স্পাইডার-ম্যানে অভিনয় করবেন সেটা জানতেন না জেন্ডায়া

স্পাইডার-ম্যানে অভিনয় করবেন সেটা জানতেন না জেন্ডায়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ | ১১:০৭ 21 ভিউ
হলিউডের সুপারহিরো ইউনিভার্সের অন্যতম এক নাম ‘স্পাইডার-ম্যান’। আর এই স্পাইডার-ম্যান’র সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছেন জেন্ডায়ার নাম। বলা হয়ে থাকে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে জেন্ডায়ার প্রবেশ ছিল সুপারহিরো ইতিহাসের অন্যতম দুর্দান্ত কাস্টিং মুভ। তবে সেটা কেবল ব্যঙ্গাত্মকভাবে সুপারপাওয়ার দেখানোর জন্য নয়। ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ যখন শুরু হয়, তখন জেন্ডায়া ইতোমধ্যেই তার ডিজনি চ্যানেলের খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন। পরবর্তীতে তিনি দ্রুত হলিউডে স্টাইল আইকন, এমি বিজয়ী এবং রেড কার্পেট কিংবদন্তি হয়ে উঠেছেন। স্পাইডির রিবুটে তার উপস্থিতি ছিল রীতিমতো অবিশ্বাস্য। মাত্র কয়েকটি দৃশ্যের মাধ্যমে তিনি দর্শকদের মনোযোগ ও হৃদয় কেড়ে নিতে সক্ষম হন, যার কোনও সুপারপাওয়ারের প্রয়োজন ছিল না। আর টম হল্যান্ডের (স্পাইডার-ম্যান) সঙ্গে তার রসায়নও ভুলে গেলে চলবে না। সেটি ছিল কার্যত অসাধারণ। বলা হয়ে থাকে, স্পাইডার-ম্যানে জেন্ডায়ার প্রবেশ কেবল একটি চরিত্রের মধ্যেই থেমে থাকেনি। তিনি সিনেমাটিকে একটি নতুন ভাব দিয়েছিলেন এবং দর্শকের আরও কাছাকাছি নিয়ে এসেছিলেন। কিন্তু জানেন কী, সিনেমা শুরুর আগে, জেন্ডায়া জানতেন না যে তিনি ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’র জন্য অডিশন দিয়েছিলেন! এমনিতেই মার্ভেল সিনেমায় এমজে চরিত্রে অভিনয় করার চেয়ে আর কী দারুন হতে পারে কোনো অভিনেত্রীর জন্য? আপনি অডিশন দিচ্ছেন, আর তা না জেনেই দুর্ঘটনাক্রমে এই চরিত্রে অভিনয় করেছেন। হ্যাঁ, জেন্ডায়ার ক্ষেত্রে সেটাই ঘটেছিল। যখন তিনি প্রথম ‘স্পাইডার-ম্যান : হোমকামিং’র স্ক্রিপ্ট পেয়েছিলেন, তখন কেউ তাকে বলেনি যে এটি আসলে কী। ‘সে সময় আসলে আমার জিজ্ঞেস করাটা শোভনীয় ছিল না, যেটার (স্পাইডার-ম্যান) স্ক্রিপ্ট পেয়েছি বা পৃষ্ঠাগুলো পড়ছিলাম সেটা কী?’ সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন জেন্ডায়া। অভিনেত্রী জানান, সেই সময় তিনি ভেবেছিলেন ‘সুপারহিরো সিনেমার কুল গার্ল’-এর মতো অস্পষ্ট কিছুর জন্য অডিশন দিচ্ছেন। কিন্তু শেষতক দেখা গেল, মেয়েটি ছিল এমজে। আর স্ক্রিন টেস্টের ঠিক আগে তিনি সেটা জানতে পেরেছিলেন। জেন্ডায়া বলেন, ‘আমি কোনো কিছু না জেনেই অডিশনে গিয়েছিলাম। আসলে আমাকে জানানো হয়নি। এটাই কিন্তু মার্ভেলের গোপনীয়তা। হয়তো জানলে আগে থেকেই চরিত্রটির জন্য প্রস্তুতি নিতাম। কিন্তু মার্ভেল দেখতে চেয়েছে কোনোরকম প্রস্তুতি ছাড়াই আমি কেমন অভিনয় করতে পারি। তাই এমজে চরিত্রের স্ক্রিপ্টটি আমাকে পড়তে দেওয়া হয়েছিল তখন।’ আর এই চরিত্রটিই তাকে হলিউডে আইকনিক করে তুলেছেন শেষ পর্যন্ত।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: বিশ্লেষক বৈঠক চেয়ে ইরানকে জাতিসংঘ পরমাণু সংস্থার চিঠি যুদ্ধ বন্ধের বিষয়টি নিশ্চিত করে যা বলল ইরানের সুপ্রিম কাউন্সিল সংকটে পড়বে বেসরকারি খাত দেশে চালু হলো ‘গুগল পে’ আকাশসীমা খুলে দেওয়ায় মধ্যপ্রাচ্যে বিমান চলাচল স্বাভাবিক সহপাঠীকে ধর্ষণের পর ভিডিও : শাবিপ্রবির সেই ২ ছাত্রকে আজীবন বহিষ্কার বাদীকে বিয়ের পর গায়ক নোবেলের জামিন, মুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় সরকারি অফিস টাইম ফাঁকি দিয়ে ঘন্টার পর ঘন্টা নিজ ক্লিনিকে রোগী দেখেন আরএমও হোসেন ইমাম জল সনদে চাকুরি, কলেজ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ সিরিয়ার গির্জায় আত্মঘাতী বোমা হামলা, নিহত ২০ জনগণের বন্ধু হতে পারলেই পুলিশের কলঙ্ক মুছে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা নগর ভবন খুলল ৪০ দিন পর, প্রশাসকের কক্ষে ‘তালা’ ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় অন্ধকারাচ্ছন্ন ইসরাইল জীবনের সবচেয়ে ‘ভয়াবহ’ পরিস্থিতিতে খামেনি এই দেশগুলির বেশিরভাগ মুসলিম মেয়েই কুমারী তীব্র লড়াইয়ের লক্ষ্যবস্তুতে ‘তেহরান’ ইরান-ইসরাইল সংঘাত: যুদ্ধের বাটনে এআই চট্টগ্রামে করোনায় আরও ২ জনের মৃত্যু ইরানের পাল্টা হামলা: ভয়ে দিগ্বিদিক ছুটছে ইসরাইলিরা