
নিউজ ডেক্স
আরও খবর

হাতিয়ার কুখ্যাত ডাকাত ফখরুল ইসলাম এর প্রধান সহযোগী নাসির উদ্দিন আটক

সরকারি শিশু পরিবারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন

ফটিকছড়িতে যুবদলের এক কর্মীর বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

জামালগঞ্জে তিন কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার

নগরকান্দা উপজেলার সাবেক সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে তিনটি মামলা

অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত

নতুন বিসিবির অধীনে ক্রিকেটে দেশি কোচদের গুরুত্ব বেড়েছে
জাল কাগজ তৈরি করে এক নারীর বিরুদ্ধে একটি ফ্ল্যাট হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ

রাজশাহীতে জাল কাগজ তৈরি করে এক নারীর বিরুদ্ধে একটি ফ্ল্যাট হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। স্যানভ্যালী লিমিটেড ডেভেলপার কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছে। শনিবার দুপুরে নগরীর একটি কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অভিযোগের ব্যাপারে কথা বলতে চাননি সিনথিয়া সিফাত অনি।
সংবাদ সম্মেলনে স্যানভ্যালী লিমিটেড ডেভেলপার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আসিফ মাহমুদ সনি লিখিত বক্তব্যে জানান, ২০১৪ সালে সিনথিয়া তার প্রতিষ্ঠানে যান এবং জানান যে, তার লন্ডন প্রবাসী দাদু ক্যাপ্টেন মাহমুদুল আমিন তাকে একটি ফ্ল্যাট উপহার দিতে চান। তিনি এ প্রতিষ্ঠান থেকে ফ্ল্যাট কিনবেন। পরে ২০১৪ সালের ৫ ফেব্রুয়ারি মাহমুদুল ও সিনথিয়া তাদের অফিসে যান এবং ক্রেতা হিসাবে অ্যাপার্টমেন্ট বুকিং ফরমে দুজনের নাম লেখেন। সেদিন মাহমুদুল ফ্ল্যাটের ৪৩ লাখ ৮০ হাজার টাকার মধ্যে পাঁচ লাখ টাকার একটি চেক দেন। পরে মাহমুদুল আমিন লন্ডন চলে যান এবং সিনথিয়ার ব্যাংক হিসাবে টাকা পাঠান। চেকের মাধ্যমে সিনথিয়া সেই টাকা দেন স্যানভ্যালী লিমিটেড ডেভেলপার কোম্পানিকে।
এরই মধ্যে ভবনের নির্মাণকাজ শেষ হয়ে আসে। কিন্তু দুই ক্রেতা একসঙ্গে এসে ফ্ল্যাটের রেজিস্ট্রি বুঝে নেননি। লন্ডন থেকে মাহমুদুল ই-মেইলের মাধ্যমে ডেভেলপার প্রতিষ্ঠানটিকে জানান, ওই ফ্ল্যাট যেন সিনথিয়াকে রেজিস্ট্রি দেওয়া না হয়। তিনি তার সঙ্গে ফ্ল্যাট কিনবেন না। ফলে ডেভেলপার প্রতিষ্ঠানটি ফ্ল্যাট রেজিস্ট্রি দিতে পারেনি। কিন্তু সিনথিয়া বিভিন্ন মাধ্যমে চাপ দিয়ে ফ্ল্যাট নেওয়ার চেষ্টা করেন। আশ্রয় নেন জালিয়াতিরও। এ বিষয়ে বক্তব্য জানতে শনিবার দুপুরে সিনথিয়াকে ফোন করা হয়। প্রশ্ন শোনার পরে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান। আমি এ ব্যাপারে কোনো কথা বলব না।’