ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ইডেনে বিক্ষোভ, ছাত্রদলকে হল ছাড়ার আলটিমেটাম

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ইডেনে বিক্ষোভ, ছাত্রদলকে হল ছাড়ার আলটিমেটাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫ | ১১:১২ 55 ভিউ
রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল চত্বরে চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। শনিবার (১২ জুলাই) প্রথম প্রহরে কলেজের হলপাড়া থেকে মিছিল শুরু হয়ে পুরো কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিল শেষে শিক্ষার্থীরা ছাত্রদলসহ সব রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে হল ছাড়ার আলটিমেটাম দেয়। পরে তারা নিজ নিজ হলে ফিরে যান। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায়, চাঁদাবাজের ঠাঁই নাই’, “‘লীগ গেছে যেই পথে, দল যাবে সেই পথে’ প্রভৃতি স্লোগান দেন। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যা করে প্রমাণ হয়েছে দেশে এখনও চাঁদাবাজি ও সন্ত্রাস কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। সমাবেশে উপস্থিত এক শিক্ষার্থী বলেন, ‘আমরা শান্তি ও নিরাপদ শহর চাই। মিটফোর্ডের মতো নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা সোহাগ ভাইকে হত্যা করেছে, তারা মানবতা ও সভ্যতার শত্রু। এ হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’ ইডেন কলেজের শিক্ষার্থী মোর্কারেমা বলেন, ‘সোহাগ ভাই চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে জীবন দিয়েছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ইডেনের প্রতিটি শিক্ষার্থী রুখে দাঁড়াবে। নারী শিক্ষার্থীরাও এ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে।’ তারা সবাই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একই সঙ্গে শিক্ষার্থীরা সাম্প্রতিক সময়ে সারা দেশে চাঁদাবাজি, রাজনৈতিক সন্ত্রাস ও হত্যা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংকটাপন্ন ৫ ব্যাংকে ভুগছে তৈরি পোশাক খাত গাজায় একদিনে নিহত আরও ৬৪, ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেল ১৩ জনের দেশজুড়ে দখল–চাঁদাবাজি নতুন বন্দোবস্তের জন্য অশনি সংকেত: টিআইবি কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার ৫০০ উইকেট নিয়ে টি২০তে অনন্য রেকর্ড সাকিবের রোজ ঘি খাওয়া কি স্বাস্থ্যকর? বেশি আয়ের চাকরি পেতে ৩ দক্ষতা অর্জন করতে পারেন ঘরে বসেই স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বন্যায় সরানো হলো ১৯ হাজার মানুষকে একাধিক দেশে ইরানের অস্ত্র কারখানা এবার শিকাগোতে সেনা পাঠাবেন ট্রাম্প কোলেস্টেরল কমাবেন কীভাবে কোলেস্টেরল বেড়েছে কীভাবে বুঝবেন প্রত্যাবাসন অনিশ্চিত, নতুন এসেছে সোয়া লাখ রোহিঙ্গা ‘৫ আগস্ট ঘটিয়েছে কালো শক্তি জামায়াত’- বক্তব্যের জেরে ফজলুর রহমানকে শোকজ বিয়ের পর মেয়েরা মোটা হয়ে যায় কেন? মেলানিয়াকে গাজা নিয়ে মুখ খুলতে বললেন তুর্কি ফার্স্ট লেডি কিশোরগঞ্জে যুবদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ মায়ের দেওয়া কিডনিতে বাঁচা যুবক প্রতিবেশীর হামলায় নিহত সোমবার ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন