জাল কাগজ তৈরি করে এক নারীর বিরুদ্ধে একটি ফ্ল্যাট হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ

জাল কাগজ তৈরি করে এক নারীর বিরুদ্ধে একটি ফ্ল্যাট হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ | ১০:১৮ 45 ভিউ
রাজশাহীতে জাল কাগজ তৈরি করে এক নারীর বিরুদ্ধে একটি ফ্ল্যাট হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। স্যানভ্যালী লিমিটেড ডেভেলপার কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছে। শনিবার দুপুরে নগরীর একটি কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অভিযোগের ব্যাপারে কথা বলতে চাননি সিনথিয়া সিফাত অনি। সংবাদ সম্মেলনে স্যানভ্যালী লিমিটেড ডেভেলপার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আসিফ মাহমুদ সনি লিখিত বক্তব্যে জানান, ২০১৪ সালে সিনথিয়া তার প্রতিষ্ঠানে যান এবং জানান যে, তার লন্ডন প্রবাসী দাদু ক্যাপ্টেন মাহমুদুল আমিন তাকে একটি ফ্ল্যাট উপহার দিতে চান। তিনি এ প্রতিষ্ঠান থেকে ফ্ল্যাট কিনবেন। পরে ২০১৪ সালের ৫ ফেব্রুয়ারি মাহমুদুল ও সিনথিয়া তাদের অফিসে যান এবং ক্রেতা হিসাবে অ্যাপার্টমেন্ট বুকিং ফরমে দুজনের নাম লেখেন। সেদিন মাহমুদুল ফ্ল্যাটের ৪৩ লাখ ৮০ হাজার টাকার মধ্যে পাঁচ লাখ টাকার একটি চেক দেন। পরে মাহমুদুল আমিন লন্ডন চলে যান এবং সিনথিয়ার ব্যাংক হিসাবে টাকা পাঠান। চেকের মাধ্যমে সিনথিয়া সেই টাকা দেন স্যানভ্যালী লিমিটেড ডেভেলপার কোম্পানিকে। এরই মধ্যে ভবনের নির্মাণকাজ শেষ হয়ে আসে। কিন্তু দুই ক্রেতা একসঙ্গে এসে ফ্ল্যাটের রেজিস্ট্রি বুঝে নেননি। লন্ডন থেকে মাহমুদুল ই-মেইলের মাধ্যমে ডেভেলপার প্রতিষ্ঠানটিকে জানান, ওই ফ্ল্যাট যেন সিনথিয়াকে রেজিস্ট্রি দেওয়া না হয়। তিনি তার সঙ্গে ফ্ল্যাট কিনবেন না। ফলে ডেভেলপার প্রতিষ্ঠানটি ফ্ল্যাট রেজিস্ট্রি দিতে পারেনি। কিন্তু সিনথিয়া বিভিন্ন মাধ্যমে চাপ দিয়ে ফ্ল্যাট নেওয়ার চেষ্টা করেন। আশ্রয় নেন জালিয়াতিরও। এ বিষয়ে বক্তব্য জানতে শনিবার দুপুরে সিনথিয়াকে ফোন করা হয়। প্রশ্ন শোনার পরে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান। আমি এ ব্যাপারে কোনো কথা বলব না।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জরায়ু ক্যান্সার কী, কেন হয় ও চিকিৎসা রোগব্যাধি থেকে আশ্রয় চেয়ে কী দোয়া পড়বেন শান্তির হ্যাটট্রিকে দুই ভেন্যুর ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত জয় ফিফার নিষেধাজ্ঞার তালিকায় আরও এক ক্লাব নতুন মিশনে সন্দীপ্তা যে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন ফাতিমা সৌদিতে পতিতাবৃত্তির দায়ে ১২ প্রবাসী গ্রেপ্তার সৌদিতে নারী চালকদের রাইড শেয়ারের সুযোগ দিতে যাচ্ছে উবার বৃষ্টি যেন সবজিচাষিদের কান্না হয়ে ঝরছে চুরি করতে গিয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ দুম্বার সংকর প্রজাতি উদ্ভাবন করলেন মেহেরপুরের খামারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যেন মরণফাঁদ ব্যবসা সম্প্রসারণে কমলো নীতি সুদহার পাল্টা শুল্ক নিয়ে তৃতীয় ধাপের প্রস্তুতি নিচ্ছে সরকার যশোরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা সত্যজিৎ রায়ের পৈতৃক সম্পত্তি মেরামতে সহযোগিতা দেবে ভার‍ত ওসি পদায়নে ২২ দফা নীতিমালা সোনালি মুরগিতে ক্ষতিকর ই. কোলাই ব্যাকটেরিয়া প্রধান উপদেষ্টা মালয়েশিয়া যাচ্ছেন ১১ আগস্ট আবু সাঈদের আত্মত্যাগ দিয়ে গেল অনেক