
নিউজ ডেক্স
আরও খবর

৭২ ঘণ্টার মধ্যে চতুর্থবারের মতো মার্কিন রণতরী এবং অন্যান্য জাহাজের ওপর গোলাবর্ষণ হুথিদের

গাজার প্রধানমন্ত্রী ইসাম দা’আলিস ইসরাইলি বোমা হামলায় নিহত

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ৩০ দিনের জন্য হামলা বন্ধ করতে সম্মত হয়েছেন রাশিয়া

দ্রুজ সম্প্রদায়ের প্রায় ১০০ সদস্যের একটি প্রতিনিধি দল দুই দিনের সফরে ইসরাইলে

চলতি সপ্তাহেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

শিন বেত প্রধানকে বরখাস্তের পরিকল্পনা নেতানিয়াহুর

এফ৩৫ বিমানের নতুন চালান পেল ইসরাইল
অবরুদ্ধ গাজায় ত্রাণ প্রবেশের বাধা তুলে না নিলে ইসরাইলের বিরুদ্ধে নৌ অভিযান পুনরায় শুরু করার হুমকি হুথিদের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ত্রাণ প্রবেশের বাধা তুলে না নিলে ইসরাইলের বিরুদ্ধে নৌ অভিযান পুনরায় শুরু করার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শুক্রবার (৭ মার্চ) ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটির নেতা আব্দুল মালিক আল-হুথি এ হুমকি দিয়েছেন। খবর জেরুজালেম পোস্টের। আব্দুল মালিক আল-হুথি বলেছেন, যদি ইসরাইল চার দিনের মধ্যে গাজায় ত্রাণের অবরোধ প্রত্যাহার না করে, তাহলে হুথি বাহিনী ইসরাইলের বিরুদ্ধে নৌ অভিযান পুনরায় শুরু করবে। ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে ইসরাইল ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট ১০০টিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথিরা। তাদের দাবি, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে তারা এ হামলা চালিয়েছে। তবে চলতি বছরের জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি শুরু হলে তারা হামলা বন্ধ করে।
২০২৩ সালের নভেম্বর থেকে চালানো হামলায় হুথিরা কমপক্ষে দুটি জাহাজ ডুবিয়ে দেয়, একটি আটক করে এবং কমপক্ষে চারজন নাবিককে হত্যা করে। হুথি বিদ্রোহীদের নেতা আব্দুল মালিক আল-হুথি বলেছেন, ‘আমরা চার দিনের সময়সীমা দেব। এটি মধ্যস্থতাকারীদের তাদের প্রচেষ্টার (গাজায় যুদ্ধবিরতি) জন্য। চার দিন পরও যদি ইসরাইল গাজায় মানবিক ত্রাণ পৌঁছাতে বাধা দেয় এবং ক্রসিং সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়, তাহলে আমরা তাদের বিরুদ্ধে আমাদের নৌ অভিযান পুনরায় শুরু করব। ’
গত ২ মার্চ গাজায় যুদ্ধবিরতি নিয়ে অচলাবস্থা শুরু হওয়ায় ইসরাইল উপত্যকাটিতে ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা দেয়। এমতাবস্থায় হামাস মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।
বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।