সুমি হামলায় নিহত ৩৫, যা বলল ইউক্রেন-রাশিয়া

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৫ এপ্রিল, ২০২৫
৭:৪৭ পূর্বাহ্ণ
10 ভিউ

সুমি হামলায় নিহত ৩৫, যা বলল ইউক্রেন-রাশিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫ | ৭:৪৭ 10 ভিউ
ইউক্রেনের সুমি শহরে রোববার ভয়াবহ এক ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন ১১৭ জন। রাশিয়া এ হামলার দায় স্বীকার করলেও দাবি করছে, এটি ছিল ইউক্রেনীয় সামরিক কর্মকর্তাদের একটি বৈঠকের ওপর ‘ন্যায়সঙ্গত সামরিক হামলা’। তবে ইউক্রেন এই হামলাকে ‘সাধারণ মানুষের ওপর চালানো পরিকল্পিত বর্বরতা’ বলে আখ্যা দিয়েছে।খবর রয়টার্সের। এদিক রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানায়, তারা দুটি ইস্কান্দার-এম ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায়। সেখানে ইউক্রেনের সামরিক অপারেশনাল গ্রুপের বৈঠক হচ্ছিল বলে দাবি করা হয়েছে বিবৃতিতে। তবে ইউক্রেনের কর্মকর্তারা বলেন, হামলাটি হয়েছে পাম সানডে-র (Palm Sunday) দিন। এ সময় অনেকেই প্রার্থনার জন্য গির্জায় যাচ্ছিলেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে ‘কেবল কাপুরুষরাই এমন কাজ করতে পারে’ বলে মন্তব্য করেন। আন্তর্জাতিক প্রতিক্রিয়া এদিকে রাশিয়ার রোববারের এই হামলার নিন্দা জানিয়েছে ব্রিটেন, জার্মানি ও ইতালি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলাটিকে ‘ভয়ঙ্কর’ অভিহিত করলেও বলেছেন, ‘আমি শুনেছি ওরা ভুল করেছে’। যদিও তিনি এ বিষয়ে বিস্তারিত আর কিছুই বলেননি। ইউক্রেনের অভিযোগ প্রেসিডেন্ট জেলেনস্কির প্রধান সহকারী আন্দ্রিই ইয়ারমাক বলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে টার্গেট করছে। পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিহা জানান, এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক মহলের কাছে তথ্য তুলে ধরা হচ্ছে। রাশিয়ার প্রতিক্রিয়া এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রুশ বাহিনী কেবল ‘সামরিক বা সামরিক-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালায়। রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ দাবি করেন, ইউক্রেনীয় সেনারা সুমিতে পশ্চিমা মিত্রদের সঙ্গে বৈঠক করছিল। তবে তিনি কোনো পশ্চিমা প্রতিনিধির নাম বা প্রমাণ দেননি। এটি ইউক্রেনে চলমান যুদ্ধের মাত্র একটি দিন। কিন্তু এই এক দিনেই স্পষ্ট হয়ে উঠেছে—রাশিয়া শান্তি চায়, নাকি একটি দীর্ঘায়িত সংঘর্ষের কৌশল নিয়ে এগোচ্ছে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে আরও বেশি প্রশ্ন উঠে যাচ্ছে। জাতিসংঘ ও মানবাধিকার পরিসংখ্যান: জাতিসংঘের মতে, যুদ্ধের প্রথম তিন বছরে ইউক্রেনে কমপক্ষে ১২,৬৫৪ জন বেসামরিক নাগরিক নিহত ও ২৯,৩৯২ জন আহত হয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাই সিনেমায় দর্শক গ্রহণযোগ্য চাহিদাসম্পন্ন নায়িকার সংকট রয়েছে ক্যাটরিনার মন ভেঙে দেন বলিউডের এ জনপ্রিয় অভিনেতা স্পাইডারম্যান-এ অভিনয় করতে চেয়েছিলেন মাইকেল জ্যাকসন ক্ষুধায় কাতর গাজাবাসী, দেওয়ার মতো রক্তও নেই শরীরে কাশ্মীরে হামলার ঘটনায় যা বললেন ট্রাম্প রাশিয়ার দখলে নেওয়া প্রায় সব এলাকাকে অনানুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার শান্তি প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র ১১ রাজনৈতিক ভিন্নমতাবলম্বীকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করল আরব আমিরাত রাজনীতিতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি কুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন জরুরি সংবাদ সম্মেলনে এনসিপি তদবির বাণিজ্যের অভিযোগ, সালাউদ্দিন তানভীরের অপকর্ম ফাঁস জবাবদিহিতা না থাকলে ইসিতে ফেরেশতা বসিয়ে ভালো নির্বাচন হবে না ফরিদপুর থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত যাবে ৬ লেনের মহাসড়ক পাবনায় ৬ মাস আটকে রেখে বানানো হয় প্রতিবন্ধী ,নখ উপড়ে, ছ্যাঁকা দিয়ে পঙ্গু করে ভিক্ষাবৃত্তি ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি জুটের গোডাউন ও গেঞ্জির কাপড়ের ছাপাখানা পুড়ে ছাই গাজীপুরে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে ধর্মীয় মূল্যবোধের বিরোধিতার নাম সংস্কার নয়: মিজানুর রহমান আজহারী বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগাতে বিদেশী বিনিয়োগ চান প্রধান উপদেষ্টা মে মাসের মাঝামাঝি সময়ে আরব সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পহলেগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ২৬ পর্যটক শেষ হইয়াও হইল না শেষ