নিউজ ডেক্স
আরও খবর
তিস্তাপারে বিশাল মশাল প্রজ্বালন
রামপালে বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যসহ দুজনের মৃত্যু
মুন্সীগঞ্জে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩ জন
ছাত্রীদের যৌন হয়রানি, জামায়াত নেতা বহিষ্কার
খাগড়াছড়িতে গুলিতে ৩ জন নিহত
সিভিল সার্জন অফিসে দু’জন সার্জন, বিব্রতকর পরিস্থিতিতে জেলার চিকিৎসকরা
দেশে ফের ভূমিকম্প, উৎপত্তিস্থল যশোর
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় যুবকের কাণ্ড
বগুড়ার নন্দীগ্রামে এক কিশোরীর অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সাকিব হোসেন (২১) নামের এক যুবকের বিরুদ্ধে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত যুবক এমন কাণ্ড করেছে বলে জানা গেছে।
সাকিব হোসেন উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষন গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে ওই কিশোরীর বাবা নন্দীগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের ওই কিশোরীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল সাকিব। বারবার প্রেমের প্রস্তাব দিলেও মেয়েটি তা প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে সাকিব কৌশলে মেয়েটির অশ্লীল ছবি ও ভিডিও তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। সাকিবের দাবি মেয়েটিকে সে বিয়ে করেছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয় হয়, গত ২৪ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে ‘আরএস সাকিব চৌধুরী’ নামের একটি ফেসবুক আইডিতে ওই কিশোরীর ছবি ও মানহানিকর পোস্ট দেওয়া হয়।
অভিযোগ বিষয়ে সাকিব হোসেন বলেন, ‘গ্রামের সবাই জানে আমার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে। আমি খারাপ কিছু ফেসবুকে দেইনি। একটা কারণে বিয়ে হচ্ছে না। এজন্যে থানায় অভিযোগ করা হচ্ছে। আর আমার কিছুটা ভুল হয়েছে।’
এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
