শিগগিরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ, সৌদি যাচ্ছেন জেলেনস্কি

শিগগিরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ, সৌদি যাচ্ছেন জেলেনস্কি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মার্চ, ২০২৫ | ৪:৪৪ 5 ভিউ
শিগগিরই শেষ হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এ বিষয়ে আগামী সপ্তাহে সৌদি আরবের রাজধানী রিয়াদে আলোচনায় বসতে যাচ্ছেন ওয়াশিংটন-কিয়েভের কর্মকর্তারা। বৃহস্পতিবার দুটি পৃথক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। ধারণা করা হচ্ছে, এই বৈঠকের মধ্য দিয়ে ২০২২ সাল (২৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া বহুল আলোচিত ইউক্রেন যুদ্ধের অবসান ঘটবে। স্বস্তি ফিরবে ইউরোপে। শান্তির পায়রা উড়বে রুশ-ইউক্রেনের আকাশে। ফ্রান্স ২৪, আরব নিউজ, বিবিসি, সিএনএন, রয়টার্স। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বৃহস্পতিবার নিশ্চিত করেছেন তিনি আগামী সপ্তাহে সৌদি আরবে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করে শান্তিচুক্তির কাঠামো তৈরি করবেন। বৃহস্পতিবার হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের উদ্দেশে উইটকফ বলেন, ‘আমি মনে করি, একটি শান্তিচুক্তি এবং প্রাথমিক যুদ্ধবিরতির জন্য একটি কাঠামো তৈরি করা আলোচনার প্রাথমিক বিষয় হবে।’ একই দিনে এক ভাষণে জেলেনস্কি বলেন, ‘আমি সোমবার সৌদি আরব সফরে যাচ্ছি যুবরাজের সঙ্গে দেখা করার জন্য। আমার সঙ্গে যাওয়া প্রতিনিধিদল সৌদি আরবেই থাকবে আমাদের আমেরিকান অংশীদারদের সঙ্গে কাজ করার জন্য। ইউক্রেন শান্তিতে সবচেয়ে বেশি আগ্রহী।’ এর আগে ২৮ ফেব্রুয়ারি ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে অনুষ্ঠিত বৈঠকের বাগবিতণ্ডার পর দুদেশের মধ্যকার পরিস্থিতি ঘোলাটে হতে থাকে। পরবর্তী ট্রাম্পের কাছে ক্ষমা চেয়ে চিঠিও পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। নিজের বিবৃতিতে সে বিষয়টি তুলে এনে উইটকফ বলেন, ‘জেলেনস্কির চিঠিটি খুব ইতিবাচক পদক্ষেপ ছিল। সেখানে মার্কিন প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাওয়া হয়েছিল। চিঠিতে আরও উল্লেখ করা ছিল, যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য অনেক কিছু করেছে এবং সেখানে কৃতজ্ঞতারও আভাস পাওয়া গিয়েছে।’ সৌদিতে ইউক্রেন ইস্যুতে সরাসরি আলোচনায় না গেলেও বাণিজ্য চুক্তিতে দেশটিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্দিষ্ট কোনো তারিখ না উল্লেখ করলেও সাংবাদিকদের ট্রাম্প জানান, আগামী মাসেই সৌদিতে ভ্রমণ করবেন তিনি। ট্রাম্প উল্লেখ করেন, প্রথম মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও তার প্রথম বিদেশ সফর ছিল রিয়াদে। যেখানে তিনি সৌদি আরবের সঙ্গে ৩৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি ঘোষণা করেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমার অনুরোধে সৌদি আরব আগামী ৪ বছরে মার্কিন প্রতিষ্ঠানগুলোতে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করতে সম্মত হয়েছে, যার মধ্যে মার্কিন সামরিক সরঞ্জাম ক্রয়ের বিষয়ও অন্তর্ভুক্ত। এর আগে ২০১৭ সালে প্রথম মেয়াদে ক্ষমতায় এসে প্রথম বৈদেশিক সফরে সৌদি গিয়েছিলেন ট্রাম্প। ২ লাখ ৪০ হাজার ইউক্রেনীয়কে ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প : ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরুর পর বহু ইউক্রেনীয় পৃথিবীর বিভিন্ন দেশে আশ্রয় নেন। যার মধ্যে ২ লাখ ৪০ হাজার জন টেম্পরারি লিগ্যাল স্ট্যাটাসের মাধ্যমে আশ্রয় নেন যুক্তরাষ্ট্রে। সেসব ইউক্রেনীয়কে নিজ দেশে ফেরত পাঠাতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনীয় শরণার্থীদের টেম্পরারি লিগ্যাল স্ট্যাটাস বাতিল করা হলে তাদের দ্রুত সময়ের মধ্যে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। যা এপ্রিলে শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মূলত, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরুর সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বাইডেন। তিনি ইউক্রেনীয়দের আশ্রয় দিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। তবে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প ক্ষমতায় আসার পর ইউক্রেনীয় শরণার্থীদের আশ্রয় দেওয়ার বিষয়টি ক্রমশ জটিল হয়ে ওঠে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এবারও রহস্যভেদ করতে হাজির হচ্ছে ছোটকাকু আসছে মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’ ফ্যান্টাসি সিনেমার জোয়ারে ভাসছে হলিউড গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে ৯ জন নিহত ট্রাম্পের উপর ক্ষুব্ধ কানাডার জনগণ ছাত্রদলের রাজনীতি নিয়মিত ছাত্ররাই করবে অল্প দিনেই বেশ আলোচনা-সমালোচনার পাত্র ওসি ফরিদ আহমেদ মীরসরাইয়ে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে গণপিটুনি আলোচনায় বসেছেন বিএনপির কাদের ও জামায়াতের নুরুল ভাঙ্গুড়ায় ট্রাকচাপায় পিষ্ট হয়ে পিতা পুত্রের মৃত্যু চাঁদা না পেয়ে ৬ শ্রমিককে পিটিয়ে আহত করেছে যুবদল নেতা কাজী রাইসুল ইসলাম সেলিমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের সহায়তা কামনা করেছেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আরাকান আর্মির সঙ্গে আলোচনা জরুরি স্বপ্ন পূরণের দায়িত্ব কাঁধে তুলে নিতে প্রস্তুত মেহেদী হাসান মিরাজ পান্নুকে অবিলম্বে খুঁজে বের করে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর দাবি বিএনপি’র হামজা চৌধুরীর প্রভাব টের পাচ্ছে বাফুফে বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে অবিশ্বাস্য জালিয়াতির তথ্য উদ্ঘাটিত ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে ২৩ জন নিহত আবরার ফাহাদ হত্যা মামলায় আজ রায় ঘোষণা