প্রভু প্রেমের শ্রেষ্ঠ সময় যৌবনকাল

প্রভু প্রেমের শ্রেষ্ঠ সময় যৌবনকাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫ | ৯:২৫ 12 ভিউ
মানব জীবনের শ্রেষ্ঠ সময় যৌবনকাল। যে ব্যক্তি এ সময়টাকে ভালোভাবে ব্যবহার করতে পারে তার জীবন হয় আনন্দঘন ও বরকতময়। তাই এ সময় নীতি-নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে সঠিকভাবে বেড়ে উঠতে হয়। আজকের মুসলিম যুবসমাজ ইসলামের সেই মহান আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে। রাসূল (সা.)-এর সুন্নাহকে ছেড়ে মুসলিম কৃষ্টি-কালচারের পরিপন্থি এমন সব বিজাতীয় সংস্কৃতির দিয়ে নিজেদের চরিত্রকে প্রভাবিত করছে। ফলে তারা আত্মার সৌন্দর্য হারিয়ে বহু পাপাচারে লিপ্ত হচ্ছে। ভালো-মন্দের সংমিশ্রণকেও তারা ইবাদত হিসাবে মনে করছে। যৌবন হলো জীবনের সেই সময়, যখন একজন যুবককে হাজারও অন্যায় হাতছানি দিয়ে ডাকতে থাকবে। অনেকে দুনিয়ার এ আসক্তি থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে পারে না। জেনা-ব্যভিচারের মতো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। আবার অনেকে অন্যায় করার শক্তি থাকার পরও অন্যায় করে না। কারণ সে আল্লাহর কাছে নিজেকে আত্মসমপর্ণ করেছে। পবিত্র কুরআনে যেহেতু আল্লাহতায়ালা বলেছেন, ‘অবশ্যই সফল হয়েছে মুমিনগণ... আর যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে।’ (সূরা মুমিনুন, আয়াত- ৫)। আর এ সম্পর্কে রাসূল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু (তথা জিহ্বা) ও দুই ঊরুর মধ্যবর্তী স্থান (তথা লজ্জাস্থানের) জামানত আমাকে দেবে, আমি (মুহাম্মদ সা.) তার জান্নাতের জিম্মাদার।’ (বুখারি, হাদিস- ৬৪৭৪)। যৌবনকে কোনোভাবে হেলায় হারানো যাবে না। চরিত্রকেও ধ্বংস করা যাবে না। বার্ধক্য আসার আগে এর সঠিক ব্যবহার করতে হবে। একজন অসুস্থ মানুষই বুঝতে পারে সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত! এ কারণে একজন যুবক যদি দৃঢ় সংকল্পে থেকে আল্লাহর ওপর ভরসা করে, জীবিকা নির্বাহে তার উত্তম সময়গুলো ব্যয় করে, আল্লাহ তার থেকে অভাবকে দূরে সরিয়ে নেন। এ কারণে আল্লাহর দেওয়া সময় নামক সুন্দর নেয়ামতকে কাজে লাগিয়ে হায়াতে বরকত অর্জন করতে হবে। যৌবন হলো মেহমান। যে ক্ষণিকের জন্য আপনার বাড়িতে এসেছে, সময় হলে আবার চলেও যাবে। আপনার বিদায় দেওয়ার জন্যও সে অপেক্ষা করবে না। তাই সঠিকভাবে এর ব্যবহার করতে হবে। নফসের অনুগত হলে চলবে না। তাহলে সে আপনার সমূহ ক্ষতি করে চলে যাবে। এ সময়ে সে আপনাকে দিয়ে কিছু পাপের কাজ করিয়ে নিতে চাইবে, যাতে আপনি জাহান্নামের নিকটবর্তী হয়ে যান। আপনি যদি আল্লাহর সঠিক বান্দা হয়ে থাকেন, যৌবনের এ বিধ্বংসী খেলায় কখনোই মেতে উঠবেন না। তার কাছে অনুগত্যও স্বীকার করবেন না। বরং যৌবনই আপনার পদানত হবে। আপনার নির্দেশ মেনেই সে সব ধরনের ভালো কাজ করবে। যে কাজগুলোতে আল্লাহর সন্তুষ্টি রয়েছে। বুদ্ধিমান সে যে তার যৌবনকে কাজে লাগায়। এ সময়কে যদি আপনি কাজে না লাগান যখন আপনাকে বার্ধক্য, জরা-খরা পেয়ে বসবে আপনার আফসোসের শেষ থাকবে না। এ কারণে হাদিস শরিফে বর্ণিত হয়েছে, ‘কিয়ামতের দিন পাঁচটি সওয়ালের জওয়াব দেওয়া ছাড়া কোনো আদম সন্তান আল্লাহর সম্মুখ হতে এক কদমও নড়তে পারবে না। সে তার জীবনকে কোথায় ব্যয় করেছে। যৌবনকে কোথায় ক্ষয় করেছে, সম্পদ কোথা থেকে অর্জন করেছে আর কীভাবে ব্যয় করছে। যা জেনেছে, সে অনুযায়ী কতটুকু আমল করছে।’ (তিরমিযি, হাদিস-২৪১৬)। যৌবনকালের ভালো আমলগুলো আল্লাহর কাছে অধিক প্রিয়। এ সময় যারা নিজের নফসের সঙ্গে জিহাদ করে মন্দ থেকে ফিরে থাকতে পারে, তারাই সত্যিকারের মানুষ। কারণ, তারা আল্লাহকে ভালোবাসে। একমাত্র তার ভালোবাসায় পৃথিবীর সব লোভনীয় ও মোহনীয় কার্য থেকে নিজেকে সরিয়ে রাখে। পার্থিব সব অবৈধ জিনিসের আকর্ষণ ছিন্ন করে অন্তরে আল্লাহর মহব্বতকে স্থান দেয়। সেই কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না-আল্লাহ সেদিন স্বীয় ছায়ার তলে তাদের আশ্রয় দেবেন। নসিহত হিসাবে হাফসা বিনতে সীরিন (রহ.) বলেন, ‘হে যুবক শ্রেণির মানুষ, তোমরা কর্ম কর, কারণ যৌবনকালই হলো কাজ করার উপযুক্ত সময়।’ আহনাফ ইবনে কাইস (রহ.) বলেন, যদি কোনো ব্যক্তি যৌবনকালে নেতা হতে না পারে, সে বুড়োকালেও নেতা হতে পারবে না। আপনার শক্তি ও সাহসকে এমন কাজে বিনিয়োগ করুন, যে কাজে আল্লাহর রহমত অনিবার্য। আপনি মরে গেলেও সে কাজের বিনিময় প্রবহমান থাকবে। তাই যৌবনকালে যেমন ভালো কাজ করবেন তেমনি মন্দ কাজ থেকেও মানুষকে ফেরাবেন। ভালো কাজ যেমন একটি ইবাদত তেমনি মন্দ থেকে মানুষকে ফিরিয়ে রাখাও ইবাদত।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভাগ্যের সহায়তায় ফেডারেশন কাপের ফাইনালে কিংস জুনেও অনিশ্চিত সাফ ফুটবল সম্মতি ছাড়া মেয়েদের গায়ে হাত দেন অনুরাগ, শাস্তি চান অভিনেত্রী পায়েল আমিশার ক্যারিয়ারের উজ্জ্বল সময়েই অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিলেন বানশালি ক্তরাষ্ট্রের কয়েকজন কংগ্রেসম্যান, সরকারি কর্মকর্তা এবং কয়েকটি এনজিও প্রধানের ওপর পালটা নিষেধাজ্ঞা চীনের সংস্কার একটি চলমান প্রক্রিয়া যা যুগের পর যুগ চলবে জামায়াতে ইসলামী প্রতিবাদ করতে গিয়ে জুলুমের শিকার হয়েছে একই গ্রামের ৬ রাজমিস্ত্রী শ্রমিক পাঁচদিন ধরে নিখোঁজ চিত্রশিল্পীর বাড়িতে আগুনের ঘটনায় ৮ জন রিমান্ডে হাত হারানো সেই শিশুকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার শুনানি ৮ মে সন্তানের মুখ দেখা হলো না হাফেজ ওবায়দুল্লার গাকৃবিতে বিশ্ব মেধাস্বত্ব দিবসের ওপর সেমিনার অনুষ্ঠিত টিপু মুনশির ১২ ব্যাংক হিসাব ও ১৮ প্রতিষ্ঠানের শেয়ার অবরুদ্ধ ইপিআই বড় প্রতিবন্ধকতা হিসেবে উঠে এসেছে জনবলের ঘাটতি বিএমইউ এবং চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫-এ যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাতারের রাজধানী দোহায় চারঘাটে ইজারা ছাড়াই পদ্মার মাটি লুটে নেওয়া হচ্ছে চীনে সরকারি সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একটি ফেডারেল মামলা দায়ের করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যাল দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে মেগাসিটি ঢাকা