কার্পাসডাঙ্গায় নজরুলের আগমনের শতবর্ষ

কার্পাসডাঙ্গায় নজরুলের আগমনের শতবর্ষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ | ১০:২৪ 33 ভিউ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জমিদার মইন সরকারের বাড়িতে শত বছর আগে সপরিবারে এসেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় কার্পাসডাঙ্গায় জমিদার মইন সরকারের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তিনি। প্রায় দুই মাস এখানে অবস্থান করার সময় কার্পাসডাঙ্গায় খ্রিস্টান চার্জ অব বাংলাদেশের নিচ দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদীর ঘাটলায় বসে নজরুল লিখেছিলেন কবিতা, গান, উপন্যাস, গল্প ও নাটক। শতবর্ষে যত্নহীনভাবে পড়ে আছে স্মৃতিবিজড়িত স্থান। ২০১৬ সালে কার্পাসডাঙ্গায় বিদ্রোহী কবির স্মৃতিবিজড়িত আটচালা ঘরের পাশে তৈরি হয় স্মৃতিস্তম্ভ। ২০২১ সালে কবির আটচালা ঘর, দুটি বাঁশ ও কাঠের ধানের গোলা এবং ভৈরব নদীর ঘাটলার সিঁড়ি কিছুটা সংস্কার করা হয়। আটচালা ঘরটি ব্যক্তি মালিকানাধীন থাকায় তার পরিবারের ও পর্যটকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। স্থানীয় নজরুলপ্রেমীরা কার্পাসডাঙ্গায় কবির নামে একটি হাসপাতাল, নজরুল গবেষণা ইনস্টিটিউট, নজরুল পাঠাগার, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার দাবি জানিয়েছেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ১৯২৬ সালে মাত্র ২৭ বছর বয়সে দামুড়হুদার কার্পাসডাঙ্গায় জমিদার মইন সরকারের বাড়িতে সপরিবারে এসেছিলেন। সঙ্গে ছিলেন স্ত্রী প্রমীলা, বড় ছেলে বুলবুল ও শাশুড়ি গিরিবালা। কার্পাসডাঙ্গায় প্রায় দুমাস অবস্থানকালে কবি অবসর সময়ে মিশন স্কুলের বাগানসংলগ্ন ভৈরব নদীর ঘাটের শান বাঁধানো সিঁড়িতে বসে রচনা করেছেন অনেক গান, কবিতা ও প্রবন্ধ। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-‘লিচুচোর’, ‘কলসী গেল ডুবে’, ‘কোন কূলে আজ ভিড়লো তরী এ কোন সোনার গাঁয়’, ‘পদ্ম গোখরো’, ব্যথারদান ইত্যাদি। জাতীয় কবির স্পর্শধন্য সেই ভৈরব নদী পাড়ের স্নানঘাটের সিঁড়িটির অংশবিশেষ এখনো বিদ্যমান আছে। ১৯২৬ ও ১৯২৭ সালে কবি কার্পাসডাঙ্গায় দীর্ঘসময় অবস্থান করেন। ওই সময় কার্পাসডাঙ্গার ভৈরব নদের তীরে বসেই সাহিত্যের একটি উল্লেখযোগ্য অংশ রচনা করেছেন। টানা দুই মাস তিনি আটচালা ঘরটিতে ছিলেন। তিনি থাকতেন হর্ষপ্রিয় বিশ্বাসের আটচালা ঘরে। হর্ষপ্রিয় ছিলেন তৎকালীন নদীয়া কংগ্রেসের সাধারণ সম্পাদক। এখন তার উত্তরসূরিরা নিজ অর্থ ব্যয় করে নজরুলের স্মৃতিঘেরা বাড়িটি টিকিয়ে রেখেছেন। ১৯২৬ সালে বিপ্লবী হেমন্ত কুমার ও মহিম সরকারের আমন্ত্রণে কবি নজরুল কলকাতার আমহার্স্ট স্ট্রিট থেকে সপরিবারে কার্পাসডাঙ্গায় আসেন। সে সময় ভারতবর্ষে চলছিল ব্রিটিশবিরোধী আন্দোলন। আন্দোলনের হাওয়া বয়েছিল কার্পাসডাঙ্গায়ও। কবি নজরুল গঠন করেছিলেন ‘শ্রমিক প্রজা কৃষক পার্টি’। মূলত স্বদেশি আন্দোলনের নেতাদের উৎসাহ দিতেই পার্টির পক্ষে কবি কার্পাসডাঙ্গায় আসেন। এখানকার জীবনযাত্রা ও পরিবেশ তার সাহিত্যকর্ম ‘মৃত্যুক্ষুধা’, ‘পদ্মগোখরো’ এবং কবিতাসহ অনেক গান লিখতে সহায়ক হয়েছিল। স্মৃতিবিজড়িত এই বাড়িতে এখন থাকছেন হর্ষপ্রিয় বিশ্বাসের ছেলে প্রদ্যুত বিশ্বাসের দুই ছেলে-প্রকৃতি বিশ্বাস ওরফে বকুল বিশ্বাস ও মধু বিশ্বাস। যে ঘরে কবি থাকতেন সেই ঘরে সস্ত্রীক থাকেন বকুল বিশ্বাস। কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি ধরে রাখতে ১৯৯০ সালে কবির জন্মজয়ন্তী উৎসব পালন এবং নজরুল মেলাও বসেছিল এই কার্পাসডাঙ্গায়। ২০১৬ সালে এখানে নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত আটচালা ঘরের পাশে স্মৃতিস্তম্ভ তৈরি করেন তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। ২০২১ সালে কবি নজরুলের স্মৃতিবিজড়িত আটচালা ঘর ও ভৈরব নদীর ঘাটলার সিঁড়ি কিছুটা সংস্কার করেন তৎকালীন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার। এছাড়া কার্পাসডাঙ্গায় ইউনিয়ন পরিষদ মোড়ে একটি নজরুল চত্বর করা হয়েছে। তবে এই চত্বর নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ করেন স্থানীয়রা। কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আসার শতবর্ষ পূর্তি হবে এ বছর। জন্মবার্ষিকী উপলক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম নজরুলপ্রেমীদের নিয়ে একটি মতবিনিময় সভা করেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র দুদিনব্যাপী জাতীয় কবি নজরুল ইসলাম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল রোববার কার্পাসডাঙ্গায় নজরুল মঞ্চে চুয়াডাঙ্গা জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রছাত্রীদের জন্য কবিতা আবৃত্তি, সংগীত ও রচনা প্রতিযোগিতা আয়োজন করেছেন। মঙ্গলবার নজরুলের ১২৬তম জন্মবার্ষিকী জাঁকজমকভাবে পালন করা হবে। এ বিষয়ে আটচালা ঘরের মালিক প্রকৃতি বিশ্বাস বকুল বলেন, চুয়াডাঙ্গার ডিসি সাইমা ইউনূস থাকাকালীন আমার জমির অধিগ্রহণের বিষয়টি মন্ত্রণালয়ে প্রেরণ করেছিলেন। পরে বিভিন্ন সময় আলোচনা হয়েছে, কিন্তু এর বাস্তবায়ন হয়নি। পরিবার নিয়ে ঘরে থাকি, একটু সমস্যা হয়। কার্পাসডাঙ্গা নজরুল ইসলাম স্মৃতি সংসদের সদস্য সচিব ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুল বলেন, নজরুল চত্বর নির্মাণে বিগত সরকারের সময়ে অনিয়ম হয়েছে। একটা তদন্ত করা প্রয়োজন। আটচালা বাড়িটি অধিগ্রহণ করে সরকারিভাবে নজরুল ইনস্টিটিউটসহ অন্যান্য উন্নয়ন কাজ করা সম্ভব। কার্পাসডাঙ্গা নজরুল ইসলাম স্মৃতি সংসদের সভাপতি ও ইউনিয়ন বিএনপি সভাপতি শামসুল আলম বলেন, কার্পাসডাঙ্গায় কবি নজরুল ইসলামের নামে একটি হাসপাতাল, নজরুল গবেষণা ইনস্টিটিউট, নজরুল পাঠাগার, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার দাবি জানাই আমরা। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র বলেন, প্রতিবছরের মতো এ বছরও কার্পাসডাঙ্গায় জাতীয় কবি নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন দুদিনব্যাপী জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করবে। এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, জাতীয় কবি নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দুদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। র‌্যালি, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হবে। কার্পাসডাঙ্গায় সরকারিভাবে কোনো উদ্যোগ গ্রহণ করা হলে সেটি যথাযথভাবে পালন করবে জেলা প্রশাসন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দারুণ খেলেও গোল পাননি মেসি, বিশ্বকাপের শুরুতেই হোঁচট মিয়ামির পাইরেসির কবলে ‘তাণ্ডব’, দেখা যাচ্ছে অনলাইনেই প্রথম সিনেমায় বাজিমাত, সিক্যুয়েলেও কি থাকছেন সাবিলা-ফারিণ? রণবীর আউট আল্লু ইন ঈদের নাটক প্রচার নিয়ে নিলয়ের ক্ষোভ জ্বলছে তেল আবিব ও জেরুজালেম ইরানে ইসরাইলি হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পেজেশকিয়ানকে সৌদি যুবরাজ ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিখোঁজ ৩৫ মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য ৩১ দফাই দেশের মানুষের মুক্তির সনদ: দুলু পার্শ্ববর্তী দেশ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে: রিজভী নির্বাচনি রোডম্যাপ ঘোষিত না হলে লন্ডন বৈঠক কোনো অর্থবহন করবে না ২৮ জুন জনতার মহাসমুদ্রে রূপ নেবে সোহরাওয়ার্দী উদ্যান চট্টগ্রামে চামড়া বিক্রি শুরু, লাভ নিয়ে শঙ্কায় আড়তদাররা যমুনা সেতু এলাকায় ৩৫ কিলোমিটার যানজট সীতাকুণ্ডে ঝরনায় নেমে পর্যটকের মৃত্যু সুন্দরগঞ্জে শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেফতার যেখানে দাঁড়িয়ে ‘উই রিভোল্ট’ বলে বিদ্রোহ ঘোষণা করেন মেজর জিয়া চার জেলার সীমান্ত দিয়ে রোহিঙ্গাসহ ৫৭ জনকে পুশইন কুমিল্লায় ৪ জনের করোনা শনাক্ত