বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই

বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ | ১০:২১ 29 ভিউ
প্রথম ওয়ানডের দুঃস্বপ্ন ভুলে যাওয়াই শ্রেয়। কিন্তু চাইলেই কি পাঁচ রানে সাত উইকেট হারানোর দুঃস্মৃতি ভোলা যায়? অকল্পনীয় এই ব্যাটিং ধস নিয়ে জল্পনা থেমে নেই। প্রথম ম্যাচে ৭৭ রানের হার পোড়াচ্ছে। এরই মধ্যে কোচ ফিল সিমন্স গেছেন ইংল্যান্ডে। আজকের ম্যাচে তাকে পাওয়া যাবে না। কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে আজ বেলা ৩টায় দ্বিতীয় ওয়ানডে শুরু হবে। বাংলাদেশের সামনে সিরিজ বাঁচানোর লড়াই। হারলে এক ম্যাচ হাতে রেখে স্বাগতিকরা সিরিজ নিজেদের করে নেবে। প্রথম ওয়ানডেতে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় মোস্তাফিজুর রহমানকে। কাল অনুশীলনে মোস্তাফিজকে পুরোটা সময় পাওয়া যায়নি। হালকা চোট পেয়েছেন বাঁ-হাতি স্পিনার তানভীর ইমলাম। পেস আক্রমণে তাসকিন আহমেদ ও তানজিম হাসান আজও নেতৃত্ব দেবেন। মোস্তাফিজ খেলতে না পারলে তার জায়গায় হাসান মাহমুদকে দেখা যেতে পারে। আগের ম্যাচে অভিষিক্ত তানভীর ভালো বোলিং করলেও আজ তার একাদশে জায়গা পাওয়া কঠিন। পেটের পীড়ার জন্য আগের ম্যাচে খেলতে না পারা লেগ-স্পিনার রিশাদ হোসেন এখন সুস্থ। বাংলাদেশের ভয় সব সময় ব্যাটিং নিয়ে। দায়িত্বশীল ব্যাটিংয়ে জোর দিতে বলেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। পরিত্রাণ পাওয়ার উপায় খুঁজছেন অধিনায়ক মিরাজও। ওপেনার তানজিদ হাসান বলেন, ‘প্রথম ওয়ানডের পর আমাদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। কোচ আমাদের কিছু পরামর্শ দিয়েছেন। গত ম্যাচে আমরা যেভাবে ধসে পড়েছি, সেখানে একটাই বার্তা, এরকম উইকেটে যারা থিতু হবে তাদের ম্যাচ শেষ করে আসতে হবে। কারণ, উইকেটে গিয়েই নতুন ব্যাটারদের জন্য ব্যাট করা কঠিন। ওদের ভালোমানের স্পিনার আছে। উইকেটে সেট হওয়া ব্যাটারদের দায়িত্ব হবে ইনিংস লম্বা করা। হাসারাঙ্গার বিপক্ষে বাঁ-হাতি ব্যাটারদের বেশি খেলা উচিত। কারণ, বাঁ-হাতিদের বিপক্ষে সে খুব বেশি প্রভাব বিস্তার করতে পারে না। এরকম আলোচনা হয়েছে, যেটা এই ম্যাচে প্রয়োগ করার চেষ্টা করব আমরা।’ এদিকে শ্রীলংকার কোচ সনথ জয়সুরিয়া বাংলাদেশের নতুনদের পাশে থাকতে বললেন। জানালেন, বাংলাদেশের বিপক্ষে তাদের জিততে হলে সেরা খেলাটাই খেলতে হবে। তিনি বলেন, ‘যে কোনো দলের সঙ্গেই এটা (ব্যাটিং ধস) হতে পারে। শ্রীলংকার সঙ্গেও হতে পারে। যদি টিম ম্যানেজমেন্ট এবং অধিনায়ক নতুনদের ভরসা দেয়, সেটাই মূল বিষয়। তাদের চাপে ফেলা যাবে না। তাদের ওপর ভরসা রাখলে তারা ভালো করবে। এটা অবশ্যই সহজ কাজ নয়। কিন্তু নতুনদের ওপর ভরসা রাখতে হবে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জবিতে গবেষণাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিশুদের টাইপ ১ ডায়াবেটিস স্বামীর নাম ধরে ডাকা যাবে কি না, ইসলাম যা বলে বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক সবসময়ই ভালো: বিসিবি সভাপতি বুলবুল প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন তুরস্কের নাটোরে সড়কে ৮ জন নিহত ১২ ঘণ্টার মধ্যে ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার চলাচল শুরুর আগেই খালে ভেঙে পড়ল ৬ কোটি টাকার সেতু রূপগঞ্জে কলেজছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ শয্যায় পোড়া যন্ত্রণা, বাইরে প্রার্থনায় স্বজনদের বুকফাটা আহাজারি আধুনিক যুদ্ধের নতুন হাতিয়ার ‘সাইবার তেলাপোকা’ চোখের সামনে তিন বন্ধু পুড়ে মারা গেল ‘গুলি করি, মরে একটা, একটাই যায় স্যার’ বলা সেই ডিসি বরখাস্ত দুর্ভিক্ষের কবলে মৃত্যুপুরী গাজা যান্ত্রিক ত্রুটি, চট্টগ্রামে ফিরে গেল বিমান ফরিদপুরে বাস দুর্ঘটনায় নিহত ৩ সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেপ্তার ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির সম্ভাবনা কমছে ক্ষুধায় পথে পথে পড়ে আছে মানুষ সাগরে লঘুচাপ বৃহস্পতিবার, সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগোল বাংলাদেশ