সিনেমায় শাবনূরের ফেরা নিয়ে সংকট কাটেনি

সিনেমায় শাবনূরের ফেরা নিয়ে সংকট কাটেনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৫ | ১০:২৫ 40 ভিউ
ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় ও দাপুটে নায়িকা শাবনূর। ক্যারিয়ারে রেকর্ড পরিমান ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। কিন্তু এখন অভিনয়ে অনিয়মিত এ অভিনেত্রী। এক যুগের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। সর্বশেষ তাকে ২০১৮ সালে ‘পাগল মানুষ’ নামে একটি সিনেমায় দেখা গেছে। এরপর আর অভিনয় করেননি। এ নায়িকাকে পর্দায় দেখতে এখনও দর্শকদের আগ্রহের কোনো কমতি নেই। তাইতো অর্ধযুগ পর গত বছরে ‘রঙ্গনা’ নামে একটি সিনেমায় যুক্ত হয়েছিলেন শাবনূর। এটি পরিচালনা করছেন নাট্যনির্মাতা আরাফাত হোসাইন। কিছুদিন এর শুটিংও হয়েছে। এরপর বন্ধ হয়ে যায় সিনেমার কাজ। এক বছরের বেশি সময় পার হলেও সিনেমাটির কোনো আপডেট পাওয়া যায়নি। মাঝে চাউর হয়েছিল, সিনেমাটি আর করছেন না শাবনূর। কিন্তু এমন খবরে বেশ বিব্রত হয়ে শাবনূর তার দর্শকদের উদ্দেশ্যে জানান, সিনেমার বিষয়ে তার দেয়া কোনো বক্তব্য না শুনে, কেউ যেন বিশ্বাস না করেন। এমনকি তাকে নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধও জানান নায়িকা। শাবনূরের কথাতেই স্পষ্ট, সিনেমাটি এখনও তিনি ছেড়ে দেননি। তাহলে কেন আটকে আছে কাজ? সিনেমাটির প্রযোজনা সংস্থা থেকে গণমাধ্যমে জানানো হয়, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তারা শুটিং প্রস্তুতি নিচ্ছেন না। তবে কবে নাগাদ শুটিং শুরু করবেন এ বিষয়েও তাদের কোনো পরিকল্পনা নেই। তারা আরও অপেক্ষা করতে চান। সেটি কতদিন বা মাস, এ বিষয়ে এখনোও নিশ্চিত নন সিনেমা সংশ্লিষ্টরা। জানা গেছে, চলতি বছরেও এ সিনেমার কাজ শুরু করার কোনো পরিকল্পনা নেই। এদিকে নির্মাতা গণমাধ্যমে বলেন, ‘গল্পে খানিকটা পরিবর্তন আনতে হয়েছে। সেজন্য শাবনূর আপুকে ওজন কমাতে হবে। তিনি এখন তাই করছেন। এখনো আমরা কোনো শুটিং শিডিউল ঠিক করিনি।’ এই সিনেমা দিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফেরার প্রস্তুতি নিলেও শাবনূরকে নিয়ে কিন্তু সমালেচনাও হয়েছে অনেক। শুভাকাক্সিক্ষরা বলছেন, শাবনূরের ফেরাটা জরুরী ছিল। তবে তাকে এমন কিছু দিয়েই ফেরা উচিত, যাতে তার পূর্বের তারকা ইমেজ বজায় থাকে। কিন্তু তিনি ফিরছেন এমন একজন কাচা হাতের কারিগরের (পরিচালকের) হাত ধরে, যার ক্যারিয়ারে উলে­খযোগ্য কোনো কাজ নেই। এমন সিদ্ধান্ত শাবনূরের ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়াও ‘রঙ্গনা’ সিনেমার একটি পোস্টার প্রকাশ করা হলে, সেটি নিয়েও বেশ সমালোচনা হয়। এদিকে এ সিনেমা ছাড়াও শাবনূর একই নির্মাতার ‘এখনো ভালোবাসি’ নামে আরও একটি সিনেমায় যুক্ত হয়েছিলেন। সেটিরও কোনো আপডেট নেই। প্রথম সিনেমাই যেখানে শেষ করতে পারছেন না নির্মাতা, সেখানে দ্বিতীয় সিনেমার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল, এমন প্রশ্নের উত্তর খোঁজাটাই বৃথা। এ প্রসঙ্গে শাবনূর বলেন, ‘সময় হলেই দেশে ফিরব এবং সিনেমার শুটিংয়ে অংশ নেব। এখানে (অস্ট্রেলিয়া) আমার ব্যক্তিগত কিছু কাজ নিয়ে ব্যস্ত আছি, তাছাড়া ছেলের স্কুলও খুলেছে। পাশাপাশি সিনেমার জন্য নিজের ফিটনেস ঠিক করারও একটি ব্যাপার রয়েছে। এখন তাই নিয়মিত জিম করে ওজন কমাচ্ছি।’ সর্বশেষ দেশে থাকার সময় নির্মাতা চয়নিকা চৌধুরীর পরিচালনায় মাহফুজের বিপরীতে ‘মাতাল হাওয়া’ নামে একটি সিনেমাতেও শাবনূরের অভিনয়ের কথা শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত সিনেমাটির কোনো আপডেট পাওয়া যায়নি। এদিকে শাবনূরের ফেরার অপেক্ষায় এখনও অধীর আগ্রহে তার ভক্ত-দর্শক। আদৌ কি শাবনূর ফিরবেন? ফিরলেও সে অপেক্ষার ব্যাপ্তিকাল কত? কিন্তু শাবনূরের দেশে ফিরে আবারও সিনেমায় যুক্ত হবার ব্যাপারে এখনো ধোয়াশা কাটছে না বলে জানাচ্ছেন সিনেমা সংশ্লিষ্টরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের এক হামলায় ইসরাইলের ৩০ বৈমানিক নিহত গোপালগঞ্জে কারফিউ জারি গোপালগঞ্জ রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি পলাতক ৮ আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে পদত্যাগ করলেন জাতিসংঘের ফিলিস্তিন তদন্ত কমিশনের তিন সদস্য গাজায় ত্রাণ বিতরণকেন্দ্রে পদদলিত হয়ে নিহত ২১ ফিলিপাইনে রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে এআই ও ভুয়া তথ্য জরায়ু ক্যান্সার কী, কেন হয় ও চিকিৎসা রোগব্যাধি থেকে আশ্রয় চেয়ে কী দোয়া পড়বেন শান্তির হ্যাটট্রিকে দুই ভেন্যুর ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত জয় ফিফার নিষেধাজ্ঞার তালিকায় আরও এক ক্লাব নতুন মিশনে সন্দীপ্তা যে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন ফাতিমা সৌদিতে পতিতাবৃত্তির দায়ে ১২ প্রবাসী গ্রেপ্তার সৌদিতে নারী চালকদের রাইড শেয়ারের সুযোগ দিতে যাচ্ছে উবার বৃষ্টি যেন সবজিচাষিদের কান্না হয়ে ঝরছে চুরি করতে গিয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ দুম্বার সংকর প্রজাতি উদ্ভাবন করলেন মেহেরপুরের খামারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যেন মরণফাঁদ ব্যবসা সম্প্রসারণে কমলো নীতি সুদহার