
নিউজ ডেক্স
আরও খবর

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

দেশজুড়ে দখল–চাঁদাবাজি নতুন বন্দোবস্তের জন্য অশনি সংকেত: টিআইবি

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

প্রত্যাবাসন অনিশ্চিত, নতুন এসেছে সোয়া লাখ রোহিঙ্গা

মায়ের দেওয়া কিডনিতে বাঁচা যুবক প্রতিবেশীর হামলায় নিহত

সোমবার ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন
এ মাসে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

চলতি মাসে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চার বিভাগে বৃষ্টিপাত বাড়ার পাশাপাশি কয়েক দিন ধরে মৃদু তাপপ্রবাহ ও বজ্রবৃষ্টি হতে পারে।
গতকাল রোববার রাতে গণমাধ্যমে পাঠানো আগস্ট মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে একটি থেকে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপে রূপ নিতে পারে। এর প্রভাবে দেশের প্রধান নদনদীর পানি বাড়বে। সেই সঙ্গে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতির ঝুঁকি তৈরি হতে পারে।
অধিদপ্তর জানায়, আগস্টে দেশের কোথাও কোথাও পাঁচ থেকে ছয় দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে। পাশাপাশি মৌসুমি লঘুচাপের ফলে কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে উত্তরাঞ্চলে কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমা অতিক্রম করেছে। রোববার দুপুর ১২টার দিকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে ছিল।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, পানি বেড়েছে ঠিকই, তবে এখনও বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, উজান থেকে প্রচুর পানি আসছে, পাশাপাশি স্থানীয়ভাবে ভারী বৃষ্টিপাত চলছে। আমরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
আগামী তিন দিন রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, এসব এলাকায় ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বা এর বেশি বৃষ্টিপাত হতে পারে।
মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠায় বৃষ্টিপাত আরও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর। তাঁর ভাষ্য, আগামী তিন-চার দিন উত্তরাঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।