সুমি হামলায় নিহত ৩৫, যা বলল ইউক্রেন-রাশিয়া

সুমি হামলায় নিহত ৩৫, যা বলল ইউক্রেন-রাশিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫ | ৭:৪৭ 81 ভিউ
ইউক্রেনের সুমি শহরে রোববার ভয়াবহ এক ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন ১১৭ জন। রাশিয়া এ হামলার দায় স্বীকার করলেও দাবি করছে, এটি ছিল ইউক্রেনীয় সামরিক কর্মকর্তাদের একটি বৈঠকের ওপর ‘ন্যায়সঙ্গত সামরিক হামলা’। তবে ইউক্রেন এই হামলাকে ‘সাধারণ মানুষের ওপর চালানো পরিকল্পিত বর্বরতা’ বলে আখ্যা দিয়েছে।খবর রয়টার্সের। এদিক রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানায়, তারা দুটি ইস্কান্দার-এম ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায়। সেখানে ইউক্রেনের সামরিক অপারেশনাল গ্রুপের বৈঠক হচ্ছিল বলে দাবি করা হয়েছে বিবৃতিতে। তবে ইউক্রেনের কর্মকর্তারা বলেন, হামলাটি হয়েছে পাম সানডে-র (Palm Sunday) দিন। এ সময় অনেকেই প্রার্থনার জন্য গির্জায় যাচ্ছিলেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে ‘কেবল কাপুরুষরাই এমন কাজ করতে পারে’ বলে মন্তব্য করেন। আন্তর্জাতিক প্রতিক্রিয়া এদিকে রাশিয়ার রোববারের এই হামলার নিন্দা জানিয়েছে ব্রিটেন, জার্মানি ও ইতালি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলাটিকে ‘ভয়ঙ্কর’ অভিহিত করলেও বলেছেন, ‘আমি শুনেছি ওরা ভুল করেছে’। যদিও তিনি এ বিষয়ে বিস্তারিত আর কিছুই বলেননি। ইউক্রেনের অভিযোগ প্রেসিডেন্ট জেলেনস্কির প্রধান সহকারী আন্দ্রিই ইয়ারমাক বলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে টার্গেট করছে। পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিহা জানান, এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক মহলের কাছে তথ্য তুলে ধরা হচ্ছে। রাশিয়ার প্রতিক্রিয়া এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রুশ বাহিনী কেবল ‘সামরিক বা সামরিক-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালায়। রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ দাবি করেন, ইউক্রেনীয় সেনারা সুমিতে পশ্চিমা মিত্রদের সঙ্গে বৈঠক করছিল। তবে তিনি কোনো পশ্চিমা প্রতিনিধির নাম বা প্রমাণ দেননি। এটি ইউক্রেনে চলমান যুদ্ধের মাত্র একটি দিন। কিন্তু এই এক দিনেই স্পষ্ট হয়ে উঠেছে—রাশিয়া শান্তি চায়, নাকি একটি দীর্ঘায়িত সংঘর্ষের কৌশল নিয়ে এগোচ্ছে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে আরও বেশি প্রশ্ন উঠে যাচ্ছে। জাতিসংঘ ও মানবাধিকার পরিসংখ্যান: জাতিসংঘের মতে, যুদ্ধের প্রথম তিন বছরে ইউক্রেনে কমপক্ষে ১২,৬৫৪ জন বেসামরিক নাগরিক নিহত ও ২৯,৩৯২ জন আহত হয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ত্রিভুজ প্রেমের সম্পর্কের জের, ঢাকায় ২৬ খণ্ড মরদেহ শততম টেস্টে ‘স্পেশাল’ সম্মাননা পাচ্ছেন মুশফিক ঢাকার বায়ুদূষণ ফের বাড়ছে: বিশ্বের দূষিত শহর রাজধানী হিরো আলমকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ গাংনীতে প্রধান শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর ভাইরাল ভিডিও ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মির থানায় বিস্ফোরণে নিহত ৭ গাজায় প্রলয়ঙ্করী ঝড়ের আশঙ্কা : ৯ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি! বরিশাল নথুল্লাবাদে অর্ধশতাধিক বাস ভাঙচুর, আহত ৬০ এখনো হাসপাতালে চিকিৎসাধীন হাসান মাসুদ অ্যাপ থেকে ৫ কৌশলে আয় ধসে গেল ভারতও, ৩০ রানের লিড হিরো আলম গ্রেপ্তার রাজস্থানে গেলেন জাদেজা, চেন্নাইয়ে সানজু রোববার আরও ১২ দলের সংলাপ করবে ইসি সালমানের এশিয়ান ট্যুর থেকে কি বাদ পড়লেন সোনাক্ষী লিগ না হলে আর্থিক সুবিধার প্রস্তাব ধানমন্ডিতে মারধরের শিকার সেই সালমা জুলাই মামলায় কারাগারে সাত জেলায় ককটেল, আগুন স্কুল বাসের চালক দগ্ধ রাজধানীর দুটি সাংস্কৃতিক আয়োজন স্থগিত জব্দ বিস্ফোরক থানায় পরীক্ষার সময় বিস্ফোরণ, নিহত ৯