পাসপোর্ট পেতে এখন থেকে আর বাধ্যতামূলক পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হবে না : পরিপত্র জারি

পাসপোর্ট পেতে এখন থেকে আর বাধ্যতামূলক পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হবে না। শুধু জাতীয় পরিচয়পত্র থাকলেই অতি সহজে মিলবে পাসপোর্ট। পাসপোর্ট সেবায় পুলিশ ভেরিফিকেশন তুলে দিতে অন্তর্বর্তী সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জনভোগান্তি লাঘবে পাসপোর্ট সেবা আরও সহজ করতে ঘোষিত পরিপত্রে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। যেমন নতুন আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নাগরিকের জাতীয় পরিচয়পত্র অনলাইনে যাচাইয়ের পর পাসপোর্ট দেওয়া হবে। তবে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে তাদের জন্মনিবন্ধন সনদ অনলাইনে যাচাই করা হবে। এছাড়া পাসপোর্ট নবায়ন বা রি-ইস্যুর ক্ষেত্রে আবেদনকারীর মৌলিক তথ্যের কোনো পরিবর্তন প্রয়োজন হলে সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের তথ্যকে ভিত্তি হিসাবে ধরা হবে।
প্রসঙ্গত এতদিন পাসপোর্ট পেতে গণহারে পুলিশ ভেরিফিকেশনের মুখোমুখি হতে হতো। এতে অহেতুক বিড়ম্বনার শিকার হচ্ছিলেন পাসপোর্ট প্রত্যাশীরা। এছাড়া ভেরিফিকেশনের নামে সময়ক্ষেপণ, নানা ধরনের তথ্য এবং ডকুমেন্ট চাওয়া ছাড়াও পুলিশের বিরুদ্ধে ঘুস বাণিজ্যের ভুরি ভুরি অভিযোগ ছিল। ভেরিফিকেশন তুলে দেওয়ায় ভোগান্তির মাত্রা দৃশ্যমানভাবে কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।
বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।