নিক্সন চৌধুরীর সহযোগী কারাগারে

নিক্সন চৌধুরীর সহযোগী কারাগারে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৫ | ১০:৩৭ 33 ভিউ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও নিক্সন চৌধুরীর সহযোগী মামুন শিকদারকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) বেলা ৩টার সময় তাকে ফরিদপুর কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ভাঙ্গা উপজেলার পুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। মামুন বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন। গ্রেফতার মামুন শিকদার ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামের মৃত মজিবুর শিকদারের ছেলে। ভাঙ্গা থানার মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১০ নভেম্বর রাতে ভাঙ্গা পৌরসভার মধ্যপাড়া হাসামদিয়া এক্সপ্রেসওয়ে সড়কের পাশে পর পর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এ ঘটনার পরের দিন ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বিটু মুন্সী বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় মজিবুর রহমান নিক্সন চৌধুরীকে প্রধান করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মীকে আসামি করা হয়। মামলায় মামুন শিকদার এজাহারভুক্ত আসামি ছিলেন। পুলিশ জানায়, মামুন শিকদার গত ৫ আগস্টের পর ভাঙ্গা থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আসামি ছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে হামলা, প্রতারণা, চাঁদাবাজিসহ ভাঙ্গা থানায় কয়েকটি মামলা রয়েছে। স্থানীয়রা জানায়, মামুন শিকদার ছিলেন নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ। তিনি এলাকায় আধিপত্য বিস্তার করতেন। বালু ব্যবসা, জমি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন তিনি। এ বিষয় ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা উপজেলার পুলিয়া বাজার এলাকা থেকে মামুন শিকদারকে গ্রেফতার করা হয়। তিনি বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। সোমবার বেলা ৩টার সময় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৩ সেবা পেতে লাগবে না আয়কর রিটার্ন জমার প্রমাণ পুরোনো রোগে নতুন ভয় হত্যার পর লাশ ঘিরে প্রকাশ্যে উল্লাস ১৮ বিচারককে বাধ্যতামূলক অবসর ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির গায়ানায় রাজ সাকিবের, শ্রীলঙ্কায় ভঙ্গুর বাংলাদেশ শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ মুসলিম একটি দেশে মৃত্যুদণ্ড ২৪৫, যাবজ্জীবন ৯৫৫ ‘শাপলা’র জন্য লড়াই চালিয়ে যাবে এনসিপি কড়াকড়িতে ভরাডুবি এসএসসিতে সংকটে ব্যাহত জনসংখ্যা নিয়ন্ত্রণ দারিদ্র্যের মাধ্যমে মুমিনের পরীক্ষা রেস্তোরাঁ থেকে ইসরায়েলিদের তাড়িয়ে দিলেন ম্যানেজার ভারত আসতে রাজি নয়, ২৪ জুলাই ঢাকায় এসিসি সভা হবে তো? টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ পাকিস্তানে সেনাপ্রধানকে জড়িয়ে প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন! আগামীকাল বৃষ্টি থাকবে কিনা, জানাল আবহাওয়া অফিস পাকিস্তানে সেনাপ্রধানকে জড়িয়ে প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন! যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ শুধু অর্থনৈতিক নয়, রয়েছে ভূ-রাজনৈতিক কৌশলও ভিন্ন চরিত্রে তানিয়া বৃষ্টি