গাজা থেকে মাত্র ৩৭০ কিমি দূরে ত্রাণবাহী নৌবহর

গাজা থেকে মাত্র ৩৭০ কিমি দূরে ত্রাণবাহী নৌবহর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৫ | ৭:১৮ 38 ভিউ
ভূমধ্যসাগরে গাজা উপত্যকা অভিমুখে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরায়েলের ঘোষিত ‘বিপৎসীমায়’ প্রবেশ করেছে। গাজার উপকূল থেকে প্রায় ৩৭০ কিলোমিটার (প্রায় ২০০ নটিক্যাল মাইল) দূরে অবস্থান করা এই নৌবহরটি যেকোনো মুহূর্তে ইসরায়েলি বাধার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অংশগ্রহণকারীরা। এই ফ্লোটিলায় পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ-এর নেতৃত্বে আন্তর্জাতিক সক্রিয় কর্মীরা রয়েছেন। নৌবহরের জাহাজগুলোতে খাবার, চিকিৎসা সামগ্রী এবং অন্যান্য জরুরি সরঞ্জামসহ মানবিক সহায়তা বহন করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সকল অংশগ্রহণকারী নিরাপদে যাত্রা অব্যাহত রেখেছেন। নৌবহরের একটি জাহাজে থাকা ক্রোয়েশিয়ার আইনজীবী মোরানা মিলজানোভিচ আন্তর্জাতিক আইন তুলে ধরেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় বা অন্য কোনো দেশের আঞ্চলিক জলসীমায় বেসামরিক জাহাজ আটকানোর কোনো অধিকার ইসরায়েলের নেই। মিলজানোভিচ দৃঢ়ভাবে বলেন, "কোনো রাষ্ট্রই শুধু কোনো কনভেনশনের ভিত্তিতে নয়, সাধারণ আন্তর্জাতিক আইনের অধীনে বেসামরিক নৌকাকে আটকাতে পারে না।" ইসরায়েল কেবল তখনই আটক করতে পারে, যখন কোনো অপরাধ সংঘটনের আশঙ্কা থাকে বা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য প্রমাণিত হুমকি থাকে। তিনি জোর দিয়ে বলেন, এই নৌবহর নিছক মানবিক সহায়তা বহন করছে এবং এটি কোনো হুমকি নয়। নৌবহরটির মূল লক্ষ্য হলো গাজার উপকূলে মানবিক সাহায্য পৌঁছে দেওয়া এবং একইসঙ্গে গাজার বর্তমান সংকট নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সচেতন করা। অংশগ্রহণকারীরা বলছেন, গাজার সংকটের প্রতিবাদ এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য তারা এই পদক্ষেপ নিয়েছেন। এই উদ্যোগ ইসরায়েলি নীতি এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক চাপ বাড়াতে সহায়ক হতে পারে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন দেশের নৌবাহিনী এই বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। সূত্র: আল জাজিরা

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্: প্রকৃতির সান্নিধ্যে বিলাসবহুল অবকাশের নতুন ঠিকানা পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত, পুঁজিবাজারে অস্থিরতা রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ আজ রাতেই দেখা যাবে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল সুপারমুন ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা ৬৬, লাখো মানুষ বাস্তুচ্যুত জোহরান মামদানি নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত ইসলামিক সলিডারিটি গেমসে ১৪ গোলের ম্যাচে দুর্দান্ত জয় আফগানদের আফগানিস্তান ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আমাদের মজুদ পারমাণবিক অস্ত্র দিয়ে পৃথিবীকে ১৫০ বার ধ্বংস করা যায়: ট্রাম্প দীপিকার প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ বিশ্বকাপ জেতার স্বপ্ন নিয়ে রোনালদোর বিস্ফোরক মন্তব্য এনসিপির এক নেতাকে সাময়িক অব্যাহতি বাজারের ৬০ শতাংশ ফোন অবৈধ, জানুন আপনার ফোনের অবস্থা সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি গণসংযোগের সময় বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ ভারত দলে সুনীল নেই, স্কোয়াড দিল বাংলাদেশও এরশাদ উল্লাহ টার্গেটে ছিলেন না : সিএমপি কমিশনার লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম, ৭ দিনে দ্বিগুণ পাকিস্তানে মিলল বিশাল স্বর্ণ ভান্ডার, মজুত কতটুকু পরাজয়ের পর যে তত্ত্ব দিলেন ট্রাম্প