চ্যাম্পিয়ন মোহামেডানের সংবর্ধনা ১ জুন

চ্যাম্পিয়ন মোহামেডানের সংবর্ধনা ১ জুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৫ | ১১:০৬ 43 ভিউ
পেশাদার ফুটবল লিগে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। ২৩ বছর পর লিগ শিরোপা জয় উদযাপন করবে সাদা-কালো শিবিরে। ফুটবলারদের সংবর্ধনা দেবে ক্লাব। ১ জুন সংবর্ধনা অনুষ্ঠান ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজনের কথা ভাবছেন ক্লাব কর্তারা। বিষয়টি নিশ্চিত করেছেন সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক ও মোহামেডানের স্থায়ী সদস্য ফজলুর রহমান বাবুল। তিনি বলেন, ‘আমরা ছেলেদের সংবর্ধনা দিতে চাই। বৃষ্টির দিন। ক্লাব টেন্টে অনুষ্ঠান করলে বৃষ্টিতে সব মাটি হয়ে যাবে। তাই আমরা ভাবছি হ্যান্ডবল স্টেডিয়ামে করব। ৩১ মে পুরুষ জাতীয় হ্যান্ডবলের ফাইনাল। পরদিন সংবর্ধনা। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে কথা হয়েছে। তিনি থাকবেন।’ পেশাদার লিগে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ায় বাফুফে সভাপতিকে মিষ্টিমুখ করিয়েছে মোহামেডান। ফজলুর রহমান বলেন, ‘শুক্রবার কুমিল্লায় মোহামেডানের ম্যাচ। ওই দিন তাবিথ আউয়াল যশোরে যাবেন। সহসভাপতি ইমরুল হাসান কুমিল্লায় ট্রফি দিতে চেয়েছেন। আমরা বলেছি, ট্রফি গ্রহণ অনুষ্ঠানে আমাদের ফুটবল কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর উপস্থিত থাকতে চান। তবে বাফুফে সভাপতি না থাকলে তিনি থাকবেন না। মোহামেডানের পরবর্তী ম্যাচ গাজীপুরে। সেখানে পরিবেশ অনুকূল নয়। তাই বাফুফে সভা করে ঠিক করবে কবে নাগাদ ট্রফি দেওয়া যায়।’ চ্যাম্পিয়ন মোহামেডানের খেলোয়াড়দের পারিশ্রমিক এখনো বকেয়া রয়েছে। এ নিয়ে ফুটবল কমিটির চেয়ারম্যান অন্য কর্মকর্তাদের সঙ্গে সভা করে ঈদের আগে সবার বকেয়া চুকিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানা গেছে। এ সময়ে বাফুফে সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান উপস্থিত ছিলেন। এছাড়া হাসানুজ্জামান বাবলু, কাজী জসিমউদদীন জোসি, রিয়াজ উদদীন আহমেদ, বাফুফে সদস্য ও মোহামেডান ফুটবল দলের টিম লিডার মঞ্জুরুল করিম, বাফুফে সদস্য শাখাওয়াত হোসেন মিলন উপস্থিত ছিলেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জরায়ু ক্যান্সার কী, কেন হয় ও চিকিৎসা রোগব্যাধি থেকে আশ্রয় চেয়ে কী দোয়া পড়বেন শান্তির হ্যাটট্রিকে দুই ভেন্যুর ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত জয় ফিফার নিষেধাজ্ঞার তালিকায় আরও এক ক্লাব নতুন মিশনে সন্দীপ্তা যে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন ফাতিমা সৌদিতে পতিতাবৃত্তির দায়ে ১২ প্রবাসী গ্রেপ্তার সৌদিতে নারী চালকদের রাইড শেয়ারের সুযোগ দিতে যাচ্ছে উবার বৃষ্টি যেন সবজিচাষিদের কান্না হয়ে ঝরছে চুরি করতে গিয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ দুম্বার সংকর প্রজাতি উদ্ভাবন করলেন মেহেরপুরের খামারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যেন মরণফাঁদ ব্যবসা সম্প্রসারণে কমলো নীতি সুদহার পাল্টা শুল্ক নিয়ে তৃতীয় ধাপের প্রস্তুতি নিচ্ছে সরকার যশোরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা সত্যজিৎ রায়ের পৈতৃক সম্পত্তি মেরামতে সহযোগিতা দেবে ভার‍ত ওসি পদায়নে ২২ দফা নীতিমালা সোনালি মুরগিতে ক্ষতিকর ই. কোলাই ব্যাকটেরিয়া প্রধান উপদেষ্টা মালয়েশিয়া যাচ্ছেন ১১ আগস্ট আবু সাঈদের আত্মত্যাগ দিয়ে গেল অনেক