
নিউজ ডেক্স
আরও খবর

গোপালগঞ্জের ঘটনায় ফেসবুকে ‘উপহাস’, এএসপি প্রত্যাহার

প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ গাছের চারা

পাহাড়ের মাটিতে রাম্বুটান, সম্ভাবনার নতুন দিগন্ত

ঘরে ঢুকে ২ নারীকে কুপিয়ে হত্যা

বৃষ্টি যেন সবজিচাষিদের কান্না হয়ে ঝরছে

চুরি করতে গিয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ

দুম্বার সংকর প্রজাতি উদ্ভাবন করলেন মেহেরপুরের খামারি
বিয়ের দাবিতে তরুণীর অনশন, প্রেমিক ও তার বাবার পলায়ন

শরীয়তপুর গোসাইরহাটে বিয়ের দাবিতে প্রেমিক তাপশ দাশের বাড়িতে অনশনে বসেছেন এক তরুণী।
গোসাইরহাট উপজেলার ধীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রেমিক তাপশ দাশ, বাবা মরন দাশ ও পরিবারের লোকজন পলাতক রয়েছেন।
তরুণীর অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ পাঁচ বছর ধরে শারীরিক সম্পর্কের পর বিয়ে না করায় তিনি অনশনে বসেছেন।
তিনি আরও বলেন, মঙ্গলবার সকাল থেকে আমি অনশন করছি। আমাকে বিয়ে না করলে বিষ খাব।
প্রতিবেশীরা বলেন, সকাল থেকে দেখছি ওই তরুণী অনশনে রয়েছেন। ছেলের পরিবারের লোকজন পলাতক। ঘটনা জানাজানির পর মেয়ের বাবা-মা তাকে বাড়িতে উঠতে না দিলে তাপশের বাড়িতে অনশনে বসেছেন।
ওই তরুণীর ছোটভাই বলেন, তাপশ আমাদের বাড়িতে মাঝেমধ্যে আসতেন। এখন হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেন। তাই আমার বোন তাদের বাড়িতে অনশনের জন্য গোসাইরহাটে গিয়েছে।
গোসাইরহাট থানার ওসি মো. মাকসুদ আলম বলেন, ঘটনা শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আমরা এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।