গাজা সহিংসতা গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে

গাজা সহিংসতা গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৫ | ১০:২৪ 75 ভিউ
ইসরাইলকে সন্ত্রাসবাদ এবং গণহত্যাকারী আখ্যা দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, গাজা সহিংসতা গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। শুক্রবার (১১ এপ্রিল) তুরস্কের প্রেসিডেন্ট অ্যান্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে বক্তব্যকালে এ কথা বলেন। খবর সাফাক নিউজের। এরদোগান দাবি করেন, গাজায় এখন পর্যন্ত ৫০ হাজার ৮০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন—যাদের মধ্যে নারী, শিশু ও সাংবাদিকও রয়েছেন। তিনি বলেন, ‘এটা যদি বর্বরতা না হয়, তাহলে বর্বরতা কাকে বলে? ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র।’ তিনি আরও বলেন, ‘গাজায় হামলার বিরুদ্ধে নীরবতা মানে এই অপরাধে অংশীদার হওয়া। আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবেই তিনি ইসরাইলের আচরণকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করেন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ বিশ্বের শক্তিধরদের এ সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানান। তুরস্কের অবস্থান স্পষ্ট করে এরদোগান বলেন, তার দেশ ১৯৬৭ সালের সীমান্তভিত্তিক দ্বী-রাষ্ট্র নীতিকে সমর্থন করে এবং পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখতে চায়। এই অবস্থানের অংশ হিসেবে তুরস্ক ইসরাইলের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করেছে এবং দক্ষিণ আফ্রিকার করা গোষ্ঠী-নিধনের মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে। সিরিয়া প্রসঙ্গে এরদোগান বলেন, ইসরাইল সেখানে সাম্প্রদায়িক ও জাতিগত বিভাজন উসকে দিয়ে ‘৮ ডিসেম্বর বিপ্লব’-এর (যার মাধ্যমে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হটানো হয়েছিল) বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এর মাধ্যমে তারা সিরিয়ার সংখ্যালঘুদের টার্গেট করে গোটা অঞ্চলকে অস্থিতিশীল করছে ইসরাইল। তিনি আরও অভিযোগ করে বলেন, ইসরাইলের চলমান হামলা—বিশেষ করে সিরিয়া ও লেবাননে—এলাকাটিকে অস্থির করে তুলছে এবং আইএসের বিরুদ্ধে চলমান লড়াইয়ে প্রতিবন্ধকতা তৈরি করছে। ইসরাইল এখন এমন একটি সমস্যা হয়ে উঠেছে যা সরাসরি গোটা অঞ্চলকে হুমকি দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, যারা সিরিয়ান জনগণের ওপর নির্যাতন চালাচ্ছে, তাদের এই অন্যায়ের মূল্য দিতে হবে। তুরস্কের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, সিরিয়ার নিরাপত্তা মানে তুরস্কের নিরাপত্তা। শেষে এরদোগান বলেন, তুরস্ক শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, বরং গোটা অঞ্চলের জন্য একটি দায়িত্বশীল অংশীদার।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যাপ থেকে ৫ কৌশলে আয় ধসে গেল ভারতও, ৩০ রানের লিড হিরো আলম গ্রেপ্তার রাজস্থানে গেলেন জাদেজা, চেন্নাইয়ে সানজু রোববার আরও ১২ দলের সংলাপ করবে ইসি সালমানের এশিয়ান ট্যুর থেকে কি বাদ পড়লেন সোনাক্ষী লিগ না হলে আর্থিক সুবিধার প্রস্তাব ধানমন্ডিতে মারধরের শিকার সেই সালমা জুলাই মামলায় কারাগারে সাত জেলায় ককটেল, আগুন স্কুল বাসের চালক দগ্ধ রাজধানীর দুটি সাংস্কৃতিক আয়োজন স্থগিত জব্দ বিস্ফোরক থানায় পরীক্ষার সময় বিস্ফোরণ, নিহত ৯ ছয় মাসে সর্বোচ্চ দর পতন মঙ্গলে যমজ যান পাঠাতে উড়ল ব্লু অরিজিনের রকেট নতুন চুল গজাতে যেভাবে আলুর রস ব্যবহার করবেন ছাত্রের ‘যৌন নিপীড়নের’ মামলায় ঢাবি শিক্ষক কারাগারে বাল্যবন্ধুকে ঘিরেই সন্দেহ, গ্রেপ্তার জরেজ ও এক নারী ছেলে হত্যার ঘটনায় মামলা করলেন বিচারক বাবা ট্রাম্পের চেষ্টায়ও থামছে না ইউক্রেন যুদ্ধ, পুতিন আসলে কী চান যুক্তরাষ্ট্রের ‘গাজা পরিকল্পনা’র মধ্যেই জাতিসংঘে রাশিয়ার পাল্টা প্রস্তাব খাসজমির দ্বন্দ্ব গড়াল সংঘর্ষে, আহত ৩৫