ট্রাম্পকে ধন্যবাদ জানালেন শেহবাজ শরিফ

ট্রাম্পকে ধন্যবাদ জানালেন শেহবাজ শরিফ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মে, ২০২৫ | ১০:০৮ 47 ভিউ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাক প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তান ও যুক্তরাষ্ট্র যুগ যুগ ধরে পারস্পরিক স্বার্থ রক্ষা ও বিশ্বের গুরুত্বপূর্ণ অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় অংশীদার হিসেবে একসঙ্গে কাজ করেছে।’ তিনি আরও লেখেন, ‘বিশ্বশান্তির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের যুগান্তকারী নেতৃত্ব এবং প্রতিশ্রুতির জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় বড় ধরনের ভূমিকা রাখার তার সদিচ্ছা অত্যন্ত মূল্যবান।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে পাকিস্তান এক শক্তিশালী সঙ্গীকে খুঁজে পেয়েছে, যিনি পাকিস্তান-যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারিত্বকে নতুন করে জাগ্রত করতে এবং বাণিজ্য ও বিনিয়োগসহ সব ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে পারবেন।’ এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, পাকিস্তান ও ভারত একটি পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতের আলোচনার পর, পাকিস্তান ও ভারত একটি পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।’ ট্রাম্প আরও বলেন, ‘যদিও এটি আনুষ্ঠানিক আলোচনায় আসেনি, আমি পাকিস্তান ও ভারতের সঙ্গে বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বাড়াতে কাজ করব। সেইসঙ্গে, আমি কাশ্মীর নিয়ে একটি সমাধানে পৌঁছাতে দুই পক্ষের সঙ্গে কাজ করব।’ শনিবার ভোররাতে ভারতীয় লক্ষ্যবস্তুতে পাকিস্তানের পাল্টা হামলার পর এই যুদ্ধবিরতির ঘোষণা আসে। ধারণা করা হচ্ছে, এই হামলায় ভারতের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশজুড়ে দখল–চাঁদাবাজি নতুন বন্দোবস্তের জন্য অশনি সংকেত: টিআইবি কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার ৫০০ উইকেট নিয়ে টি২০তে অনন্য রেকর্ড সাকিবের রোজ ঘি খাওয়া কি স্বাস্থ্যকর? বেশি আয়ের চাকরি পেতে ৩ দক্ষতা অর্জন করতে পারেন ঘরে বসেই স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বন্যায় সরানো হলো ১৯ হাজার মানুষকে একাধিক দেশে ইরানের অস্ত্র কারখানা এবার শিকাগোতে সেনা পাঠাবেন ট্রাম্প কোলেস্টেরল কমাবেন কীভাবে কোলেস্টেরল বেড়েছে কীভাবে বুঝবেন প্রত্যাবাসন অনিশ্চিত, নতুন এসেছে সোয়া লাখ রোহিঙ্গা ‘৫ আগস্ট ঘটিয়েছে কালো শক্তি জামায়াত’- বক্তব্যের জেরে ফজলুর রহমানকে শোকজ বিয়ের পর মেয়েরা মোটা হয়ে যায় কেন? মেলানিয়াকে গাজা নিয়ে মুখ খুলতে বললেন তুর্কি ফার্স্ট লেডি কিশোরগঞ্জে যুবদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ মায়ের দেওয়া কিডনিতে বাঁচা যুবক প্রতিবেশীর হামলায় নিহত সোমবার ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন গণপিটুনিতে মৃত্যু ঘিরে দেশজুড়ে উৎকণ্ঠা ঘুষকাণ্ডে জামায়াতের আইনজীবীর সনদ স্থগিত