২৩ ফেব্রুয়ারি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছেন নাহিদ?

২৩ ফেব্রুয়ারি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছেন নাহিদ?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:১২ 70 ভিউ
মাসখানেক ধরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে ছাত্র প্রতিনিধি হিসেবে থাকা ব্যক্তিদের পদত্যাগের বিষয়টি আলোচনায় রয়েছে। ফেব্রুয়ারি মাসের শুরুতে এই আলোচনায় আরও গতি আসে। নতুন ছাত্র রাজনৈতিক দলের নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম—এ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে প্রায় কোনো দ্বিমত নেই। তবে দল ঘোষণার আগে বা পরপরই তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন বলে জানা গেছে। সূত্র বলছে, আগামী ২৩ ফেব্রুয়ারি নাহিদ ইসলাম তার পদত্যাগপত্র জমা দিতে পারেন। একই দিনে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করা হতে পারে। অন্যদিকে, আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও মাহফুজ আলম আপাতত উপদেষ্টা পদে বহাল থাকবেন। নতুন দলের নাম চূড়ান্ত না হওয়া পর্যন্ত তাদের কোনো পদ দেওয়া হচ্ছে না। তারা পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন পূর্ববর্তী সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী আগেই জানিয়েছিলেন, ১৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন দলের ঘোষণা আসবে। প্রথমে দলের নাম এবং আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। ঈদের পরে কাউন্সিলের মাধ্যমে দলের পূর্ণাঙ্গ কাঠামো প্রকাশ করা হবে। ইতোমধ্যেই পাঁচ লাখ মানুষের মতামত গ্রহণের কাজ শুরু হয়েছে। দলটির সদস্য সচিব হিসেবে কার নাম ঘোষণা হবে তা নিয়ে এখনও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সম্ভাব্য নামগুলোর মধ্যে আছেন আক্তার হোসেন, নাসির উদ্দিন পাটোয়ারী, সারজিস আলম এবং আলী আহসান জুনায়েদ। এছাড়া গুরুত্বপূর্ণ পদে থাকার সম্ভাবনা রয়েছে হাসনাত আব্দুল্লাহ, মনিরা শারমিন, মাহবুব আলম, এবং অনিক রায়ের। সূত্রের আরও তথ্য অনুযায়ী, ২১ ফেব্রুয়ারির আগে বা পরেই নতুন দলের নাম ও আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। এর পর নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে সরে এসে নতুন দলের নেতৃত্বে যুক্ত হবেন। ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে আলোচনা এবং প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। নতুন দলের মাধ্যমে ছাত্র রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা দেখা যাচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আরও ভয়ংকর হচ্ছে উত্তর কোরিয়া গাজায় একদিনে নিহত আরও ৬৪, ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেল ১৩ জনের বিতর্কিত মন্তব্যের অভিযোগে পাকিস্তানি আলেম আলি মির্জা গ্রেফতার ভোটযুদ্ধে প্রাণবন্ত ক্যাম্পাস ইসরাইলের সঙ্গে আব্রাহাম চুক্তির সম্ভাবনা নাকচ করল সিরিয়া উচ্চ মূল্যস্ফীতিসহ ১০ কারণে দারিদ্র্য বৃদ্ধি ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ সংকটাপন্ন ৫ ব্যাংকে ভুগছে তৈরি পোশাক খাত গাজায় একদিনে নিহত আরও ৬৪, ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেল ১৩ জনের দেশজুড়ে দখল–চাঁদাবাজি নতুন বন্দোবস্তের জন্য অশনি সংকেত: টিআইবি কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার ৫০০ উইকেট নিয়ে টি২০তে অনন্য রেকর্ড সাকিবের রোজ ঘি খাওয়া কি স্বাস্থ্যকর? বেশি আয়ের চাকরি পেতে ৩ দক্ষতা অর্জন করতে পারেন ঘরে বসেই স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বন্যায় সরানো হলো ১৯ হাজার মানুষকে একাধিক দেশে ইরানের অস্ত্র কারখানা এবার শিকাগোতে সেনা পাঠাবেন ট্রাম্প কোলেস্টেরল কমাবেন কীভাবে