পাশাপাশি দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণপূর্বাঞ্চলে বন্যার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ১০ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক। সোমবার আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ তৈরি হতে পারে; এর মধ্যে একটি নিম্নচাপেও পরিণত হতে পারে। মে মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়। এর প্রভাবে উপকূলীয় এলাকায় বেশ ক্ষয়ক্ষতির পাশাপাশি সারা দেশে ভারি বৃষ্টি ঝরেছে। সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ভারি বৃষ্টিপাতের ফলে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আভাস মিলেছে ওই পূর্বাভাসে। আবহাওয়া অধিদপ্তর বলছে, জুন মাসে বিচ্ছিন্নভাবে দেশে এক-দুটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। এরপর ৪২ ডিগ্রির ওপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ। চলতি মাসে দেশে ৬ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়। ১০ জেলায় তাপপ্রবাহ কয়েকদিন বৃষ্টির স্বস্তি শেষে দেশের ১০ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, এখন খুলনায় আছে; আশপাশের জেলায় আরও বিস্তৃত হবে। ১০ তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে, তখন তাপমাত্রা কমে আসবে। আবহাওয়া অধিদপ্তরের সন্ধ্যার বুলেটিনে বলা হয়, সোমবার খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর বিস্তার হতে পারে। এদিন দেশের সর্বোচ্চ ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ করা হয় সাতক্ষীরায়। এ সময় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার আভাস মিলেছে। বুলেটিনে বলা হয়, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ১৯২ মিলিমিটার বৃষ্টি ঝরেছে কক্সবাজারের কুতুবদিয়ায়। এছাড়া কক্সবাজারে ১৬৬, কক্সবাজারের টেকনাফে ৮৭, নওগাঁর বদলগাছীতে ৭০ মিলিমিটারসহ প্রায় সারাদেশে বৃষ্টি হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সুন্দরগঞ্জে শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেফতার যেখানে দাঁড়িয়ে ‘উই রিভোল্ট’ বলে বিদ্রোহ ঘোষণা করেন মেজর জিয়া চার জেলার সীমান্ত দিয়ে রোহিঙ্গাসহ ৫৭ জনকে পুশইন কুমিল্লায় ৪ জনের করোনা শনাক্ত জাতীয় পতাকা পরিবর্তনের দাবি ভিত্তিহীন: প্রেস উইং বক্ষব্যাধি আক্রান্তদের করোনা ঝুঁকি বেশি ঈদের ছুটি শেষ হতেই বায়ুদূষণে শীর্ষে ঢাকা হামজাদের আরও শক্তিশালী দলের বিপক্ষে খেলাতে চায় বাফুফে এক বৈঠকেই বাজিমাত, দেশ নির্বাচনি ট্রেনে ইসরাইলি হামলার পর স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা মিরপুরে ফেরার লড়াই চলছে তাসকিন-মোস্তাফিজদের সৎ মা ইস্যুতে ফেঁসে যাচ্ছেন অভিনেত্রী শাওন দশ দিনের ছুটি শেষে আজ খুলছে সরকারি অফিস ইরানের হামলায় ইসরাইলে নিহত ৮, আহত ২০০ গণধর্ষণের বিচার করে দেওয়ার আশ্বাসে ১০ হাজার টাকা দাবি কৃষক দল নেতার পদ্মা সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২ দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫ হজ করে দেশে ফিরলেন ১৬ হাজার ৪৬৯ হাজি এবার বেরিয়ে এলো হাসিনার বাসার বাবুর্চির থলের বিড়াল যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা