ম্যাটসসহ নিম্নমানের সব মেডিকেল কলেজ বন্ধ করাসহ পাঁচ দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ পালন

ম্যাটসসহ নিম্নমানের সব মেডিকেল কলেজ বন্ধ করাসহ পাঁচ দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ পালন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৩৮ 46 ভিউ
ম্যাটসসহ নিম্নমানের সব মেডিকেল কলেজ বন্ধ করাসহ পাঁচ দফা দাবিতে সোমবার ময়মনসিংহ, রাজশাহী, সিলেট ও চট্টগ্রামে দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল ও ‘কমপ্লিট শাটডাউন’ পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। এতে ভোগান্তিতে পড়েন মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীরা। ময়মনসিংহে ম্যাটসসহ নিম্নমানের সব মেডিকেল কলেজ বন্ধ করাসহ পাঁচ দফা দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। পরে তারা হাসপাতাল পরিচালক বরাবর শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেন। এতে সুমনা সিফাত, নাওরিন সুলতানা, আল রাজি ও হারুন অর রশিদ প্রমুখ। রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন মেডিকেল কলেজ হাসপাতালের রোগীরা। ইন্টার্ন চিকিৎসকরা বলছেন, দাবি আদায় না হলে তারা ওয়ার্ডে ফিরবেন না। সিলেটে দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। এর আগে রোববার থেকে কর্মবিরতি পালন করেছেন তারা। ফলে রোগীদের সেবায় ব্যাঘাত ঘটছে। পরে সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। তাদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে সোমবারও ক্লাস বর্জন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) শিক্ষার্থীরা। চমেক অধ্যক্ষ ডা. মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে মেডিকেল শিক্ষার্থীরাও যোগ দিয়েছে। গত দুই দিন ধরে ক্লাসে আসছে না তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজনীতিতে আসছেন ইমরানের খানের দুই ছেলে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ মিটফোর্ড হাসপাতালে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা শিক্ষক-কর্মচারীদের বদলি ও পদায়নের নতুন নির্দেশনা হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ মুজিবের ম্যুরাল ভেঙে নির্মিত হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’ ৮ কোটি ২৮ লাখ টাকা ফেরত পাচ্ছেন হাজিরা ভিভ রিচার্ডসকে ছাড়িয়ে ভারতীয় তারকার বিশ্ব রেকর্ড প্রেমিকের সঙ্গে পালাল স্ত্রী, দুধ দিয়ে গোসল স্বামীর প্রেমের টানে সীমান্ত পার, ত্রিপুরায় প্রেমিকসহ গ্রেফতার বাংলাদেশি নারী তুরস্কে বহুতল ভবনে আগুন, ৩ জনের প্রাণহানি যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি আন্দোলনে ধরপাকড়, ৭০ জন আটক এডাস্টে ‘ইংলিশ ফর ওয়ার্ক’ শীর্ষক সেমিনার শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল প্রাকৃতিক আজাব কখন, কেন হয় ইসলামে আত্মহত্যার শাস্তি ভয়াবহ ‘প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে মেসি’ ডাবল বাগেল দিয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন শিয়নতেক কানাডায় হামলার শিকার কপিল শর্মা কার সংসার ভাঙছেন সামান্থা?