স্বর্ণজয়ের পর ইমরানুরকে শুভেচ্ছা জানান হামজা

ক্তরাজ্য প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও স্প্রিন্টার ইমরানুর রহমান দুজনই লন্ডনের শেফিল্ডের বাসিন্দা এখন। তারও আগে থেকেই দুজনের মধ্যকার সম্পর্কটা সখ্য ও হৃদ্যতার।
ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের মাঝপথে লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে যোগ দেন বাংলাদেশের হয়ে গত ২৫ মার্চ অভিষেক হওয়া মিডফিল্ডার হামজা চৌধুরী। অন্যদিকে শেফিল্ডে জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশের তারকা স্প্রিন্টার ইমরানুর রহমানের।
হামজার সঙ্গে ইমরানুরের যোগাযোগ তারও অনেক আগে থেকে। হামজাকে লাল-সবুজ জার্সিতে খেলতে দেখে উচ্ছ্বসিত ইমরানুর। তিনি বলেন, ‘হামজার সঙ্গে ২-৩ বছর আগে থেকে যোগাযোগ রয়েছে আমার। আমরা একে অপরকে শুভকামনা জানাই সব সময়। দেখে ভালো লাগছে যে, হামজা এখন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে।’
এশিয়ান ইনডোর গেমসে স্বর্ণজয়ের পর ইমরানুরকে শুভেচ্ছা জানান হামজা। এরপর থেকে নিয়মিত যোগাযোগ এ দুই তারকার। ইমরানুর বলেন, ‘আমি এশিয়ান ইনডোর গেমসে স্বর্ণ জেতার পর হামজা আমাকে শুভেচ্ছা জানায়। সে এখন আমার শহরের ক্লাবে খেলছে (শেফিল্ড ইউনাইটেড)।’
বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।