নতুন শিক্ষাবর্ষের দুই মাস পার হয়ে গেছে কিন্তু সাত কোটির বেশি বই ছাপানো বাকি

নতুন শিক্ষাবর্ষের দুই মাস পার হয়ে গেছে কিন্তু সাত কোটির বেশি বই ছাপানো বাকি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ | ১০:০৫ 20 ভিউ
নতুন শিক্ষাবর্ষের দুই মাস পার হয়ে গেছে। অথচ এখনো সাত কোটির বেশি বই ছাপানো বাকি। অনেক শিক্ষার্থী পেয়েছে আংশিক বই। এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের জন্য ৪০ কোটির বেশি বিনামূল্যের পাঠ্যবই ছাপানো হচ্ছে। এর মধ্যে ৩২ কোটির কিছু বেশি বই শিক্ষাপ্রতিষ্ঠানে চলে গেছে। আর ৮ কোটির মতো বই এখনো প্রস্তুত হয়নি। এর সিংহভাগই মাধ্যমিক পর্যায়ের। সর্বশেষ প্রাথমিকের ৯ কোটি ২০ লাখ বইয়ের মধ্যে কিছু বই ছাড়া বাকিগুলো বিদ্যালয়ে পৌঁছে গেছে। আর মাধ্যমিকে ৩১ কোটি বইয়ের মধ্যে প্রায় ২২ কোটি বই শিক্ষাপ্রতিষ্ঠনের জন্য ছাড় হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শুক্রবার পর্যন্ত সব মিলিয়ে ৩২ কোটির বেশি বই শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), যা শতকরা হিসাবে ৮০ ভাগ। যদিও পাঠানো সব বই এখনো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছেনি। সেই হিসাবে ২০ শতাংশ শিক্ষার্থীরা এখনো বই পায়নি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে কাল থেকে পবিত্র রমজান শুরু হবে। অন্য মাসের তুলনায় এ মাসে শ্রমিকরা চাহিদা অনুযায়ী কাজ করতে পারেন না। এছাড়া আসন্ন পবিত্র রমজান, ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ টানা ৩৯ দিনের ছুটি শুরু হয়েছে দেশের স্কুল-কলেজে। বৃহস্পতিবার স্কুলের শেষ ক্লাস ছিল। শুক্রবার থেকে এ ছুটি শুরু হয়। টানা ছুটি শেষে ৮ এপ্রিল থেকে আবার ক্লাস শুরু হবে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সব বই না পৌঁছার কারণে বেশকিছু বিষয়ে এখনো পড়ালেখা শুরু করতে পারেনি শিক্ষার্থীরা। এতে শ্রেণিভিত্তিক মূল্যায়নে জটিলতার পাশাপাশি শিখন ঘাটতিসহ নানাভবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা। মুদ্রণসংশ্লিষ্টরা বলছেন, নতুন শিক্ষাবর্ষের বই ছাপানোর কাজ এবার দেরিতে হলেও সেই কাজে গতি দিতে পারেনি এনসিটিবি। এনসিটিবির চেয়ারম্যানসহ সব সদস্য নতুন হওয়ায় তাদের সবকিছু বুঝে উঠতে সময় লেগে গেছে বেশি। নভেম্বর থেকে বই ছাপা শুরু করলেও এখনো তা শেষ হয়নি। এছাড়া বই ছাপানোর কাগজের একধরনের কৃত্রিম সংকট তৈরি করেছেন ব্যবসায়ীরা। অন্যদিকে জানুয়ারি থেকে বইমেলা ও সহায়ক নোট-গাইড ছাপানোর কাজে ব্যস্ত হয়ে পড়েন বাঁধাই শ্রমিকরা। এতেও একধরনের সংকট তৈরি হয়। শেষ সময়ে এসে বিদেশ থেকে কাগজ আমদানির উদ্যোগ নেয় এনসিটিবি। ফলে এনসিটিবির নানা অদূরদর্শী সিদ্ধান্ত ও ধীরগতির কারণে শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বইয়ের সব কাজ শেষ করতে চলতি মাস লেগে যাবে বলে জানান মুদ্রণ প্রতিষ্ঠানের মালিকরা। এনসিটিবির শিক্ষা ও সম্পাদন শাখার প্রধান মুহাম্মদ ফাতিহুল কাদীর বলেন, প্রাথমিকের বই ছাপানোর কাজ প্রায় শেষ। আর মাধ্যমিক পর্যায়ে বই ছাপানোর কাজও দ্রুত শেষ হয়ে যাবে। এর মধ্যে বেশির ভাগ বই শিক্ষাপ্রতিষ্ঠানে চলে গেছে বলে জানান তিনি। এছাড়া রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় চাহিদা অনুযায়ী এখনো বই পৌঁছেনি। স্বনামধন্য কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে বই গেলেও অনেক স্কুলে এখনো যায়নি। নীলফামারীর পার্বতীপুর উপজেলায় দেখা যায়, এ উপজেলার মাধ্যমিক ও মাদ্রাসার ৪৬ হাজার ছাত্র-ছাত্রী এখনো হাতে পায়নি সব বিষয়ের বই। মাধ্যমিক বিদ্যালয়গুলোয় শুধু ৮ম এবং মাদ্রাসায় ষষ্ঠ ও ৮ম শ্রেণির পুরো সেট বই বিতরণ করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে গেছে উপজেলার ১১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান। খুলবে ৯ এপ্রিল। এর দুই মাস পরই ২৪ জুন শিক্ষার্থীদের বসতে হবে অর্ধবার্ষিক পরীক্ষার টেবিলে। পরীক্ষার আগ পর্যন্ত বিভিন্ন বন্ধ বাদ দিয়ে মাত্র ৩৬ দিন ক্লাস করার সুযোগ পাবে শিক্ষার্থীরা। এতে ফল বিপর্যয়ের আশঙ্কায় রয়েছে তারা। মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, পার্বতীপুরে মাধ্যমিক ও মাদ্রাসা মিলে শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১১৩টি। মাধ্যমিক স্তরের ৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শুধু বাংলা, ইংরেজি ও গণিত বই সরবরাহ করা হয়েছে। দশম শ্রেণির শিক্ষার্থীরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, উচ্চতর গণিত, বাংলা দ্বিতীয়পত্র, ইংরেজি দ্বিতীয়পত্র, কৃষিশিক্ষা বই পায়নি। নবম শ্রেণির শিক্ষার্থীরাও পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, বাংলা দ্বিতীয়পত্র, ইংরেজি দ্বিতীয়পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং শারীরিক শিক্ষা বই পায়নি। মাদ্রাসার ক্ষেত্রেও সপ্তম ও নবম শ্রেণির অধিকাংশ শিক্ষার্থী বই পায়নি। সংশ্লিষ্টরা বলছেন, নতুন শিক্ষাক্রমের পরিবর্তে এবার পাঠ্যপুস্তকে স্থান পেয়েছে ২০১২ সালে প্রণীত সৃজনশীল কারিকুলাম। এতে পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমন্বয় কমিটি গঠন করা হলেও ১৩ দিনের মাথায় সেটি বাতিল করা হয়। এছাড়া এনসিটিবির বোর্ডের চেয়ারম্যানসহ সব সদস্য নতুন হওয়ার কারণে এসব কার্যক্রম ছিল ধীরগতি। এতেও ব্যাপক সময়ক্ষেপণ হয়েছে। এনসিটিবি কর্মকর্তা সূত্রে জানা গেছে, এবার প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪ কোটি ৩৪ লাখ ৩ হাজার ২৮৩ শিক্ষার্থীর জন্য ৯৬৪ লটে ছাপা হবে ৪০ কোটি ১৫ লাখ ৬৭ হাজার ২০২ কপি বই। এর মধ্যে প্রাথমিকের ২ কোটি ৯ লাখ ৪৪ হাজার ৪৭৯ শিক্ষার্থীর জন্য ছাপানো হচ্ছে ৯ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৪৯২ কপি বই। অন্যদিকে মাধ্যমিকের ২ কোটি ২৪ লাখ ৫৮ হাজার ৮০৪ শিক্ষার্থীর জন্য ছাপানো হচ্ছে ৩০ কোটি ৯৬ লাখ ১২ হাজার ৮৪৭ কপি বই। এর মধ্যে ইবতেদায়ি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বইও যুক্ত করা হয়েছে। এ ছাড়া ব্রেইল বই রয়েছে সাড়ে ৮ হাজার। বাংলাদেশ মুদ্রণ সমিতির সাবেক সভাপতি তোফায়েল খান বলেন, নতুন শিক্ষাবর্ষের বই ছাপানোর জন্য শেষ মুহূর্তে কাগজ আমদানি করে এনসিটিবি। এ ধরনের উদ্যোগ আগে নিলে এই সমস্যা কেটে যেত। এতে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতিও কম হতো। তবে বইয়ের সব কাজ শেষ করতে চলতি মাস লেগে যাবে বলে জানান তিনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জাতীয় দলে ফিরতে চান সেই নিষিদ্ধ ক্রিকেটার ডেভেলপমেন্ট কাপ হকিতে বিকেএসপির মেয়েদের বাজিমাত আবারও মা হচ্ছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট আসছে ঈদেও মুক্তি পাবে আশনা হাবিব ভাবনা অভিনীত একটি সিনেমা নির্মিত হয়েছে আটজন তারকাশিল্পী নিয়ে ঈদের বিশেষ নাটক সিনেমায় শাবনূরের ফেরা নিয়ে সংকট কাটেনি গিজার পিরামিডের নিচে বিশাল ‘গোপন নগরী’ আবিষ্কারের দাবি আওয়ামী লীগের দোসররা অবাধে চলাফেরা করে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো সুযোগ নেই কুরআনের বিধান প্রতিষ্ঠায় আলেমদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে হাসনাতের পোস্ট শিষ্টাচারবহির্ভূত : নাসীর উদ্দীন পাটওয়ারী ১০০ টাকা নিয়ে কুমিল্লা শহরে আসা এই সংগ্রামী নারী এখন কোটিপতি সাংবাদিক নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ ত্রয়োদশ সংসদ নির্বাচন: চট্টগ্রাম-৭ বিএনপির হুম্মাম ছাড়াও ৬ জন, জামায়াতের আমিরুজ্জামান অনেকেই মনে করি সুরের লহরি নৃত্যের তালই সংস্কৃতি, এটা সত্য নয় রাজধানীর সড়কে লক্কড়-ঝক্কড় ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে চলছে যৌথ অভিযান তিস্তা পাড়ের অধিক ভাঙন কবলিত ২০ কিলোমিটার তীর রক্ষা বাঁধের কাজ শীঘ্রই শুরু হবে ফ্যাসিবাদবিরোধী ঐক্য তৈরিতে অবশ্যই সরকারকে উদ্যোগ নিতে হবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে এবার লেবাননে হামলা শুরু করেছে ইসরাইল হাসিনাবিরোধী আন্দোলনে ভারত কোনো হস্তক্ষেপ করতে পারেনি