
নিউজ ডেক্স
আরও খবর

একই গ্রামের ৬ রাজমিস্ত্রী শ্রমিক পাঁচদিন ধরে নিখোঁজ

চিত্রশিল্পীর বাড়িতে আগুনের ঘটনায় ৮ জন রিমান্ডে

সন্তানের মুখ দেখা হলো না হাফেজ ওবায়দুল্লার

গাকৃবিতে বিশ্ব মেধাস্বত্ব দিবসের ওপর সেমিনার অনুষ্ঠিত

চারঘাটে ইজারা ছাড়াই পদ্মার মাটি লুটে নেওয়া হচ্ছে

নববর্ষে ইউএনওকে লাঞ্ছিতের ঘটনায় যুবদল নেতা গ্রেফতার

ধনবাড়ীর নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে ২৪ ঘণ্টাই চলছে কুরআন তিলাওয়াত
কুষ্টিয়ায় এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার রাত ৮টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে হওয়া এ হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। বর্তমানে তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন, এনসিপির সুলতান মারুফ তালহা, মুজাহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া সরকারি কলেজের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব রেদোয়ান আফ্রিদি, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের আহ্বায়ক জুবায়ের, ইব্রাহীম ও নয়ন হোসেন। বাকি আহতদের পরিচয় পাওয়া যায়নি। হাসপাতালে চিকিৎসাধীনরা বলেন, রোববার রাতে আয়াস, আকাশ, রাসেলসহ তাদের লোকজন এ হামলা করেছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এদিকে, খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ১০ নাম্বার ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক হাফিজুর রহমান বলেন, ‘আহতরা হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের চিকিৎসা সেবা চলছে।’ এ বিষয়ে কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেনওয়া হবে। পুলিশের একাধিক টিম কাজ করছে।’