জীবনের ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ কী? যা বললেন অভিনেত্রী

জীবনের ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ কী? যা বললেন অভিনেত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৫ | ১১:০৩ 90 ভিউ
হলিউডের সুপার ডুপার চিরতরুণ অভিনেত্রী সালমা হায়েক। মেক্সিক্যান এই অভিনেত্রী সম্প্রতি জানিয়েছেন, তার জীবনের সবচেয়ে বড় অর্জন ও সর্বোচ্চ অগ্রাধিকার কী— সে সম্পর্কে। তার মতে, সেটা কোনো পুরস্কার বা ব্লকবাস্টার সিনেমা নয়। বরং তার সন্তানদের বড় হয়ে উঠতে দেখা এবং তাদের স্বাধীন হয়ে ওঠা। ৫৮ বছর বয়সি এই হলিউড তারকা সম্প্রতি ইতালীয় সাময়িকী আইও দোনা (IO Donna)-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন। উল্লেখ্য, ইতালীয় ‘আইও দোনা’-এর বাংলা অর্থ দাঁড়ায় ‘আমি নারী’। সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘শুধু ভ্যালেন্তিনা নয়—আমার সব সন্তানই এখন বড় হয়েছে, স্বাধীন হয়েছে। এটা দেখে আমি আনন্দিত। আমি এর পেছনে অনেকটা সময় বিনিয়োগ করেছি। আমার পরিবারই সবসময় আমার কাছে অগ্রাধিকার ছিল’। জানা গেছে, সালমা হায়েকের স্বামী ফ্রাঁসোয়া-অঁরি পিনো ফরাসী কোম্পানি কেরিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তার পদে কর্মরত। এই দম্পতির একমাত্র কন্যা সন্তানের নাম ভ্যালেন্তিনা। তার বয়স এখন ১৮। পাশাপাশি অভিনেত্রী তার স্বামীর আগের সংসারের তিন সন্তান—ফ্রাঁসোয়া, মাটিল্দে ও অগুস্তিনেরও মা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সালমা জানান, তার সন্তান ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর জন্যই গত ১৮ বছরে তিনি এমন সব সিনেমা বেছে নিয়েছেন, যেগুলোর শুটিং ছিল গ্রীষ্মকালে এবং স্পট ছিল ইউরোপে। যাতে তাকে তার পরিবার থেকে দূরে না থাকতে হয়। অভিনেত্রীর ভাষায়, ‘আমি কিছুই ত্যাগ করিনি। কেবল নিজের সময়টা ভালোভাবে সংগঠিত করেছি’। স্বামী-সন্তানের সঙ্গে অভিনেত্রী। ছবি- ইন্টারনেট সালমা হায়েক বলেন, তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো অন্যদের জন্য চুপিচুপি, কোনোরকম প্রচার ছাড়াই কিছু করা। তাদেরকে সারপ্রাইজ দেওয়া। তার ভাষায়, ‘আমি কী করছি সেটা লোককে জানানোর কোনো আগ্রহই আমার নেই। আমি শুধু কাজটুকু করতে চাই। পরিবর্তনের জন্য বিজ্ঞাপন নয়, দরকার বাস্তব পদক্ষেপ—এটাই আমার নীতির ভিত্তি’। সালমা হায়েক বর্তমানে রাতদিন কাজ করে যাচ্ছেন বলেও জানান। দিনভর সাক্ষাৎকার, ফটোশুট ও ফাউন্ডেশন সংক্রান্ত মিটিং। আর রাতভর নিজের প্রোডাকশন কোম্পানির সঙ্গে কাজ করে চলেছেন তিনি। কারণ ইউরোপে যখন রাত, তখন আমেরিকায় দিন। লাস্যময়ী এই অভিনেত্রীর সবশেষ প্রজেক্ট ছিল জনপ্রিয় ১৯৮৯ সালের উপন্যাস লাইক ওয়াটার ফর চকোলেট-এর একটি টিভি রূপান্তর। যা তৈরি হতে সময় লেগেছে দীর্ঘ ৬ বছর। সালমা বলেন, ‘বিশ্বে স্প্যানিশ ভাষাভাষী মানুষ ৬০০ মিলিয়নের বেশি। তাই এই প্রজেক্টের সম্ভাবনাও বিশাল’। সূত্র: জিও নিউজ

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পপি সিড খাবার নাকি মাদক? জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা প্রাথমিক শিক্ষকদের কর্মসূচি ‘আপাতত’ স্থগিত নিমন্ত্রণে জানভি কাপুরের মতো সাজতে চান, রইল উপায় ইংরেজি উচ্চারণ নিয়ে দীপিকা ইংরেজি উচ্চারণ নিয়ে দীপিকাকে কটাক্ষ! যে জবাব দিলেন অভিনেত্রীকে কটাক্ষ! ধসের মুখে ভারতের চিংড়ি রপ্তানি শিল্প গাজায় গণহত্যার প্রমাণ ইচ্ছাকৃতভাবে গোপন করেছিল বাইডেন প্রশাসন বিএনপির মনোনয়ন পাননি নেতা, প্রতিবাদে দুই কিলোমিটার জুড়ে মানববন্ধন সমর্থকদের মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল খাগড়াছড়ি কারাগার থেকে পালাল দুই আসামি মালয়েশিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন দুই উপদেষ্টার পদত্যাগের দাবি প্রাথমিক শিক্ষকদের এবার শীত নামবে কবে? দ্বাদশ শ্রেণির নির্বাচনি পরীক্ষা স্থগিত সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ৫২২ ঘণ্টা অনশন করলেও কিছু করার নেই— তারেকের উদ্দেশে ইসি সচিব বিএনপি-গণঅধিকারের ৬৪ নেতাকর্মীর জামায়াতে যোগদান বাংলাদেশিসহ মালয়েশিয়া-থাই সমুদ্রসীমায় ৯০ অভিবাসীকে নিয়ে নৌকাডুবি আরএসএফ হামলার মুখে এল-ফাশর ছাড়ল ৩২৪০ পরিবার ধেয়ে আসছে সুপার টাইফুন ‘ফাং-ওয়ং’, সরানো হলো ১ লাখ বাসিন্দাকে