আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছেন পুলিশ

আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছেন পুলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৫ | ৯:৪৮ 36 ভিউ
ঢাকার নবাবগঞ্জে গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। এ সময় ডাকাতদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ও ডাকাতির মালামাল উদ্ধার করা হয়। নবাবগঞ্জ থানা পুলিশের বরাতে জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার আশরাফুল আলমের নেতৃত্বে থানার ওসি মমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেনসহ থানা পুলিশের একটি দল উপজেলা সদর কায়কোবাদ চত্বরে চেকপোস্ট বসায়। এ সময় হলুদ নীল রংয়ের ট্রাক সিগন্যাল দিলে ট্রাকটি থেকে কিছু লোক পালানোর চেষ্টা করে। স্থানীয় জনতাসহ পুলিশ সদস্যরা ৬ ব্যক্তিকে আটক করে। পুলিশ ওই ট্রাক তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ভোল্ট কাটার, ১টি চাপাতি, কয়েকটি প্লাস্টিকের পাইপ, লোহার পেরেক, ১টি শাবল, কাঁচি, গরু বাঁধার রশি ও একটি বড় ত্রিপল জব্দ করা হয়। আটকরা হলেন- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সোনাডাংগা ভাগুলী গ্রামের নাসির উদ্দিন ছেলে মোশারফ হোসেন ওরফে মুসা (২৯), একই উপজেলার পূর্ববাস্তা গ্রামের ছবর উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), একই উপজেলার চরখালীয়া গ্রামের মোহাম্মদ ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩৭), একই উপজেলার খাইলারচর গ্রামের তমেজের ছেলে ইসমাইল হোসেন (২৮), ফরিদপুরের টেপাখোলা গ্রামের আবুল কাজীর ছেলে কামরুল কাজী (২৮), ব্রাহ্মনবাড়িয়া সদরের চাঁনপুর গ্রামের নাসির মিয়ার ছেলে রাজীব মিয়া (২৫)। জিজ্ঞাসাবাদে তারা ঢাকার দোহার-নবাবগঞ্জ, কেরানীগঞ্জ মডেল থানা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা, মানিকগঞ্জ জেলা, ফরিদপুর জেলা, মুন্সীগঞ্জ জেলাসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে বলে জানায়। পরে তাদের দেওয়া তথ্যমতে, ডাকাতি করা ৩টি খাসি ও ১টি গরু উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে- নবাবগঞ্জের হাসনাবাদ গ্রামের সুজন ব্যাপারী (৩৫) গ্রেফতারসহ তার ফার্ম থেকে ডাকাতি করা ৩টি ছাগল উদ্ধার করা হয়। যার মূল্য বাজারমূল্য ৪০ হাজার টাকা। তাদের দেওয়া তথ্যমতে সিংগাইরের চক চান্দুর (ঢালী বাড়ি) হাকিম ঢালীর ছেলে তোতা ঢালী (৬২) ও তার ছেলে রবিউল ঢালীকে (২৭) গ্রেফতার করাসহ তাদের বাড়ি থেকে ডাকাতি করা ১টি সাদা রংয়ের গরু উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম বলেন, আসামিদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় পেনাল কোড ৩৯৯/৪০২/৪১২ ধারা মামলা করা হয়েছে। আসামি মোশারফ হোসেন ওরফে মুসা দেশের বিভিন্ন থানায় ৮টি ডাকাতি, ৮টি চুরি, ২টি মাদক, ১টি নারী ও শিশু নির্যাতন মামলার আসামি। আসামি হাবিবুর রহমান ৩টি ডাকাতি, ১টি খুন, ১টি চুরি, ১টি মাদক মামলার আসামি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এক সপ্তাহে ঢাকা স্টকের মূলধন বেড়েছে সাড়ে ১০ হাজার কোটি টাকা শ্রদ্ধা–ভালোবাসায় হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালন পাকিস্তানের পাঞ্জাবে প্রবল বৃষ্টিপাত, দুই দিনে ৭১ জনের মৃত্যু গোপালগঞ্জে কারফিউ বাড়ল রোববার সকাল ৬টা পর্যন্ত ভারত-পাকিস্তান সংঘাতে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত হয়: ট্রাম্প শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয় কলাপাড়ায় ইউএনওর পুকুরে মিলল জীবন্ত ইলিশ যেভাবে প্রশ্ন করা যাবে হোয়াটসঅ্যাপে! বর্তমান শিক্ষাব্যবস্থা সত্যবিরোধী, চিন্তা করতে শেখায় না : ড. সলিমুল্লাহ খান হাদিস: ইসলামী জীবনের পথনির্দেশ ক্রীড়াঙ্গনে সুশাসন প্রতিষ্ঠায় কঠোর হচ্ছে সরকার মুগ্ধ প্রিয়াঙ্কা মুক্তির অপেক্ষায় পবণ কল্যাণের ‘হরি হারা বীরা মালু’ ভারতে আশ্রিত আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য মমতার গাজায় শিশুদের ভয়ংকর পেরেকভর্তি নতুন বোমা দিয়ে মারছে ইসরায়েল মাদকাসক্ত যুবককে পিটিয়ে হত্যা করল মা ও ভাই স্ত্রীকে তালাক দিয়ে ২৫ কেজি দুধ দিয়ে গোসল ফুটবলে দর্শক পাওয়া যেত না, এখন টিকিট পাওয়া যাচ্ছে না ৫৪ বছর ধরে রশি টেনে ডিঙি নৌকায় নদী পারাপার সাইবার জালিয়াতি ঠেকিয়ে বাংলাদেশ ব্যাংক সম্মাননা পেল শ্রীলঙ্কার ব্যাংকের কর্মকর্তারা