নিউজ ডেক্স
আরও খবর
২০০ বছরের রীতি ভাঙল যুক্তরাষ্ট্র, আর তৈরি হবে না এক সেন্টের কয়েন
বিদেশিদের জন্য সুখবর দিলেন ডোনাল্ড ট্রাম্প
ভারতে একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে উচ্চ সতর্কতা জারি
গাজায় গণহত্যার প্রমাণ ইচ্ছাকৃতভাবে গোপন করেছিল বাইডেন প্রশাসন
মালয়েশিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
আরএসএফ হামলার মুখে এল-ফাশর ছাড়ল ৩২৪০ পরিবার
ধেয়ে আসছে সুপার টাইফুন ‘ফাং-ওয়ং’, সরানো হলো ১ লাখ বাসিন্দাকে
আমরা মানুষের দুর্ভোগের প্রতি উদাসীন হয়ে পড়েছি: রাষ্ট্রদূত তালহা
ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের নবনির্বাচিত সভাপতি খন্দকার মোহাম্মদ তালহা বলেছেন, বিশ্ব ক্রমেই মানুষের দুর্ভোগ, সংঘাত, অনাহার, যুদ্ধ ও গণহত্যার প্রতি উদাসীন হয়ে পড়ছে।
উজবেকিস্তানের সামারখান্দে বৃহস্পতিবার অনুষ্ঠিত ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতির প্রথম বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রদূত তালহা বলেন, আমরা মানুষের দুর্ভোগ, সংঘাত, অনাহার, যুদ্ধ ও গণহত্যার প্রতি উদাসীন হয়ে পড়েছি।
তিনি সতর্ক করে দেন যে, সাংস্কৃতিক বৈচিত্র্য এখন অনেক সময় সমাজে বিভাজন সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি, বৈজ্ঞানিক অগ্রগতিও এমন ঝুঁকি তৈরি করছে যা মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হতে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তা, ন্যানো প্রযুক্তি ও স্নায়ুবিজ্ঞানের অনিয়ন্ত্রিত ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে খন্দকার তালহা বলেন, ৮০ বছর পরেও ইউনেস্কোর মূল দর্শন আজও প্রাসঙ্গিক, তবে বর্তমান বিশ্ব নতুন ও জটিল চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে।
তিনি বৈশ্বিক সম্প্রদায়কে মানব মর্যাদা, নৈতিক মূল্যবোধ ও সহমর্মিতার চেতনা রক্ষায় আরও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজুলে খন্দকার এম তালহাকে অভিনন্দন জানিয়ে বলেন, তার নেতৃত্ব বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন।
তিনি মাতৃভাষা সংরক্ষণে বাংলাদেশের অবদানকেও স্মরণ করেন।
সাধারণ সম্মেলনের সাবেক সভাপতি রাষ্ট্রদূত সিমোনা বলেন, রাষ্ট্রদূত তালহার অভিজ্ঞতা ও নেতৃত্ব ইউনেস্কো ও বৈশ্বিক সম্প্রদায়কে নতুন দিকনির্দেশনা দেবে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার এম তালহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ, সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ এবং স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেল্লেগ্রিনি।
উল্লেখ্য, ৪০ বছর পর এবারই প্রথম ইউনেস্কোর সাধারণ সম্মেলন সদর দপ্তর প্যারিসের বাইরে অনুষ্ঠিত হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।