ঘন ঘন হচ্ছে ভূমিকম্প, আগে-পরে কি করণীয়?

ভূমিকম্প কখন হবে এটা কেউ জানে না, তবে দূর্যোগের প্রস্তুতি নিয়ে রাখা ভালো

ঘন ঘন হচ্ছে ভূমিকম্প, আগে-পরে কি করণীয়?

ভূমিকম্পের সময় শান্ত থাকা গুরুত্বপূর্ণ, মাটিতে বা নিচু হয়ে মাথা-ঘাড় ঢেকে রাখা উচিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫ | ৭:২৮ 109 ভিউ
চলতি বছরের প্রথম সপ্তাহেই দুইবার ভূমিকম্প আঘাত হেনেছে বাংলাদেশে। ঘনঘন ভূমিকম্প অনুভূত জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষত বড় ভূমিকম্প হলে ঝুঁকিতে রয়েছে ঢাকা, সিলেট, চট্টগ্রামের মত বড় ও জনবহুল এলাকাগুলো। সঠিকভাবে আমাদের অনেকেরই জানা থাকে না, ভূমিকম্প হলে ঠিক কী করবেন। ভূমিকম্পে করণীয় জানা থাকলে অনেক বিপদই পাশ কাটানো সম্ভব। জেনে নিই ভূমিকম্প কী, কেন হয় আর হলে আমাদেরই বা করণীয় কী।
ভূমিকম্প কী?
ভূমির আকস্মিক কম্পনই ভূমিকম্প। পৃথিবীপৃষ্ঠের কোনো অংশের হঠাৎ অবস্থান পরিবর্তনের ফলে কিংবা ভূ অভ্যন্তরের একটি শিলা অন্য একটি শিলার উপরে উঠে আসলে ভূমিকম্প হয়। এছাগা, ভূ-অভ্যন্তরের স্থিত গ্যাস যখন ভূ-পৃষ্ঠের ফাটল বা আগ্নেয়গিরির মুখ দিয়ে বেরিয়ে আসে তখন সেই গ্যাসের অবস্থানটি ফাঁকা হয়ে পড়ে আর পৃথিবীর উপরের তলের চাপ ওই ফাঁকা স্থানে দেবে গিয়ে ভারসাম্য বজায় রাখে। তখনই ভূ-পৃষ্ঠে প্রবল কম্পনের অনুভব হয়।
ভূমিকম্পের সময় যা করণীয়
ভূমিকম্পের পূর্বাভাস খুবই জটিল। বৃষ্টি বা ঝড়ের মত ভূমিকম্পের পূর্বাভাস দেয়া এখন পর্যন্ত সম্ভব হয়নি। বাংলাদেশের রাজধানী ঢাকা ভূমিকম্পের জন্য শীর্ষ ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় থাকায় নাগরিকদের ভূমিকম্প সচেতনতা জরুরি। ভূমিকম্প বেশিক্ষণ স্থায়ী হয় না। যতটুকু সময় স্থায়ী হয় ততক্ষণে আতঙ্কিত হয়ে ভুলভাল কিছু করা যাবে না। বরং নিজেকে শান্ত রাখতে হবে এবং পরিবারের সবাইকে বারবার সতর্ক করে দিতে হবে।

ভূমিকম্প হলে কি কি করা উচিত তা এখানে দেয়া হল,
১. শান্ত থাকুন
আতঙ্কিত না হয়ে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিন। ভূমিকম্পের সময় শান্ত থাকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাৎক্ষণিক প্রতিক্রিয়া আপনার এবং আপনার চারপাশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। ভূমিকম্প চলাকালীন আতঙ্কিত না হয়ে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিন। মাটিতে বা নিচু হয়ে বসুন মাথা ও ঘাড় ঢেকে রাখুন ।
২. আশ্রয় নিন
কোনো মজবুত টেবিল বা আসবাবপত্রের নিচে আশ্রয় নিন। মাথা ও ঘাড় হাত দিয়ে ঢেকে রাখুন। যদি এমন কোনো আসবাবপত্র না থাকে, তাহলে ঘরের কোণে বা ভেতরের দেয়ালের কাছে বসুন।
৩. দূরে থাকুন
জানালা, আয়না, ভারী আসবাবপত্র এবং ঝুলন্ত জিনিস থেকে দূরে থাকুন। বহুতল ভবনে একই জায়গায় অনেক মানুষ একসঙ্গে না থেকে ভাগ হয়ে আশ্রয় নিন যতটা সম্ভব দূরে বা খোলা জায়গায় থাকা যায় ততটাই ভালো।
৪. ভেতরে থাকুন
যদি ঘরের ভেতরে থাকেন, বাইরে বের হতে চেষ্টা করবেন না। মজবুত আসবাবপত্র, যেমন টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিন। যদি কিছু না থাকে, মাথা ও ঘাড় ঢেকে দেওয়ার চেষ্টা করুন এবং দেয়ালের কাছে বসুন।
৫. বাইরে থাকুন
যদি বাইরে থাকেন, ভবন, গাছ, সেতু থেকে দূরে যান। খোলা জায়গায় থাকুন। যেখানে উপর থেকে কিছু পড়ে বা পড়ার সম্ভাবনা নেই। ভবন, গাছপালা, বৈদ্যুতিক খুঁটি এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ বস্তু থেকে দূরে থাকাই যতটা সম্ভব ভালো। যদি আশপাশে বেশি লোক থাকে, ঠেলাঠেলি বা ভিড়ের মধ্যে না ঢুকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
৬. গাড়িতে থাকলে
গাড়ি থামিয়ে খোলা স্থানে যান, তবে সেতু বা টানেলের নিচে থামবেন না নিরাপদ স্থানে গাড়ি থামান। রাস্তার মাঝখানে বা উঁচু ব্রিজের নিচে গাড়ি থামানো এড়িয়ে চলুন। বড় গাছ, বিল্ডিং, বিদ্যুতের খুঁটি বা ওভারপাসের কাছ থেকে দূরে থাকুন।

ভূমিকম্পের পর করণীয়
ভূমিকম্প শেষ হয়ে গেলেও কিছু করার থাকে। এসব বিষয়েও সতর্কতা জরুরি। সেসব বিষয় এখানে দেওয়া হল,
১. বড় ভূমিকম্পের পরেও পরবর্তী ছোট ছোট ভূমিকম্প (আফটারশক) হতে পারে। তাই ভূমিকম্প শেষ হলেও আরো কম্পনের জন্য প্রস্তুত থাকুন। কম্পন থেমে গেলেও কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপর বের হোন।
২. ওপর থেকে ঝুলন্ত জিনিসপত্র কিছুক্ষণ পরও পড়তে পারে। বিশেষত নির্মাণাধীন ভবনের সামনে কোনোভাবেই আশ্রয় নেবেন না।
৩. বিদ্যুৎ, গ্যাস, ও পানি চেক করুন, কোনো লিক বা ক্ষতি হয়েছে কিনা দেখুন। গ্যাসের সামান্যতম গন্ধ পেলে জানালা খুলে বের হয়ে যান এবং দ্রুত মেরামতের ব্যবস্থা করুন। ফ্যান সঙ্গে সঙ্গে ছাড়ার প্রয়োজন নেই।
৪. কোথাও বৈদ্যুতিক স্পার্ক চোখে পড়লে মেইন সুইচ বা ফিউজ বন্ধ করে দিন। ক্ষতিগ্রস্ত বিল্ডিং থেকে সাবধান থাকুন।
৫. রেডিও বা মোবাইলে তথ্য শুনুন, সরকারি নির্দেশনা ও সতর্কতা অনুসরণ করুন।
৬. আপনি বা পরিবারের কেউ আহত হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুণ এবং সম্ভব হলে অন্যান্য আহতদের সহায়তা করুন।
৭. ফোন ও জ্বালানি সংরক্ষণ করুন, জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ফোন ও বিদ্যুৎ সংরক্ষণ করুন।

ভূমিকম্পের প্রস্তুতি
ভূমিকম্প কখন হবে এটা কেউ জানে না তবে সব সময় দূর্যোগের প্রস্তুতি নিয়ে রাখা ভালো। একটি জরুরি কিট তৈরি রাখুন, পানি, শুকনো খাবার, প্রাথমিক চিকিৎসার সামগ্রী, টর্চলাইট, মোবাইল চার্জার ইত্যাদি। বাড়ির ভারী আসবাবপত্র ভালোভাবে আটকে রাখুন। পরিবারের সদস্যদের ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে প্রশিক্ষণ দিন। এই নির্দেশনাগুলো অনুসরণ করলে ভূমিকম্পের সময় নিরাপদ থাকা সম্ভব হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শ্বশুরবাড়িতে মদপানে জামাইয়ের মৃত্যু ‘প্রযুক্তি সরঞ্জাম সংকট, আইন প্রয়োগে ধীরগতি’ মোমেনকে নিয়ে হজম করতে চেয়েছিলেন ডিসি রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে নতুন উদ্যোগ ঋণপ্রবাহের গতি সর্বনিম্ন নিরাপদ ক্যাম্পাসের প্রতিশ্রুতি প্রার্থীদের লাগামহীন খেলাপি ঋণ, কমছে সম্পদের পরিমাণ রাজধানীতে নামে-বেনামে অর্ধশতাধিক ‘সিসা বার’ আজকের মুদ্রার রেট: ২৩ আগস্ট ২০২৫ আজকের স্বর্ণের দাম: ২৩ আগস্ট ২০২৫ বর্ষায় ভ্রমণে মাথায় রাখুন এসব বিষয় থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড নির্বাচন নিয়ে জনমনে নানা প্রশ্ন-সংশয় এখনো অধরা সুউচ্চ ভবন ঠাঁই জীর্ণ কুটিরেই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারও দুর্ঘটনা, নিহত আরও ৩ নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে নানা চেষ্টা চলছে : তারেক রহমান ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮ শতাংশ মার্কিনি : রয়টার্স ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা