
নিউজ ডেক্স
আরও খবর

৩ কোটি টাকা আত্মসাৎ, মাল্টিপারপাসের চেয়ারম্যান কারাগারে

গুরুদাসপুরে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন চরমোনাই পীর

টানা বৃষ্টিতে ডুবছে ফেনী শহর

ছাদে পোল্ট্রি খামার করে পরিবেশ দূষণের দায়ে খামারিকে জরিমানা

গাজীপুরে পালিত হলো দেশের প্রথম ‘বিশ্ব স্কিন হেলথ ডে’ উদ্যাপন

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন, ৩০ গ্রাম প্লাবিত
মুক্তাগাছায় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহের মুক্তাগাছায় চাঁন মিয়া (৬০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন তিনি।
উপজেলার ঘোষবাড়ি গ্রামে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
বৃদ্ধ চাঁন মিয়া ওই গ্রামের মৃত নছর আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগছিলেন চাঁন মিয়া। শুক্রবারা দুপুরে খাওয়া শেষ করে নিজ কক্ষে যান তিনি। সবার অগোচরে দুপুর দেড়টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে প্লাস্টিকের রশি পেচিয়ে গলায় ফাঁস নেন তিনি। পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করেন। তবে এর আগেই তার মৃত্যু হয়। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
মুক্তাগাছা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’