খেলা ছেড়ে স্ত্রীকে নিয়ে পালালেন ইসরাইলি প্রেসিডেন্ট

খেলা ছেড়ে স্ত্রীকে নিয়ে পালালেন ইসরাইলি প্রেসিডেন্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৫ | ১১:০১ 26 ভিউ
ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ ও তার স্ত্রী স্টেডিয়াম থেকে দ্রুত পলায়ন করেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। ইসরাইলি পত্রিকা ইয়েদিয়োথ আহরোনোথ জানিয়েছে, বৃহস্পতিবার বেইতার জেরুজালেম ও হাপোয়েল বেয়ারশেবার মধ্যে একটি ফুটবল ম্যাচ চলাকালে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এ সময় সাইরেন বেজে উঠলে ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ ও তার স্ত্রী স্টেডিয়াম থেকে পালিয়ে যায়। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার কারণে বৃহস্পতিবার রাতে দেশটির ফুটবল প্রতিযোগিতা ‘ইসরাইল কাপ’-এর ম্যাচটি বন্ধ করে দেওয়া হয়। এদিকে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব আব্দুল মালিক বদরুদ্দিন আল হুথি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ৬০০ দিনেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় গণহত্যা চালিয়ে যাচ্ছে। গাজার সমর্থনে আমাদের পরের ধাপের অভিযান আরও কার্যকর হবে। আনসারুল্লাহ মহাসচিব বৃহস্পতিবার বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের প্রতিক্রিয়া যত কঠোরই হোক না কেন, প্রিয় ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইয়েমেনি জনগণের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না। মেহের নিউজের প্রতিবেদন অনুযায়ী, গাজার সমর্থনে অভিযান ব্যাখ্যা করে আনসারুল্লাহ নেতা বলেন, ‘এ সপ্তাহে আমরা দখলদার ইসরাইলের গভীরে ১৪টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে অভিযান চালিয়েছি। এগুলোর মাধ্যমে ইসরাইলের জাফা, হাইফা, আশকেলন এবং উম্মে আল-রাশাশে ইসরাইলি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। লোহিত সাগর ইসরাইলি বাহিনীর জন্য সাহায্য বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে ইসরাইলি শত্রুদের জন্য নৌযান চলাচল নিষিদ্ধ রয়েছে’। এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন, দখলদার ইসরাইলের বেন-গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বিমানবন্দরে হামলাটি সফল হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ হামলার পর বেন-গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং লাখ লাখ ইহুদি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়। অন্যদিকে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের উপ-তথ্য কর্মকর্তা নাসরুদ্দিন আমের এক বিবৃতিতে বলেছেন, বেন-গুরিয়ন বিমানবন্দর এখন আর নিরাপদ নয়। এ বিমানবন্দরে ইয়েমেনি সামরিক অভিযান অব্যাহত থাকবে। নাসরুদ্দিন আমেরের মতে, গাজায় হামলা বন্ধ ও অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সমস্ত বিদেশি বিমান সংস্থাগুলোর উচিৎ তাদের নিজেদের ও যাত্রীদের নিরাপত্তার জন্য বেন-গুরিয়ন বিমানবন্দর এড়িয়ে চলা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেখানে দাঁড়িয়ে ‘উই রিভোল্ট’ বলে বিদ্রোহ ঘোষণা করেন মেজর জিয়া চার জেলার সীমান্ত দিয়ে রোহিঙ্গাসহ ৫৭ জনকে পুশইন কুমিল্লায় ৪ জনের করোনা শনাক্ত জাতীয় পতাকা পরিবর্তনের দাবি ভিত্তিহীন: প্রেস উইং বক্ষব্যাধি আক্রান্তদের করোনা ঝুঁকি বেশি ঈদের ছুটি শেষ হতেই বায়ুদূষণে শীর্ষে ঢাকা হামজাদের আরও শক্তিশালী দলের বিপক্ষে খেলাতে চায় বাফুফে এক বৈঠকেই বাজিমাত, দেশ নির্বাচনি ট্রেনে ইসরাইলি হামলার পর স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা মিরপুরে ফেরার লড়াই চলছে তাসকিন-মোস্তাফিজদের সৎ মা ইস্যুতে ফেঁসে যাচ্ছেন অভিনেত্রী শাওন দশ দিনের ছুটি শেষে আজ খুলছে সরকারি অফিস ইরানের হামলায় ইসরাইলে নিহত ৮, আহত ২০০ গণধর্ষণের বিচার করে দেওয়ার আশ্বাসে ১০ হাজার টাকা দাবি কৃষক দল নেতার পদ্মা সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২ দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫ হজ করে দেশে ফিরলেন ১৬ হাজার ৪৬৯ হাজি এবার বেরিয়ে এলো হাসিনার বাসার বাবুর্চির থলের বিড়াল যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ইরানে ইসরাইলি হামলার নিন্দা পাকিস্তানের, জাতিসংঘকে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান