রোবট কুকুর উদ্ভাবনে চীনের নতুন সাফল্য, গতি উসাইন বোল্টের সমান

রোবট কুকুর উদ্ভাবনে চীনের নতুন সাফল্য, গতি উসাইন বোল্টের সমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫ | ১০:৪৭ 26 ভিউ
রোবোটিক প্রযুক্তিতে এক নতুন মাইলফলক স্পর্শ করল চীন। দেশটির নির্মিত ‘ব্ল্যাক প্যান্থার ২.০’ নামের একটি চার পায়ের রোবটিক কুকুর ঘন্টায় ১০.৩ মিটার গতিতে দৌড়ে বিশ্ব রেকর্ড গড়েছে—যা কিংবদন্তি দৌড়বিদ উসাইন বোল্টের সর্বোচ্চ গতির প্রায় সমান। রোববার টেলিভিশনে সম্প্রচারিত একটি বিশেষ অনুষ্ঠানে এই রেকর্ড গড়ার ঘটনা ঘটে। চীনের চায়না মিডিয়া গ্রুপ আয়োজিত ওয়ার্ল্ড রোবট কমপিটিশনের অংশ হিসেবে অনুষ্ঠিত ‘রোবোটিক ডগ মিশন শো’-তে এ রোবটটি অংশ নেয়। ৩৮ কেজি ওজন ও ০.৬৩ মিটার উচ্চতার এই রোবট মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই ট্রেডমিলে ঘণ্টায় ১০ মিটার গতির বেশি দৌড়ে যায়। বস্টন ডাইনামিকসের ‘ওয়াইল্ডক্যাট’ নামের রোবটের পূর্ববর্তী রেকর্ড ভেঙে এটি এখন বিশ্বের দ্রুততম রোবোটিক কুকুর। তুলনামূলকভাবে বলা যায়, উসাইন বোল্টের ১০০ মিটার বিশ্বরেকর্ড ৯.৫৮ সেকেন্ডে সম্পন্ন হয়েছিল, যার গড় গতি ছিল ১০.৪৪ মিটার/সেকেন্ড। এই রোবটের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রতি সেকেন্ডে সর্বোচ্চ পাঁচবার করে পা ফেলার সক্ষমতা, যা একে বিশ্বের দ্রুততম চার পায়ের রোবটগুলোর তালিকায় জায়গা করে দিয়েছে। ‘ব্ল্যাক প্যান্থার ২.০’ যৌথভাবে তৈরি করেছে ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়ের হিউম্যানয়েড ইনোভেশন ইনস্টিটিউট এবং হাংজু-ভিত্তিক প্রযুক্তি স্টার্টআপ Mirror Me। সম্প্রতি এই রোবটটি আরও উন্নত করা হয়েছে—তিনটি পৃথক কার্বন ফাইবার পা একীভূত করে শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ করা হয়েছে এর কাঠামো। অন্যদিকে, একই শো-তে অংশ নেওয়া ‘XT70’ নামের আরেক রোবট বাস্তব দুর্যোগ মোকাবিলা ও জরুরি উদ্ধার অভিযানে দক্ষতা প্রদর্শন করে দর্শকদের দৃষ্টি কাড়ে। যদিও ব্ল্যাক প্যান্থার এখন অধিকাংশ মানুষের চেয়ে দ্রুত দৌড়াতে সক্ষম, তবুও এটি এখনো চিতা, উটপাখি বা ওয়াইল্ডাবিস্টের মতো দ্রুতগামী প্রাণীদের গতির তুলনায় পিছিয়ে রয়েছে। তবে এর ভবিষ্যৎ ব্যবহার সম্ভাবনা বিশাল—বিশেষ করে ভূমিকম্পের সময় ধ্বংসস্তূপে দ্রুত প্রবেশ, দুর্গম এলাকায় উদ্ধার তৎপরতা বা লজিস্টিক সরবরাহে এই রোবটিক কুকুর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চমকপ্রদ রূপে ফিরছে টাটা ন্যানো, থাকছে দুর্দান্ত সব ফিচার! বিমান বিধ্বস্ত: হতাহতের সংখ্যা নিয়ে সবশেষ তথ্য ওবামা রাষ্ট্রদ্রোহী, প্রমাণ আছে: ট্রাম্প ‘ভাই, টেনশন কইরেন না’ সচিবালয়ে ভাঙচুর-হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা শুল্কে সুবিধা পেতে বাড়তি দামে যুক্তরাষ্ট্রের গম কিনবে সরকার ডেঙ্গুতে একদিনে ৪ মৃত্যু অসুস্থ্য পুত্রবধূকে দেখতে যাওয়া হলো না ৮ জনের গাজায় ত্রাণ নিতে গিয়ে হাজারের বেশি নিহত, দুর্ভিক্ষের শঙ্কা শেরপুরে টিসিবির ১৯ বস্তা চাল জব্দ সৈয়দপুরে বাস-ট্রাক সংঘর্ষে ১৯ জনের অধিক আহত প্রেম আসলে বন্ধুত্ব ও সংযোগ ছাড়া কিছুই নয় : অনন্যা পান্ডে ফের সংসার ভাঙার গুঞ্জনে যা বললেন দিব্যা আগরওয়াল ফ্যানের গতি কমালে কি সত্যিই বিদ্যুৎ বিল কমে? সম্পর্ক দীর্ঘস্থায়ী করার সহজ ৬ উপায় দুর্ঘটনায় দগ্ধদের উদ্দেশে তাসনিম জারার ৭ পরামর্শ মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ৪৯তম বিশেষ বিসিএসের আবেদন শুরু আজ স্বামীর নাম ধরে ডাকা যাবে কি না, ইসলাম যা বলে মৃত ব্যক্তির কপালে চুমু দেওয়া যাবে কি