ফুলবাড়ী সীমান্তে আটক ২৪ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

ফুলবাড়ী সীমান্তে আটক ২৪ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৫ | ১০:৪৬ 38 ভিউ
কাজের সন্ধানে ভারতের দিল্লিতে গিয়ে ফিরে আসার সময় আটক ২৪ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে ফেরত দিয়েছে বিএসএফ। ঘটনাটি ঘটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আন্তর্জাতিক ৯৩২ নম্বর সীমানা পিলারের কাছে। আটক বাংলাদেশিদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত হয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৩ মে) রাত ১.৩০ মিনিটে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন এবং বিএসএফের পক্ষে ভারতীয় ৩ বিএসএফ ব্যাটলিয়নের এসি এসএইচএল সিমতি নেতৃত্ব দেন। এছাড়াও পতাকা বৈঠকের সময় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী, ইউপি সদস্য আব্দুল আলিম, ইউপি সদস্য মহির উদ্দিন বালারহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানসহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। ভারত থেকে ফেরত আসা তাজুল, রবিউল, রুমি ও তানেকা বেগম জানান, তারা প্রায় ২৪/২৫ বছর আগে ভারতে কাজের সন্ধানে যান। কয়েকদিন থেকে ভারতের বিভিন্ন জায়গায় ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশিদের গ্রেফতার শুরু করলে তারা ভারতের হরিয়ানা প্রদেশের রেওয়ারী মার্কেটের রামপুরা থানার প্রজাপতি ইটভাটা থেকে পালিয়ে বাংলাদেশে আসার সময় বিএসএফের কাছে আটক হন। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন জানান, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ বাংলাদেশিকে ফেরত আনার কথা নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জবিতে গবেষণাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিশুদের টাইপ ১ ডায়াবেটিস স্বামীর নাম ধরে ডাকা যাবে কি না, ইসলাম যা বলে বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক সবসময়ই ভালো: বিসিবি সভাপতি বুলবুল প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন তুরস্কের নাটোরে সড়কে ৮ জন নিহত ১২ ঘণ্টার মধ্যে ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার চলাচল শুরুর আগেই খালে ভেঙে পড়ল ৬ কোটি টাকার সেতু রূপগঞ্জে কলেজছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ শয্যায় পোড়া যন্ত্রণা, বাইরে প্রার্থনায় স্বজনদের বুকফাটা আহাজারি আধুনিক যুদ্ধের নতুন হাতিয়ার ‘সাইবার তেলাপোকা’ চোখের সামনে তিন বন্ধু পুড়ে মারা গেল ‘গুলি করি, মরে একটা, একটাই যায় স্যার’ বলা সেই ডিসি বরখাস্ত দুর্ভিক্ষের কবলে মৃত্যুপুরী গাজা যান্ত্রিক ত্রুটি, চট্টগ্রামে ফিরে গেল বিমান ফরিদপুরে বাস দুর্ঘটনায় নিহত ৩ সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেপ্তার ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির সম্ভাবনা কমছে ক্ষুধায় পথে পথে পড়ে আছে মানুষ সাগরে লঘুচাপ বৃহস্পতিবার, সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগোল বাংলাদেশ