ফরিদপুর, পটিয়া ও পাটগ্রামে রাজনৈতিক পরিচয়ে মব হামলার ঘটনায় গণতন্ত্র মঞ্চের নিন্দা

ফরিদপুর, পটিয়া ও পাটগ্রামে রাজনৈতিক পরিচয়ে মব হামলার ঘটনায় গণতন্ত্র মঞ্চের নিন্দা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ | ১০:০৯ 62 ভিউ
বিবৃতিতে পটিয়া ও পাটগ্রাম থানায় রাজনৈতিক পরিচয়ে হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান গণতন্ত্র মঞ্চের নেতারা। গণতন্ত্র মঞ্চের নেতারা ফরিদপুরে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের বাড়িতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে পটিয়া ও পাটগ্রাম থানায় রাজনৈতিক পরিচয়ে হামলা এবং আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় তীব্র ক্ষোভ জানান নেতারা। শুক্রবার (৪ জুলাই) এক বিবৃতিতে তারা এ নিন্দা জানান। নেতারা বলেন, এসব হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। দলীয় রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে ‘মব’ সন্ত্রাসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। যেভাবে এ কে আজাদের বাড়িতে হামলা চালানো হয়েছে আওয়ামী শাসনামলে একইভাবে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে হামলা চালানো হতো। চব্বিশের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে আমরা ফ্যাসিবাদী আওয়ামী লীগের চরিত্র কারো কাছে প্রত্যাশা করি না। সরকারের সমালোচনা করে নেতারা বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে ‘মব’ সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ নিতে সরকার ব্যর্থ হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে সরকারি মদদের অভিযোগ পর্যন্ত উঠেছে। যার অনিবার্য পরিণতিতে আজকের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকারকে অবিলম্বে মব সন্ত্রাস দমনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় এই দায় সরকার কোনোভাবেই এড়াতে পারবে না। বিবৃতিতে পটিয়া ও পাটগ্রাম থানায় রাজনৈতিক পরিচয়ে হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়ার সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান গণতন্ত্র মঞ্চের নেতারা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ত্রিভুজ প্রেমের সম্পর্কের জের, ঢাকায় ২৬ খণ্ড মরদেহ শততম টেস্টে ‘স্পেশাল’ সম্মাননা পাচ্ছেন মুশফিক ঢাকার বায়ুদূষণ ফের বাড়ছে: বিশ্বের দূষিত শহর রাজধানী হিরো আলমকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ গাংনীতে প্রধান শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর ভাইরাল ভিডিও ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মির থানায় বিস্ফোরণে নিহত ৭ গাজায় প্রলয়ঙ্করী ঝড়ের আশঙ্কা : ৯ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি! বরিশাল নথুল্লাবাদে অর্ধশতাধিক বাস ভাঙচুর, আহত ৬০ এখনো হাসপাতালে চিকিৎসাধীন হাসান মাসুদ অ্যাপ থেকে ৫ কৌশলে আয় ধসে গেল ভারতও, ৩০ রানের লিড হিরো আলম গ্রেপ্তার রাজস্থানে গেলেন জাদেজা, চেন্নাইয়ে সানজু রোববার আরও ১২ দলের সংলাপ করবে ইসি সালমানের এশিয়ান ট্যুর থেকে কি বাদ পড়লেন সোনাক্ষী লিগ না হলে আর্থিক সুবিধার প্রস্তাব ধানমন্ডিতে মারধরের শিকার সেই সালমা জুলাই মামলায় কারাগারে সাত জেলায় ককটেল, আগুন স্কুল বাসের চালক দগ্ধ রাজধানীর দুটি সাংস্কৃতিক আয়োজন স্থগিত জব্দ বিস্ফোরক থানায় পরীক্ষার সময় বিস্ফোরণ, নিহত ৯