গাজায় আটক ইসরাইলি-আমেরিকান নাগরিক ইডান আলেক্সান্ডারের একটি ভিডিও প্রকাশ

গাজায় আটক ইসরাইলি-আমেরিকান নাগরিক ইডান আলেক্সান্ডারের একটি ভিডিও প্রকাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫ | ১০:২৭ 31 ভিউ
গাজায় প্রায় দেড় বছর ধরে আটক ইসরাইলি-আমেরিকান নাগরিক ইডান আলেক্সান্ডারের একটি ভিডিও শনিবার প্রকাশ করেছে হামাস। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন এক হামলার সময় ফিলিস্তিনি যোদ্ধারা তাকে আটক করে। ভিডিওটি যদিও তারিখবিহীন, তবুও এতে একজন ব্যক্তি নিজেকে ইডান আলেক্সান্ডার বলে পরিচয় দেন এবং জানান, তিনি গাজায় ৫৫১ দিন ধরে আটক রয়েছেন। ভিডিওতে তিনি জিজ্ঞেস করেন, ‘আমি এখনও কেন বন্দি?’ পাশাপাশি তিনি মুক্তির জন্য আকুতি জানান। এই সম্পাদিত ভিডিওটি এমন এক সময় প্রকাশ পেল, যখন ইহুদিরা স্বাধীনতা উদ্‌যাপনের সপ্তাহব্যাপী উৎসব ‘পাসওভার’ পালন শুরু করেছে। তবে ইডানের পরিবার এক বিবৃতিতে বলেছে, গাজায় ইডান ও আরও ৫৮ জন বন্দি থাকা অবস্থায় এই উৎসব তাদের জন্য কোনও স্বাধীনতার বার্তা নয়। চলমান যুদ্ধের সময় হামাস এর আগেও একাধিকবার বন্দিদের ভিডিও প্রকাশ করেছে, যেখানে তাদের মুক্তির জন্য অনুরোধ করতে দেখা গেছে। ইসরাইলি কর্মকর্তারা এসব ভিডিওকে ‘প্রচার কৌশল’ হিসেবে বর্ণনা করে আসছেন, যা সরকারকে চাপে ফেলতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে। এই যুদ্ধ বর্তমানে ১৮তম মাসে প্রবেশ করেছে। ১৯ জানুয়ারি শুরু হওয়া একটি যুদ্ধবিরতির সময় হামাস ৩৮ জন জিম্মিকে মুক্তি দেয়। তবে মার্চে হামাস যুদ্ধ শেষ না করে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলে, ইসরাইল ফের গাজায় স্থল ও বিমান অভিযানে ফিরে যায়। ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত বাকি ৫৯ জন বন্দিকে মুক্ত করা না হবে এবং গাজা পুরোপুরি নিরস্ত্রীকরণ না হবে, ততক্ষণ এই অভিযান চলবে। অন্যদিকে, হামাস বলেছে, তারা কেবল যুদ্ধ শেষের সমঝোতার অংশ হিসেবে জিম্মিদের মুক্তি দেবে এবং অস্ত্র সমর্পণের দাবিও তারা প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্র, কাতার এবং মিসর হামাস ও ইসরাইলের মধ্যে মধ্যস্থতা করছে। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন যোদ্ধারা গাজার কাছে দক্ষিণ ইসরাইলি এলাকাগুলোতে হামলা চালায়, যেখানে প্রায় ১,২০০ মানুষ নিহত হয় বলে ইসরাইলি কর্তৃপক্ষ জানায়। এর জবাবে ইসরাইল যে প্রতিশোধমূলক সামরিক অভিযান শুরু করে, তাতে এখন পর্যন্ত গাজায় ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে হামাস-শাসিত গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। অধিকাংশ মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং গাজার বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজনীতিতে আসছেন ইমরানের খানের দুই ছেলে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ মিটফোর্ড হাসপাতালে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা শিক্ষক-কর্মচারীদের বদলি ও পদায়নের নতুন নির্দেশনা হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ মুজিবের ম্যুরাল ভেঙে নির্মিত হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’ ৮ কোটি ২৮ লাখ টাকা ফেরত পাচ্ছেন হাজিরা ভিভ রিচার্ডসকে ছাড়িয়ে ভারতীয় তারকার বিশ্ব রেকর্ড প্রেমিকের সঙ্গে পালাল স্ত্রী, দুধ দিয়ে গোসল স্বামীর প্রেমের টানে সীমান্ত পার, ত্রিপুরায় প্রেমিকসহ গ্রেফতার বাংলাদেশি নারী তুরস্কে বহুতল ভবনে আগুন, ৩ জনের প্রাণহানি যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি আন্দোলনে ধরপাকড়, ৭০ জন আটক এডাস্টে ‘ইংলিশ ফর ওয়ার্ক’ শীর্ষক সেমিনার শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল প্রাকৃতিক আজাব কখন, কেন হয় ইসলামে আত্মহত্যার শাস্তি ভয়াবহ ‘প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে মেসি’ ডাবল বাগেল দিয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন শিয়নতেক কানাডায় হামলার শিকার কপিল শর্মা কার সংসার ভাঙছেন সামান্থা?