ফরিদপুর, পটিয়া ও পাটগ্রামে রাজনৈতিক পরিচয়ে মব হামলার ঘটনায় গণতন্ত্র মঞ্চের নিন্দা

ফরিদপুর, পটিয়া ও পাটগ্রামে রাজনৈতিক পরিচয়ে মব হামলার ঘটনায় গণতন্ত্র মঞ্চের নিন্দা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ | ১০:০৯ 41 ভিউ
বিবৃতিতে পটিয়া ও পাটগ্রাম থানায় রাজনৈতিক পরিচয়ে হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান গণতন্ত্র মঞ্চের নেতারা। গণতন্ত্র মঞ্চের নেতারা ফরিদপুরে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের বাড়িতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে পটিয়া ও পাটগ্রাম থানায় রাজনৈতিক পরিচয়ে হামলা এবং আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় তীব্র ক্ষোভ জানান নেতারা। শুক্রবার (৪ জুলাই) এক বিবৃতিতে তারা এ নিন্দা জানান। নেতারা বলেন, এসব হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। দলীয় রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে ‘মব’ সন্ত্রাসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। যেভাবে এ কে আজাদের বাড়িতে হামলা চালানো হয়েছে আওয়ামী শাসনামলে একইভাবে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে হামলা চালানো হতো। চব্বিশের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে আমরা ফ্যাসিবাদী আওয়ামী লীগের চরিত্র কারো কাছে প্রত্যাশা করি না। সরকারের সমালোচনা করে নেতারা বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে ‘মব’ সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ নিতে সরকার ব্যর্থ হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে সরকারি মদদের অভিযোগ পর্যন্ত উঠেছে। যার অনিবার্য পরিণতিতে আজকের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকারকে অবিলম্বে মব সন্ত্রাস দমনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় এই দায় সরকার কোনোভাবেই এড়াতে পারবে না। বিবৃতিতে পটিয়া ও পাটগ্রাম থানায় রাজনৈতিক পরিচয়ে হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়ার সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান গণতন্ত্র মঞ্চের নেতারা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ বিজিবির অভিযানে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার পাঠ্যবই ছাপার আগেই ৭শ টন কাগজ বাতিল অটোমেশন বাতিল চান বেসরকারি মেডিকেল কলেজ মালিকরা যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ পুলিশ সদস্য নিহত লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৭৬ বাংলাদেশি রাজধানীতে আজ কোথায় কী বাংলাদেশসহ ৫ দেশকে ‘হুমকি’ ভাবছে ভারত আগামী মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিলের আহ্বান টিআইবির চট্টগ্রাম কাস্টমসে ঘুষকাণ্ডে নতুন মোড় বৃহস্পতিবার থেকে ৫ দাবিতে যুগপৎ আন্দোলনে ৭ দল অবশেষে চালু হচ্ছে আল-নাসিরিয়াহ আন্তর্জাতিক বিমানবন্দর ২২ বছর ধরে আয়কর দেয় না হলি ফ্যামিলি কলেজ ও হাসপাতাল অবশেষে কমলো স্বর্ণের দাম ভূমধ্যসাগরে নিখোঁজ ৩৮ বাংলাদেশির সন্ধান মিলেছে অস্কারে যাচ্ছে ইরানের ছবি নিরাপত্তাহীন পারমাণবিক কেন্দ্রে ফুয়েল লোড বিপজ্জনক ১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তা বরখাস্ত রাজধানীতে আজ কোথায় কী ভারত-যুক্তরাষ্ট্র বৈঠকে খুলবে কি বাণিজ্য চুক্তির জট