থেমে নেই চুরি-ডাকাতি-ছিনতাই, বেড়েছে হত্যাও

থেমে নেই চুরি-ডাকাতি-ছিনতাই, বেড়েছে হত্যাও

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:৪৫ 56 ভিউ
আওয়ামী লীগ সরকারের পতনের পর জনরোষের বিপরীতে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হলেও এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটেনি। সাধারণ মানুষ বলছেন, আগস্টের পর বিভিন্ন জেলায় চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো অপরাধ বাড়ছে। ঘটছে হত্যার মতো ঘটনাও। গত ৫ মাসে কুষ্টিয়ায় অন্তত ১৫টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে দৌলতপুরে ইউপি চেয়ারম্যানকে প্রকাশ্যে গুলি করে খুন, একই এলাকায় আপন দুই ভাই ও জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা, পদ্মায় দুই পুলিশ কর্মকর্তাকে হত্যার ঘটনা বেশ আলোচিত। গত ৫ আগস্টের পর পুলিশকে ঢেলে সাজানো হলেও থেমে নেই চুরি, ছিনতাই, ডাকাতি। মাদক কারবারিরাও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ অনেকের। কুষ্টিয়ার স্থানীয় একজন বাসিন্দা বলেন, ‘স্বয়ং আইন শৃঙ্খলা বাহিনী নিজেরাও কিন্তু নিরাপদ না। আইন শৃঙ্খলা বাহিনী তাদের কর্তব্যকাজ করতে দিয়ে হত্যাকাণ্ডের স্বীকার হয়েছে।’ কুষ্টিয়া জেলা সনাকের সভাপতি রফিকুল আলম টুকু বলেন, ‘আইনশৃঙ্খলার অবনতি এতোটাই নিম্ন পর্যায়ে চলে গেছে যে এখন দিনের বেলায়ও মানুষ ঘর থেকে বের হতে ভয় পায়। সন্ধ্যার পরে তো অহরহ ঘটনা ঘটছে।’ সবার সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে বলে জানাচ্ছেন জেলা প্রশাসক। কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ‘উপজেলা নির্বাহী অফিসার, এসি ল্যান্ডসহ আমাদের যেসব ম্যাজিস্ট্রেট আছেন ওনারাও সে বিষয়গুলো দেখবেন বলে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।’ রংপুর শহরে ৫ মাসে ৪টি হত্যাকাণ্ড ছাড়াও প্রায় ৩০টি চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে। অপরাধীদের গ্রেপ্তারে তেমন কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। জেলাটির একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘অনেকদিন হয়ে যাচ্ছে কিন্তু পুলিশ প্রশাসন তাদের কোনো সাহায্য পাচ্ছি না।’ ফেনীতে আগস্টের পর ১৫টি খুন, ৩৯টি চুরি, ১৭টি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। সম্প্রতি মুহুরি প্রজেক্ট এলাকায় পরিবার নিয়ে ঘুরতে গিয়ে অস্ত্রের মুখে সর্বস্ব হারান এক রেল কর্মকর্তা। তবে আগের চেয়ে পরিস্থিতি ভালো বলে দাবি পুলিশের। একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে দোকান বন্ধ করে ওরা যখন যায়, রাতের বেলা তখন চুরি হয় তালা কেটে। বাসা বাড়ি সব জায়গাতেই চুরি ডাকাতি হচ্ছে।’ ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ‘আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক আছে। মানুষের সাধারণ জীবনযাত্রা অব্যাহত রাখার জন্য আমাদের প্রচেষ্টা আছে। আমাদের অব্যাহত চেষ্টা চলছে।’ পুলিশ জানায়, ফেনীতে বিভিন্ন অভিযোগে ১ হাজার ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডাকসু নির্বাচনের তফসিল ২৯ জুলাই নির্বাচনে বড় ধাক্কা খেলেও পদত্যাগে রাজি নন জাপানের প্রধানমন্ত্রী পাকিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ পুরানা পল্টনে ককটেল বিস্ফোরণ গাজীপুরে একদিনে ৩ খুন চট্টগ্রামে বাসে দুর্বৃত্তদের আগুন গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ৬৭ জনকে গুলি করে মারল ইসরায়েল চলতি বছর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর ৩ যৌথ মহড়া হিসাবের পরিবর্তনে সরকারের ঋণ বাড়ল ৫৬ হাজার কোটি টাকা ইউক্রেনের ড্রোন হামলা, বন্ধ মস্কোর বিমানবন্দর তিব্বতে মেগা বাঁধ প্রকল্প উদ্বোধন চীনের, বিপাকে ভারত ও বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে সরকার মুক্তির এক বছর আগেই সিনেমার টিকিট বিক্রি শুরু, ৩ মিনিটেই শেষ! খুলনায় বিষাক্ত মদপানে আরও ২ মৃত্যু, অসুস্থ কয়েকজন এনসিপির দুই নেতার পদত্যাগ চলতি বছর তিনটি যৌথ মহড়ায় অংশ নিবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র উজানে ভারি বর্ষণ: তিস্তার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার সতর্কতা ৪৭২ কিলোমিটার পাড়ি দিয়ে গিয়ে দেখলেন ‘প্রেমিকা’ বিবাহিতা তিব্বতে মেগা বাঁধ প্রকল্প উদ্বোধন চীনের, বিপাকে ভারত ও বাংলাদেশ আমরা যেন প্রকৃত অর্থেই ভালো মানুষ হই : বাণী কাপুর