গাজায় আটক ইসরাইলি-আমেরিকান নাগরিক ইডান আলেক্সান্ডারের একটি ভিডিও প্রকাশ

গাজায় আটক ইসরাইলি-আমেরিকান নাগরিক ইডান আলেক্সান্ডারের একটি ভিডিও প্রকাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫ | ১০:২৭ 33 ভিউ
গাজায় প্রায় দেড় বছর ধরে আটক ইসরাইলি-আমেরিকান নাগরিক ইডান আলেক্সান্ডারের একটি ভিডিও শনিবার প্রকাশ করেছে হামাস। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন এক হামলার সময় ফিলিস্তিনি যোদ্ধারা তাকে আটক করে। ভিডিওটি যদিও তারিখবিহীন, তবুও এতে একজন ব্যক্তি নিজেকে ইডান আলেক্সান্ডার বলে পরিচয় দেন এবং জানান, তিনি গাজায় ৫৫১ দিন ধরে আটক রয়েছেন। ভিডিওতে তিনি জিজ্ঞেস করেন, ‘আমি এখনও কেন বন্দি?’ পাশাপাশি তিনি মুক্তির জন্য আকুতি জানান। এই সম্পাদিত ভিডিওটি এমন এক সময় প্রকাশ পেল, যখন ইহুদিরা স্বাধীনতা উদ্‌যাপনের সপ্তাহব্যাপী উৎসব ‘পাসওভার’ পালন শুরু করেছে। তবে ইডানের পরিবার এক বিবৃতিতে বলেছে, গাজায় ইডান ও আরও ৫৮ জন বন্দি থাকা অবস্থায় এই উৎসব তাদের জন্য কোনও স্বাধীনতার বার্তা নয়। চলমান যুদ্ধের সময় হামাস এর আগেও একাধিকবার বন্দিদের ভিডিও প্রকাশ করেছে, যেখানে তাদের মুক্তির জন্য অনুরোধ করতে দেখা গেছে। ইসরাইলি কর্মকর্তারা এসব ভিডিওকে ‘প্রচার কৌশল’ হিসেবে বর্ণনা করে আসছেন, যা সরকারকে চাপে ফেলতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে। এই যুদ্ধ বর্তমানে ১৮তম মাসে প্রবেশ করেছে। ১৯ জানুয়ারি শুরু হওয়া একটি যুদ্ধবিরতির সময় হামাস ৩৮ জন জিম্মিকে মুক্তি দেয়। তবে মার্চে হামাস যুদ্ধ শেষ না করে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলে, ইসরাইল ফের গাজায় স্থল ও বিমান অভিযানে ফিরে যায়। ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত বাকি ৫৯ জন বন্দিকে মুক্ত করা না হবে এবং গাজা পুরোপুরি নিরস্ত্রীকরণ না হবে, ততক্ষণ এই অভিযান চলবে। অন্যদিকে, হামাস বলেছে, তারা কেবল যুদ্ধ শেষের সমঝোতার অংশ হিসেবে জিম্মিদের মুক্তি দেবে এবং অস্ত্র সমর্পণের দাবিও তারা প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্র, কাতার এবং মিসর হামাস ও ইসরাইলের মধ্যে মধ্যস্থতা করছে। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন যোদ্ধারা গাজার কাছে দক্ষিণ ইসরাইলি এলাকাগুলোতে হামলা চালায়, যেখানে প্রায় ১,২০০ মানুষ নিহত হয় বলে ইসরাইলি কর্তৃপক্ষ জানায়। এর জবাবে ইসরাইল যে প্রতিশোধমূলক সামরিক অভিযান শুরু করে, তাতে এখন পর্যন্ত গাজায় ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে হামাস-শাসিত গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। অধিকাংশ মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং গাজার বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘুমের মধ্যেই ধর্ষণ- সাবেক এমপির স্ত্রীর বিস্ফোরক অভিযোগ সাগরিকার হ্যাটট্রিকে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ ছয় মাস আগে বিয়ে করেন বিধ্বস্ত বিমানের পাইলট তৌফিক উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: ইইউ ও যুক্তরাজ্যের সমবেদনা পরিচয় শনাক্ত হলে দ্রুত মরদেহ হস্তান্তর, না হলে ডিএনএ টেস্ট উজানে ভারী বৃষ্টি, ফেনীতে বন্যার আভাস দগ্ধ ৫১ জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন, বেশিরভাগই শিশু: পরিচালক এই কঠিন সময়ে আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াই: সাকিব উত্তরায় বিমান বিধ্বস্ত: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন তৌকির : আইএসপিআর চার লাখ টাকায় হজের নিবন্ধন শুরু ২৭ জুলাই নিখোঁজ শিক্ষার্থীদের বিষয়ে জানতে জরুরি নম্বর ডাকসু নির্বাচনের তফসিল ২৯ জুলাই নির্বাচনে বড় ধাক্কা খেলেও পদত্যাগে রাজি নন জাপানের প্রধানমন্ত্রী পাকিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ পুরানা পল্টনে ককটেল বিস্ফোরণ গাজীপুরে একদিনে ৩ খুন চট্টগ্রামে বাসে দুর্বৃত্তদের আগুন গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ৬৭ জনকে গুলি করে মারল ইসরায়েল চলতি বছর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর ৩ যৌথ মহড়া